ETV Bharat / international

Bomb Blast: আফগানিস্থানে ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত 15, আহত 50 - Bomb Blast in Afghanistan

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ ৷ বাদাখশান প্রদেশের নববী মসজিদের কাছে ওই বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে 15 জন ৷ আহতের সংখ্যা ছাড়িয়েছে 50 ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 8, 2023, 9:35 PM IST

কাবুল, 8 জুন: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান ৷ বৃহস্পতিবার উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশে একটি স্মৃতিসৌধে একটি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 15 জন ৷ তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বে থাকা তালিবান কর্মকর্তা মোয়াজউদ্দিন আহমাদি ওই বিস্ফোরণ এবং বাঘলানের প্রাক্তন তালিবান পুলিশ প্রধান সফিউল্লাহ সামিমের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের অভ্যন্তরীণ মন্ত্রকের তালিবান-নিযুক্ত মুখপাত্র আব্দুল নাফি টাকোর জানিয়েছেন, এদিন বাদাখশান প্রদেশের নববী মসজিদের কাছে বিস্ফোরণে একজন প্রাক্তন তালিবান পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন ৷ আহত হয়েছেন 50 জনেরও বেশি। টাকের আরও জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক ৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

ঠিক কী হয়েছে ?

মঙ্গলবার একটি গাড়ি বোমা হামলায় নিহত হন বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদি ৷ এদিন তাঁর স্মরণসভা আয়োজন করা হয়েছিল ৷ সেই স্মরণসভা লক্ষ্য করেই এদিন ফের বোমা হামলা চালানো হয়েছিল ৷ বাদাখশানের প্রদেশের রাজধানী ফৈজাবাদের কয়েকশো স্থানীয় বাসিন্দার সঙ্গে ওই অনুষ্ঠানে আহমাদির জানাজায় বেশ কয়েকজন সিনিয়র তালিবান কর্মকর্তা উপস্থিত ছিলেন । ওই হামলায় ডেপুটি গভর্নরের চালক-সহ 15 জন নিহত হয়েছেন।

মঙ্গলবারের গাড়ি বোমা হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ:

বৃহস্পতিবারের এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি । ইসলামিক স্টেট গ্রুপ মঙ্গলবারের গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছিল । ফলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তারাই এই হামলার পেছনে রয়েছে ৷ আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই এই হামলার নিন্দা জানিয়ে এক টুইটে বলেছেন যে মসজিদে বোমা হামলা প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদ এবং মানব ও ইসলামিক মানদণ্ডের পরিপন্থী ।

আরও পড়ুন: তালিবান সরকারকে পরামর্শ দিন, অমর্ত্য সেনকে কটাক্ষ শুভেন্দুর

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে একটি গাড়ি বোমা হামলায় বাদাখশানের প্রাদেশিক পুলিশ প্রধান কর্মস্থলে যাওয়ার পথে নিহত হন । আইএসের আঞ্চলিক সহযোগী সংগঠন খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট ওই হামলার দায় নিয়েছিল ।

কাবুল, 8 জুন: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান ৷ বৃহস্পতিবার উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশে একটি স্মৃতিসৌধে একটি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 15 জন ৷ তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বে থাকা তালিবান কর্মকর্তা মোয়াজউদ্দিন আহমাদি ওই বিস্ফোরণ এবং বাঘলানের প্রাক্তন তালিবান পুলিশ প্রধান সফিউল্লাহ সামিমের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের অভ্যন্তরীণ মন্ত্রকের তালিবান-নিযুক্ত মুখপাত্র আব্দুল নাফি টাকোর জানিয়েছেন, এদিন বাদাখশান প্রদেশের নববী মসজিদের কাছে বিস্ফোরণে একজন প্রাক্তন তালিবান পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন ৷ আহত হয়েছেন 50 জনেরও বেশি। টাকের আরও জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক ৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

ঠিক কী হয়েছে ?

মঙ্গলবার একটি গাড়ি বোমা হামলায় নিহত হন বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদি ৷ এদিন তাঁর স্মরণসভা আয়োজন করা হয়েছিল ৷ সেই স্মরণসভা লক্ষ্য করেই এদিন ফের বোমা হামলা চালানো হয়েছিল ৷ বাদাখশানের প্রদেশের রাজধানী ফৈজাবাদের কয়েকশো স্থানীয় বাসিন্দার সঙ্গে ওই অনুষ্ঠানে আহমাদির জানাজায় বেশ কয়েকজন সিনিয়র তালিবান কর্মকর্তা উপস্থিত ছিলেন । ওই হামলায় ডেপুটি গভর্নরের চালক-সহ 15 জন নিহত হয়েছেন।

মঙ্গলবারের গাড়ি বোমা হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ:

বৃহস্পতিবারের এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি । ইসলামিক স্টেট গ্রুপ মঙ্গলবারের গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছিল । ফলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তারাই এই হামলার পেছনে রয়েছে ৷ আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই এই হামলার নিন্দা জানিয়ে এক টুইটে বলেছেন যে মসজিদে বোমা হামলা প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদ এবং মানব ও ইসলামিক মানদণ্ডের পরিপন্থী ।

আরও পড়ুন: তালিবান সরকারকে পরামর্শ দিন, অমর্ত্য সেনকে কটাক্ষ শুভেন্দুর

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে একটি গাড়ি বোমা হামলায় বাদাখশানের প্রাদেশিক পুলিশ প্রধান কর্মস্থলে যাওয়ার পথে নিহত হন । আইএসের আঞ্চলিক সহযোগী সংগঠন খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট ওই হামলার দায় নিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.