ETV Bharat / international

Toronto Bus Accident: কানাডায় বাস দুর্ঘটনায় মৃত অন্তত 15, আহত কমপক্ষে 10 - Canadian Prime Minister Justin Trudeau

কানাডার কারবেরি এলাকায় বাস ও সেমি-ট্রেলারের সংঘর্ষ হয় বৃহস্পতিবার ৷ মৃত্যু হয় অন্তত 15 জনের ৷ আহত হয়েছেন কমপক্ষে 10 জন ৷

Toronto Bus Accident
Toronto Bus Accident
author img

By

Published : Jun 16, 2023, 1:06 PM IST

টরন্টো, 16 জুন: বাস ও সেমি-ট্রেলারের সংঘর্ষে প্রাণ গেল 15 জনের ৷ আহত হয়েছেন কমপক্ষে 10 জন ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কানাডার ম্যানিটোবা প্রদেশের গ্রামীণ এলাকায় ৷ কানাডিয়ান পুলিশ জানিয়েছে, একটি হাইওয়ে মোড়ে দুর্ঘটনাটি ঘটে ৷ বাসের যাত্রীদের বেশিরভাগই বয়স্ক ছিলেন ৷ নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ৷ তার পর তাঁদের পরিজনদের খবর দেওয়া হবে ৷ আহতদের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আপাতত তাঁরা সেখানে চিকিৎসাধীন ৷

তবে দুর্ঘটনার প্রথম যে ছবি সামনে আসে, তাতে বোঝাই যাচ্ছিল না ঘটনাটি ঠিক কী ৷ কারণ, চারিদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ৷ টিভিতে ওই দৃশ্য সম্প্রচারের সময় দেখা যায় ধোঁয়া বের হচ্ছে বড় ভ্যান ও বাসের মতো কোনও গাড়ি থেকে ৷ ফুটপাথে ভাঙা কাঁচ পড়েছিল ৷ পরে ছবিটা স্পষ্ট হয় ৷ তখন বোঝা যায় যে একটি সেমি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটেছে ৷

পুলিশ ও প্রশাসনের কাছে খবর যাওয়ার কিছু পরেই উদ্ধারকাজ শুরু হয় ৷ উদ্ধারকারীরা গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার শুরু করেন ৷ ঘটনাস্থলেই অনেককে মৃত অবস্থায় পাওয়া যায় ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য কানাডার উইনিপেগ ও রেজিনা থেকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার পাঠানো হয় । পরে আহতদের হাসপাতালে পাঠানোর সময় বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷

এই ঘটনা টুইট করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তিনি লেখেন, ‘‘যাঁরা আজ প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের নিয়ে আমরা চিন্তিত ৷ ভাবতেই পারছি না যে ঠিক কতটা যন্ত্রণা আহতরা পেয়েছেন ৷’’ একই সঙ্গে আহতদের প্রতি তাঁর আশ্বাস, ‘‘কানাডিয়ানরা আপনাদের জন্য সবসময় রয়েছে ।’’

ম্যানিটোবার রাজধানী উইনিপেগ থেকে 170 কিলোমিটার পশ্চিমে অবস্থিত কারবেরি । এমনই একটি দুর্ঘটনা ওই অঞ্চলের প্রতিবেশী প্রদেশ সাসকাচোয়ানে 2018 সালে হয়েছিল ৷ যে দুর্ঘটনায় 16 মারা গিয়েছিলেন ৷ প্রত্যেকেই হাম্বোল্ট ব্রঙ্কোস মাইনর লিগ হকি দলের সদস্য ছিলেন ৷ সেই বাস দুর্ঘটনার স্মৃতিই কার্যত ফিরে এল বৃহস্পতিবারের ঘটনায় ৷

আরও পড়ুন: বিমান দুর্ঘটনার 40 দিন পর জীবিত অবস্থায় উদ্ধার 4 নাবালক !

টরন্টো, 16 জুন: বাস ও সেমি-ট্রেলারের সংঘর্ষে প্রাণ গেল 15 জনের ৷ আহত হয়েছেন কমপক্ষে 10 জন ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কানাডার ম্যানিটোবা প্রদেশের গ্রামীণ এলাকায় ৷ কানাডিয়ান পুলিশ জানিয়েছে, একটি হাইওয়ে মোড়ে দুর্ঘটনাটি ঘটে ৷ বাসের যাত্রীদের বেশিরভাগই বয়স্ক ছিলেন ৷ নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ৷ তার পর তাঁদের পরিজনদের খবর দেওয়া হবে ৷ আহতদের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আপাতত তাঁরা সেখানে চিকিৎসাধীন ৷

তবে দুর্ঘটনার প্রথম যে ছবি সামনে আসে, তাতে বোঝাই যাচ্ছিল না ঘটনাটি ঠিক কী ৷ কারণ, চারিদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ৷ টিভিতে ওই দৃশ্য সম্প্রচারের সময় দেখা যায় ধোঁয়া বের হচ্ছে বড় ভ্যান ও বাসের মতো কোনও গাড়ি থেকে ৷ ফুটপাথে ভাঙা কাঁচ পড়েছিল ৷ পরে ছবিটা স্পষ্ট হয় ৷ তখন বোঝা যায় যে একটি সেমি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটেছে ৷

পুলিশ ও প্রশাসনের কাছে খবর যাওয়ার কিছু পরেই উদ্ধারকাজ শুরু হয় ৷ উদ্ধারকারীরা গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার শুরু করেন ৷ ঘটনাস্থলেই অনেককে মৃত অবস্থায় পাওয়া যায় ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য কানাডার উইনিপেগ ও রেজিনা থেকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার পাঠানো হয় । পরে আহতদের হাসপাতালে পাঠানোর সময় বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷

এই ঘটনা টুইট করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তিনি লেখেন, ‘‘যাঁরা আজ প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের নিয়ে আমরা চিন্তিত ৷ ভাবতেই পারছি না যে ঠিক কতটা যন্ত্রণা আহতরা পেয়েছেন ৷’’ একই সঙ্গে আহতদের প্রতি তাঁর আশ্বাস, ‘‘কানাডিয়ানরা আপনাদের জন্য সবসময় রয়েছে ।’’

ম্যানিটোবার রাজধানী উইনিপেগ থেকে 170 কিলোমিটার পশ্চিমে অবস্থিত কারবেরি । এমনই একটি দুর্ঘটনা ওই অঞ্চলের প্রতিবেশী প্রদেশ সাসকাচোয়ানে 2018 সালে হয়েছিল ৷ যে দুর্ঘটনায় 16 মারা গিয়েছিলেন ৷ প্রত্যেকেই হাম্বোল্ট ব্রঙ্কোস মাইনর লিগ হকি দলের সদস্য ছিলেন ৷ সেই বাস দুর্ঘটনার স্মৃতিই কার্যত ফিরে এল বৃহস্পতিবারের ঘটনায় ৷

আরও পড়ুন: বিমান দুর্ঘটনার 40 দিন পর জীবিত অবস্থায় উদ্ধার 4 নাবালক !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.