ETV Bharat / international

Indian Fishermen Held in Sri Lanka: জলসীমা লঙ্ঘনের অভিযোগ, শ্রীলঙ্কায় ধৃত 27 ভারতীয় মৎসজীবী - Indian Fishermen Held in Sri Lanka

বেআইনিভাবে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করার অভিযোগে 27 জন ভারতীয় মৎসজীবীকে গ্রেফতার করেছে সে দেশের নৌসেনা ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 10:46 PM IST

কলম্বো, 15 অক্টোবর: বেআইনিভাবে শ্রীলঙ্কার জলভাগে প্রবেশ করার অভিযোগে 27 জন ভারতীয় মৎসজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা ৷ রবিবার শ্রীলঙ্কার নৌবাহিনী এই ভারতীয় মৎসজীবীদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ শ্রীলঙ্কার উত্তর-পূর্বের মান্নার উপকূল, কাচ্চাটিভু এলাকা থেকে ওই ভারতীয় মৎসজীবীদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌসেনা ৷ জানা গিয়েছে, এদিন শ্রীলঙ্কার নৌসেনা মান্নারে দুটি ভারতীয় ট্রলারকে আটক করে ৷ সেখানে 15 জন ভারতীয় মৎসজীবী ছিলেন ৷ অন্যদিকে, কাচ্চাটিভু এলাকা থেকে আটক করা হয় 3টি ট্রলার, সেখান থেকে 12 জন মৎসজীবীকে গ্রেফতার করা হয় ৷

জানা গিযেছে, ধৃত এই ভারতীয় মৎসজীবীদের শ্রীলঙ্কার প্রশাসনের হাতে তুলে দিয়েছে সে দেশের নৌসেনা ৷ এবার আইন মেনে পদক্ষেপ করা হবে এই ভারতীয় মৎসজীবীদের বিরুদ্ধে ৷ এর আগে সেপ্টেম্বর মাসে 17 জন ভারতীয় মৎসজীবী গ্রেফতার হয়েছিলেন শ্রীলঙ্কার জফনার কাকারাথিভু উপকূলের কাছে ৷ তবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মৎসজীবীদের নিয়ে এই সমস্যা নতুন নয় ৷ এমনকি অতীতে ভারতীয় মৎসজীবীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও একাধিকবার উঠেছে এই দ্বীপ রাষ্ট্রের সেনার বিরুদ্ধে ৷ এইসব ক্ষেত্রেই অভিযোগ, ভারতীয় মৎসজীবীরা ট্রলার নিয়ে বেআইনিভাবে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেছে ৷

আরও পড়ুন: অরুণাচল প্রদেশে ভারতের সীমান্তের ওপারে সেনা ঘাঁটি চিনের

পক প্রণালীর কাছে এই ঘটনা বেশি ঘটে ৷ এই প্রণালীই তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কার জলসীমাকে পৃথক করে রেখেছে ৷ এই এলাকাটি দুই দেশের মৎসজীবীদের কাছেই মাছ ধরার একটি গুরুত্বপূর্ণ জায়গা ৷ অতীতেও ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটেছে যখন, বেআইনিভাবে তাদের জলসীমায় প্রবেশের অভিযোগ শ্রীলঙ্কার হাতে আটক হয়েছেন ভারতীয় মৎসজীবীরা ৷ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, সমুদ্র ঘেঁষা প্রতিটি দেশেরই জলসীমা রয়েছে স্থলসীমার মতোই ৷ অনুমতি ছাড়া অন্য কোনও দেশের নাগরিক সেই জলসীমা অতিক্রম করতে পারেন না ৷ কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎসজীবীরা অনেক সয়েই সেই জলসীমা বুঝতে না পেরে তা অতিক্রম করে চলে যান ৷ ভারত, শ্রীলঙ্কার মধ্যে এই ধরনের সমস্যা বহু পুরনো ৷ বহু আলোচনার পরেও এই সমস্যা মেটেনি ৷

কলম্বো, 15 অক্টোবর: বেআইনিভাবে শ্রীলঙ্কার জলভাগে প্রবেশ করার অভিযোগে 27 জন ভারতীয় মৎসজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা ৷ রবিবার শ্রীলঙ্কার নৌবাহিনী এই ভারতীয় মৎসজীবীদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ শ্রীলঙ্কার উত্তর-পূর্বের মান্নার উপকূল, কাচ্চাটিভু এলাকা থেকে ওই ভারতীয় মৎসজীবীদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌসেনা ৷ জানা গিয়েছে, এদিন শ্রীলঙ্কার নৌসেনা মান্নারে দুটি ভারতীয় ট্রলারকে আটক করে ৷ সেখানে 15 জন ভারতীয় মৎসজীবী ছিলেন ৷ অন্যদিকে, কাচ্চাটিভু এলাকা থেকে আটক করা হয় 3টি ট্রলার, সেখান থেকে 12 জন মৎসজীবীকে গ্রেফতার করা হয় ৷

জানা গিযেছে, ধৃত এই ভারতীয় মৎসজীবীদের শ্রীলঙ্কার প্রশাসনের হাতে তুলে দিয়েছে সে দেশের নৌসেনা ৷ এবার আইন মেনে পদক্ষেপ করা হবে এই ভারতীয় মৎসজীবীদের বিরুদ্ধে ৷ এর আগে সেপ্টেম্বর মাসে 17 জন ভারতীয় মৎসজীবী গ্রেফতার হয়েছিলেন শ্রীলঙ্কার জফনার কাকারাথিভু উপকূলের কাছে ৷ তবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মৎসজীবীদের নিয়ে এই সমস্যা নতুন নয় ৷ এমনকি অতীতে ভারতীয় মৎসজীবীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও একাধিকবার উঠেছে এই দ্বীপ রাষ্ট্রের সেনার বিরুদ্ধে ৷ এইসব ক্ষেত্রেই অভিযোগ, ভারতীয় মৎসজীবীরা ট্রলার নিয়ে বেআইনিভাবে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেছে ৷

আরও পড়ুন: অরুণাচল প্রদেশে ভারতের সীমান্তের ওপারে সেনা ঘাঁটি চিনের

পক প্রণালীর কাছে এই ঘটনা বেশি ঘটে ৷ এই প্রণালীই তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কার জলসীমাকে পৃথক করে রেখেছে ৷ এই এলাকাটি দুই দেশের মৎসজীবীদের কাছেই মাছ ধরার একটি গুরুত্বপূর্ণ জায়গা ৷ অতীতেও ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটেছে যখন, বেআইনিভাবে তাদের জলসীমায় প্রবেশের অভিযোগ শ্রীলঙ্কার হাতে আটক হয়েছেন ভারতীয় মৎসজীবীরা ৷ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, সমুদ্র ঘেঁষা প্রতিটি দেশেরই জলসীমা রয়েছে স্থলসীমার মতোই ৷ অনুমতি ছাড়া অন্য কোনও দেশের নাগরিক সেই জলসীমা অতিক্রম করতে পারেন না ৷ কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎসজীবীরা অনেক সয়েই সেই জলসীমা বুঝতে না পেরে তা অতিক্রম করে চলে যান ৷ ভারত, শ্রীলঙ্কার মধ্যে এই ধরনের সমস্যা বহু পুরনো ৷ বহু আলোচনার পরেও এই সমস্যা মেটেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.