মেক্সিকো, 2 এপ্রিল: মাঝ আকাশে হট এয়ার বেলুনে অগ্নিকাণ্ড ৷ প্রাণভয়ে ঝাঁপ দিয়েও বাঁচতে পারলেন না দুই পর্যটক ৷ মৃত্যু হয় তাঁদের । সেইসঙ্গে আহত হয়েছেন একজন ৷ মেক্সিকোর এই দুর্ঘটনার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে। শনিবার এই ঘটনার কথা নিশ্চিত করেছে মেক্সিকোর স্থানীয় প্রশাসন । তাদের তরফে আরও জানানো হয়েছে, আহত মেয়েটি পুড়ে গিয়েছেন ৷ ঝাঁপ দেওয়ায় তাঁর একটি হাত ভেঙে গিয়েছে ।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে । জানা গিয়েছে, মেক্সিকো শহর থেকে 70 কিলোমিটার দূরে টিয়োটিহুয়াকানে আর্কিওলজিক্যাল সাইট থেকে বেশ কয়েকজন যাত্রীকে নিয়ে উড়ছিল একটি বিশালাকার হট এয়ার বেলুন । টিয়োটিহুয়াকান জনপ্রিয় একটি পুরাতত্ত্ব স্থল । প্রতি বছর প্রচুর পর্যটক এই পুরাতত্ত্ব স্থলে পিরামিড দেখতে আসেন । শনিবারও প্রচুর পর্যটকের ভিড় ছিল সেখানে । আকাশে ভেসে পুরো পুরাতত্ত্বস্থলটিকে ঘুরে দেখানোর জন্য হট এয়ার বেলুনটি উড়তে থাকে ৷ মাঝ আকাশে হঠাৎ করে আগুন ধরে যায় সেটিতে । প্রাণ ভয়ে কয়েকশো ফুট উচ্চতা থেকেই নীচে ঝাঁপ দিতে শুরু করেন বেলুনের সওয়ারিরা ।
-
Mexico 🇲🇽
— Lenar (@Lerpc75) April 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
! Breaking news!🚨🚨
Saturday, April 01, 2023, in the morning hours.
a hot air balloon catches fire and collapses in Teotihuacan, 2 people are reportedly dead.
The events occurred this morning in the vicinity of the Pyramid of the Sun and the area was cordoned off. pic.twitter.com/DlzJdv2oHH
">Mexico 🇲🇽
— Lenar (@Lerpc75) April 1, 2023
! Breaking news!🚨🚨
Saturday, April 01, 2023, in the morning hours.
a hot air balloon catches fire and collapses in Teotihuacan, 2 people are reportedly dead.
The events occurred this morning in the vicinity of the Pyramid of the Sun and the area was cordoned off. pic.twitter.com/DlzJdv2oHHMexico 🇲🇽
— Lenar (@Lerpc75) April 1, 2023
! Breaking news!🚨🚨
Saturday, April 01, 2023, in the morning hours.
a hot air balloon catches fire and collapses in Teotihuacan, 2 people are reportedly dead.
The events occurred this morning in the vicinity of the Pyramid of the Sun and the area was cordoned off. pic.twitter.com/DlzJdv2oHH
আরও পড়ুন: একের পর এক টর্নেডোয় তছনছ আমেরিকার বিভিন্ন শহর, মৃত কমপক্ষে 26
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় 39 বছর বয়সি এক মহিলা এবং 50 বছর বয়সি এক পুরুষের মৃত্যু হয়েছে । তাঁদের নাম এবং পরিচয় জানায়নি প্রশাসন । তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । বেসরকারি উদ্যোগে পর্যটকদের সেই হট এয়ার বেলুনে ঘুরে দেখানো হয় 150 ডলারের বিনিময়ে । সোশাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে বেলুনটি সম্পূর্ণভাবে মাঝ আকাশে আগুনে পুড়ে যাচ্ছে । তাতেই চিৎকার করছেন পর্যটকরা । বেলুন তখন 150-200 ফুট উঁচুতে । আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ওই দুই পর্যটক ঝাঁপ দেন । হট এয়ার বেলুনে আর কতজন যাত্রী ছিল তা এখনও স্পষ্ট নয় । ভারতের অনেক জায়গাতেই রয়েছে হট এয়ার বেলুন রাইডিং । এর মধ্যে জয়পুর হট এয়ার বেলুন রাইডের জন্যও বিখ্যাত ।