ETV Bharat / international

Mass Shooting in LA: চিনা নববর্ষের অনুষ্ঠান শেষে বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত বেড়ে 10 - গুলিতে মৃত্যু

আমেরিকায় লস অ্যাঞ্জেলেসের কাছে চিনা নববর্ষের অনুষ্ঠান শেষে বন্দুকবাজের হামলা (Mass Shooting in LA)৷ ওই ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে ৷

Mass Shooting in LA ETV bharat
বন্দুকবাজের হামলা আমেরিকায়
author img

By

Published : Jan 22, 2023, 5:11 PM IST

Updated : Jan 22, 2023, 7:15 PM IST

মন্টেরি পার্ক (ক্যালিফোর্নিয়া), 22 জানুয়ারি: চিনা নববর্ষ পালনের (Lunar New Year festival) অনুষ্ঠানেই বন্দুকবাজের তাণ্ডবে 10 জনের প্রাণ গেল আমেরিকায় (Shooting in LA)৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ লস অ্যাঞ্জেলেসের (Los Angeles Shooting) পূর্বের একটি শহরে শনিবার গভীর রাতে লুনার নিউ ইয়ার উদযাপন উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল ৷ সেখানেই বন্দুকবাজের গুলিতে 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ (Mass Shooting in LA)৷

একটি অনুষ্ঠানে গুলি চালায় বন্দুকবাজ: লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ বিভাগের সার্জেন্ট বব বোয়েস জানিয়েছেন, মন্টেরি পার্কের গার্ভে অ্যাভিনিউতে একটি অনুষ্ঠানে গুলি চালানো হয় । বোয়েস আগেই জানিয়েছেন যে, বন্দুকধারী একজন পুরুষ । পুলিশের কয়েক ডজন কর্মী গুলি চালানোর খবর পেয়ে ছুটে গেলেও, কয়েক ঘণ্টা কোনও তথ্য দেননি আধিকারিকরা ।

মন্টেরি পার্কের জনসংখ্যার অধিকাংশই এশিয়ান: লস এঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় 16 কিমি দূরে অবস্থিত মন্টেরি পার্কে থাকেন প্রায় 60,000 মানুষ ৷ যাঁদের মধ্যে অধিকাংশই এশিয়ান ৷ এ দিন সকালের দিকে সেখানকার বার্ষিক উৎসবে অংশ নেন হাজার হাজার মানুষ । যেখান থেকে গুলি চালানো শুরু হয়েছিল, সেই রাস্তার ধারেই রয়েছে ক্ল্যাম হাউস সিফুড বারবিকিউ রেস্তোরাঁ ৷ তার মালিক সেউং ওয়ান চোই লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছেন যে, তিনজন লোক ছুটে এসে তাঁকে দরজা বন্ধ করে দিতে বলেন ৷

আরও পড়ুন: অ্যামেরিকার মলে বন্দুকবাজের হামলা, আহত কমপক্ষে 8

ডান্স ক্লাবে শুরু হয় গোলাগুলি: লোকজন চোইকে আরও বলেন যে, একটি মেশিনগান নিয়ে ঘুরছেন একজন, তাঁর কাছে প্রচুর রাউন্ড গুলি রয়েছে ৷ গোলাগুলি একটি ডান্স ক্লাবে হয়েছে বলে মনে করেন চোই ৷ রাত 10টার পর গোলাগুলির ঘটনা ঘটে বলে খবরে বলা হয় । শনিবার ছিল চিনা নববর্ষ উপলক্ষে দুই দিনের উৎসবের সূচনা ৷ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় লুনার নিউ ইয়ার উদযাপনের অনুষ্ঠানগুলির মধ্যে এটিই বৃহত্তম ৷

মন্টেরি পার্ক (ক্যালিফোর্নিয়া), 22 জানুয়ারি: চিনা নববর্ষ পালনের (Lunar New Year festival) অনুষ্ঠানেই বন্দুকবাজের তাণ্ডবে 10 জনের প্রাণ গেল আমেরিকায় (Shooting in LA)৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ লস অ্যাঞ্জেলেসের (Los Angeles Shooting) পূর্বের একটি শহরে শনিবার গভীর রাতে লুনার নিউ ইয়ার উদযাপন উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল ৷ সেখানেই বন্দুকবাজের গুলিতে 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ (Mass Shooting in LA)৷

একটি অনুষ্ঠানে গুলি চালায় বন্দুকবাজ: লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ বিভাগের সার্জেন্ট বব বোয়েস জানিয়েছেন, মন্টেরি পার্কের গার্ভে অ্যাভিনিউতে একটি অনুষ্ঠানে গুলি চালানো হয় । বোয়েস আগেই জানিয়েছেন যে, বন্দুকধারী একজন পুরুষ । পুলিশের কয়েক ডজন কর্মী গুলি চালানোর খবর পেয়ে ছুটে গেলেও, কয়েক ঘণ্টা কোনও তথ্য দেননি আধিকারিকরা ।

মন্টেরি পার্কের জনসংখ্যার অধিকাংশই এশিয়ান: লস এঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় 16 কিমি দূরে অবস্থিত মন্টেরি পার্কে থাকেন প্রায় 60,000 মানুষ ৷ যাঁদের মধ্যে অধিকাংশই এশিয়ান ৷ এ দিন সকালের দিকে সেখানকার বার্ষিক উৎসবে অংশ নেন হাজার হাজার মানুষ । যেখান থেকে গুলি চালানো শুরু হয়েছিল, সেই রাস্তার ধারেই রয়েছে ক্ল্যাম হাউস সিফুড বারবিকিউ রেস্তোরাঁ ৷ তার মালিক সেউং ওয়ান চোই লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছেন যে, তিনজন লোক ছুটে এসে তাঁকে দরজা বন্ধ করে দিতে বলেন ৷

আরও পড়ুন: অ্যামেরিকার মলে বন্দুকবাজের হামলা, আহত কমপক্ষে 8

ডান্স ক্লাবে শুরু হয় গোলাগুলি: লোকজন চোইকে আরও বলেন যে, একটি মেশিনগান নিয়ে ঘুরছেন একজন, তাঁর কাছে প্রচুর রাউন্ড গুলি রয়েছে ৷ গোলাগুলি একটি ডান্স ক্লাবে হয়েছে বলে মনে করেন চোই ৷ রাত 10টার পর গোলাগুলির ঘটনা ঘটে বলে খবরে বলা হয় । শনিবার ছিল চিনা নববর্ষ উপলক্ষে দুই দিনের উৎসবের সূচনা ৷ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় লুনার নিউ ইয়ার উদযাপনের অনুষ্ঠানগুলির মধ্যে এটিই বৃহত্তম ৷

Last Updated : Jan 22, 2023, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.