জোহানেসবার্গ, 31 অগস্ট: জোহানেসবার্গের বহুতলে ভয়াবহ আগুন ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে 64 জনের এবং আহত হয়েছেন অন্তত 43 জন ৷ নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহরে ৷ দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে পাঁচতলা ভবনটিতে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় । তবে তারা ঘটনার তদন্ত করছে ৷
জোহানেসবার্গ শহরের জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানান, ডেলভারস এবং অ্যালবার্টস রাস্তার কোণে একটি বিল্ডিংয়ে আগুন লেগে যায় ৷ দমকল কর্মীদের রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয় । ঘটনাস্থল থেকে একের পর এক মৃতদেহ বের করে আনা হচ্ছে ৷ ডজনখানেক জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী ও দমকল কর্মী ঘটনাস্থলে রয়েছেন । তাঁর কথায়, "আমরা ঘটনাস্থলে আসার পরই বিল্ডিংয়ের ভিতরে থাকা লোকদের সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি ৷ আহতরা বেশিরভাগই ধোঁয়ার জেরে শ্বাসকষ্ট বা ছোটখাটো আঘাত পেয়েছেন ।
জানা গিয়েছে, আগুনে ভবনটি পুড়ে ছাই হয়ে গিয়েছে । এ ঘটনায় যারা গৃহহীন হয়ে পড়েছেন তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে । অগ্নিকাণ্ডে মোট 64টি মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং 43 জন আহত হয়েছে বলে জানান মুলাউদজি । টুইটারে মুলাউদজি একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তাতে দেখা গিয়েছে, আগুনের নেভানোর গাড়ি এবং অ্যাম্বুলেন্সগুলি ভবনের বাইরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে ।
আরও পড়ুন: ফের উত্তেজনা ইসলামপুরে, তৃণমূল কর্মীর বাড়িতে আগুন
মুলাউদজি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তারা মৃতদের দেহগুলি উদ্ধার করতে ব্যস্ত । মৃতের সংখ্যা বাড়তে পারে ৷ কারণ ভবনের ভিতরে বেশ কিছু মানুষ আটকা পড়ে থাকতে পারে । অনেকে আবার সেখান থেকে পালানোর চেষ্টা করেছে । প্রতিটি তলায় অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে ৷ তবুও কাঠামোর মধ্যে অনেকে আটকা পড়েছিল ৷ তিনি বলেন, " ঘটনাস্থলে অনেকে তাদের আত্মীয়দের খুঁজছেন ৷ তাদের জানিয়েছি যে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম ।"