ETV Bharat / international

Paeng Hits Philippines: ফিলিপিন্সে ভয়াবহ ‘পেয়াং’ ঝড়ে প্রায় 100 জনের মৃত্যু

ফিলিপিন্সে ভয়াবহ ঝড় পেয়াং (Severe Tropical Storm Paeng)-এর জেরে প্রায় 100 জনের মৃত্যু (Death Toll Nears Hundred in Philippines) ৷ সপ্তাহ শেষে এই ঝড় আছড়ে পড়েছে ফিলিপিন্সের বিভিন্ন এলাকায় ৷ বহু মানুষ আহত এবং নিখোঁজ রয়েছেন ৷

Death Toll Nears Hundred in Philippines Due to Severe Tropical Storm Paeng
Death Toll Nears Hundred in Philippines Due to Severe Tropical Storm Paeng
author img

By

Published : Oct 31, 2022, 9:28 AM IST

Updated : Oct 31, 2022, 10:00 AM IST

মানিলা (ফিলিপিইন্স), 31 অক্টোবর: ফিলিপিন্সের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়েছে ভয়াবহ ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় পেয়াং (Severe Tropical Storm Paeng) ৷ আর এই ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই ফিলিপিন্সে প্রায় একশো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (Death Toll Nears Hundred in Philippines) ৷ ফিলিপিন্সের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে সোমবার এই তথ্য দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 98 জন ৷ তবে, তা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে প্রশাসন ৷

ফিলিপিন্সের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের পেশ করা রিপোর্ট অনুযায়ী, 58 জনের মৃত্য নিশ্চিত করা হয়েছে ৷ আর বাকি 40 জনের দেহ শনাক্ত করা যায়নি ৷ অন্যদিকে, 69 জন মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে ঘূর্ণিঝড়ের জেরে ৷ আর 63 জন এখনও নিখোঁজ রয়েছেন ৷ মানিলার স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মেট্রো মানিলা-সহ 17টি অঞ্চলের 31 হাজার 942টি গ্রাম এই ঝড়ের প্রভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে ৷

ওই গ্রামগুলির 5 লক্ষ 75 হাজার 728টি পরিবারের 18 লক্ষ 12 হাজার 740 জন পেয়াং এর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ ক্ষতিগ্রস্ত এই মানুষগুলি ছাড়াও 2 লক্ষ 13 হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ আর পরিকাঠামো গত যে ক্ষয়ক্ষতির হিসাব আপাতত পাওয়া যাচ্ছে, তা কয়েক শো মিলিয়ন ডলার ৷ সেই সঙ্গে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির আপাত যে হিসেব ফিলিপিন্সের কৃষি বিভাগ দিয়েছে, তা প্রায় 285.28 মিলিয়ন ডলার ৷

আরও পড়ুন: সেতু বিপর্যয়ের ঘটনা মৃত বেড়ে শতাধিক, সিট গঠন সরকারের, কর্মসূচিতে বদল মোদির

ভয়াবহ পেয়াং ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, মিমারোপা, বাইকল অঞ্চল, পশ্চিম ভিসায়াস, জাম্বোয়াংগা, দক্ষিণ কোটাবাতো, সুলতান কুদরাতা, সারাঙ্গানি এবং জেনারেল স্যান্টোস সিটি ৷ প্রায় 1 লক্ষ 13 হাজার 408 হেক্টর চাষের জমি এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ যেখানে উৎপাদিত ফসল নষ্ট হয়েছে প্রায় 11 হাজার 761 মেট্রিক টন ৷ আর কৃষি বিভাগের মাথাপিছু হিসাবে প্রায় 8 হাজার 608 জন কৃষক ও মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷

মানিলা (ফিলিপিইন্স), 31 অক্টোবর: ফিলিপিন্সের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়েছে ভয়াবহ ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় পেয়াং (Severe Tropical Storm Paeng) ৷ আর এই ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই ফিলিপিন্সে প্রায় একশো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (Death Toll Nears Hundred in Philippines) ৷ ফিলিপিন্সের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে সোমবার এই তথ্য দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 98 জন ৷ তবে, তা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে প্রশাসন ৷

ফিলিপিন্সের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের পেশ করা রিপোর্ট অনুযায়ী, 58 জনের মৃত্য নিশ্চিত করা হয়েছে ৷ আর বাকি 40 জনের দেহ শনাক্ত করা যায়নি ৷ অন্যদিকে, 69 জন মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে ঘূর্ণিঝড়ের জেরে ৷ আর 63 জন এখনও নিখোঁজ রয়েছেন ৷ মানিলার স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মেট্রো মানিলা-সহ 17টি অঞ্চলের 31 হাজার 942টি গ্রাম এই ঝড়ের প্রভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে ৷

ওই গ্রামগুলির 5 লক্ষ 75 হাজার 728টি পরিবারের 18 লক্ষ 12 হাজার 740 জন পেয়াং এর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ ক্ষতিগ্রস্ত এই মানুষগুলি ছাড়াও 2 লক্ষ 13 হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ আর পরিকাঠামো গত যে ক্ষয়ক্ষতির হিসাব আপাতত পাওয়া যাচ্ছে, তা কয়েক শো মিলিয়ন ডলার ৷ সেই সঙ্গে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির আপাত যে হিসেব ফিলিপিন্সের কৃষি বিভাগ দিয়েছে, তা প্রায় 285.28 মিলিয়ন ডলার ৷

আরও পড়ুন: সেতু বিপর্যয়ের ঘটনা মৃত বেড়ে শতাধিক, সিট গঠন সরকারের, কর্মসূচিতে বদল মোদির

ভয়াবহ পেয়াং ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, মিমারোপা, বাইকল অঞ্চল, পশ্চিম ভিসায়াস, জাম্বোয়াংগা, দক্ষিণ কোটাবাতো, সুলতান কুদরাতা, সারাঙ্গানি এবং জেনারেল স্যান্টোস সিটি ৷ প্রায় 1 লক্ষ 13 হাজার 408 হেক্টর চাষের জমি এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ যেখানে উৎপাদিত ফসল নষ্ট হয়েছে প্রায় 11 হাজার 761 মেট্রিক টন ৷ আর কৃষি বিভাগের মাথাপিছু হিসাবে প্রায় 8 হাজার 608 জন কৃষক ও মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷

Last Updated : Oct 31, 2022, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.