কুয়েতা, 8 অগস্ট: দু'টি পৃথক বোমা বিস্ফোরণে বালুচিস্তানে মৃত 9 জন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বালুচিস্তানের কেচ শহরে রাস্তার ধারে হঠাৎ একটি বোমা বিস্ফোরণ হয় ৷ এতে স্থানীয় এক নেতা-সহ 7 জন প্রাণ হারিয়েছেন ৷ আরেকটি ঘটনা পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৷ সেখানে দু'জনের মৃত্যু হয়েছে ৷ এর আগে জুলাই মাসের শেষেও বিস্ফোরণ হয়েছিল ৷
কেচ শহরে বিস্ফোরণের ঘটনায় স্থানীয় নেতা ইশাক ইয়াকুবের মৃত্যু হয়েছে ৷ তিনি বালুচিস্তান আওয়ামি পার্টির সদস্য ৷ কেন এই বিস্ফোরণ অথবা কারা এর নেপথ্যে রয়েছে, তা এখনও জানা যায়নি ৷ বিগত কয়েক বছরে বালুচিস্তানে ছোট ছোট জঙ্গি গোষ্ঠী বাসা বেঁধেছে ৷ প্রায়শই এই প্রদেশে জঙ্গি হামলার ঘটনা ঘটে ৷ বালুচিস্তানের সঙ্গে ইরান-আফগানিস্তান আন্তর্জাতিক সীমান্তও রয়েছে ৷
আরও পড়ুন: পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণ, মৃত কমপক্ষে 40
প্রথম ঘটনাটি ঘটে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৷ এখানে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে ৷ মনে করা হচ্ছে, এক আত্মঘাতী হামলাকারী সময়ের আগেই তার বিস্ফোরক-বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায় ৷ এর ফলে কাছাকাছি থাকা আরেকটি গাড়িতে এক দম্পতির মৃত্যু হয় ৷ ঘটনাস্থলটি উত্তর-পশ্চিম পাকিস্তানে উত্তর ওয়াজিরিস্তানে অবস্থিত ৷
এক সরকারি আধিকারিক জানান, ওই বিস্ফোরণের সময় বোম স্কোয়াডের একটি দল কাছাকাছিই ছিল ৷ তাদের কোনও ক্ষতি হয়নি ৷ তিনি আরও জানান, সন্দেহ করা হচ্ছে, ওই আত্মঘাতী হামলাকারী ভুল করে সময়ের আগেই গাড়িটির বিস্ফোরণ ঘটিয়েছে ৷ এতে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয় ৷ কারণ, তাঁদের গাড়িটি কাছেই ছিল ৷
তবে কে বা কারা ওই বিস্ফোরক সমেত গাড়িটি এলাকায় রেখে গিয়েছে, তা স্পষ্ট জানা যায়নি ৷ অনুমান করা হচ্ছে, এই ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন পাকিস্তানি তালিবান তেহরিক-ই-তালিবান পাকিস্তান জড়িত ৷ এই জঙ্গি সংগঠনটি গত বছর থেকে নিরাপত্তাবাহিনীর উপর প্রায়ই হামলা চালাচ্ছে ৷ জানা গিয়েছে, টিটিপি একটি বিচ্ছিন্ন দল হলেও তারা আফগানিস্তানে তালিবানদের ঘনিষ্ঠ ৷
আরও পড়ুন: পাকিস্তানে লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন, মৃত কমপক্ষে 30
এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, তারা উত্তর ওয়াজিরিস্তান এলাকা এবং অন্য আদিবাসী অধ্যুষিত এলাকা থেকে পাকিস্তানি তালিবানদের দূর করতে পেরেছে ৷ তাও হিংসার ঘটনা ঘটেই চলেছে ৷ মনে করা হচ্ছে, এলাকায় ফের দল তৈরি করেছে পাকিস্তানি তালিবান টিটিপি ৷