ETV Bharat / international

Herat Mosque Blast: আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত কমপক্ষে 18 - হেরাট প্রদেশের মসজিদে বিস্ফোরণ

শুক্রবার আফগানিস্তানের হেরাট প্রদেশের গুজারগাহ মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 18 জন (Herat Mosque Blast) ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (blast at a mosque of Afghanistan) ৷

Herat Mosque Blast
ETV Bharat
author img

By

Published : Sep 2, 2022, 5:37 PM IST

Updated : Sep 2, 2022, 6:48 PM IST

কাবুল, 2 সেপ্টেম্বর: ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানের এক মসজিদে (blast at a mosque of Afghanistan) ৷ শুক্রবার হেরাট প্রদেশের ওই মসজিদে বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 18 জন ৷

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে যখন হেরাটের গুজারগাহ মসজিদে প্রার্থনা চলছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে (Herat Mosque Blast) ৷ বিস্ফোরণের সময় ওই মসজিদে প্রচুর ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন ৷ ফলে স্বাভাবিকভাবেই হতাহতের সংখ্যা বেড়েছে (Blast in Afghanisstan) ৷

আরও পড়ুন: বন্যার গ্রাসে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হেরিটেজ সাইট

এদিনের বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন মুজিব-উল রহমান আনসারি নামে এক ব্যক্তি ৷ যিনি পশ্চিমী দেশের সাহায্যপ্রাপ্ত এর আগের আফগান সরকারের কঠোর সমালোচক ছিলেন ৷ এই ব্যক্তি আফগানিস্তানের বর্তমান তালিবান সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ৷ তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তাঁর মৃত্যুর খবর স্বীকার করেছেন ৷ এই মসজিদটি সুন্নি সম্প্রদায়ের বলে পরিচিত ছিল ৷

আরও পড়ুন: 800 বিমান বাতিল করল লুফথানসা, বিপাকে লক্ষাধিক যাত্রী

এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণেরল দায় স্বীকার করেনি ৷ তবে মনে করা হচ্ছে এরপিছনে আইএস এর হাত থাকতে পারে ৷ এরআগেও এই জঙ্গি সংগঠনটি আফগানিস্তানে এরকম আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে ৷

কাবুল, 2 সেপ্টেম্বর: ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানের এক মসজিদে (blast at a mosque of Afghanistan) ৷ শুক্রবার হেরাট প্রদেশের ওই মসজিদে বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 18 জন ৷

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে যখন হেরাটের গুজারগাহ মসজিদে প্রার্থনা চলছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে (Herat Mosque Blast) ৷ বিস্ফোরণের সময় ওই মসজিদে প্রচুর ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন ৷ ফলে স্বাভাবিকভাবেই হতাহতের সংখ্যা বেড়েছে (Blast in Afghanisstan) ৷

আরও পড়ুন: বন্যার গ্রাসে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হেরিটেজ সাইট

এদিনের বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন মুজিব-উল রহমান আনসারি নামে এক ব্যক্তি ৷ যিনি পশ্চিমী দেশের সাহায্যপ্রাপ্ত এর আগের আফগান সরকারের কঠোর সমালোচক ছিলেন ৷ এই ব্যক্তি আফগানিস্তানের বর্তমান তালিবান সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ৷ তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তাঁর মৃত্যুর খবর স্বীকার করেছেন ৷ এই মসজিদটি সুন্নি সম্প্রদায়ের বলে পরিচিত ছিল ৷

আরও পড়ুন: 800 বিমান বাতিল করল লুফথানসা, বিপাকে লক্ষাধিক যাত্রী

এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণেরল দায় স্বীকার করেনি ৷ তবে মনে করা হচ্ছে এরপিছনে আইএস এর হাত থাকতে পারে ৷ এরআগেও এই জঙ্গি সংগঠনটি আফগানিস্তানে এরকম আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে ৷

Last Updated : Sep 2, 2022, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.