ওয়াশিংটন, 13 নভেম্বর: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির নিরাপত্তায় মোতায়েন থাকা সিক্রেট সার্ভিসের নিরাপত্তারক্ষীদের গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ৷ জানা গিয়েছে, সিক্রেট সার্ভিসের একটি গাড়িতে ভাঙচুর করার চেষ্টা করে তিন ব্যক্তি ৷ তখনই গুলি চালায় সিক্রেট সার্ভিসের নিরাপত্তারক্ষীরা ৷ মার্কিন সময়ানুয়ায়ী রবিবার রাতে ওয়াশিংটনে এই ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, এই নিরাপত্তারক্ষীরা বাইডেনের নাতনি নাওমি বাইডেনের নিরাপত্তায় মোতায়েন ছিলেন ৷
আরও জানা গিয়েছে, রবিবার রাতে জর্জটাউনে বেরিয়েছিলেন বাইডেনের নাতনি ৷ তাঁর সঙ্গে ছিলেন সিক্রেট সার্ভিসের নিরাপত্তারক্ষীরা ৷ সেই সময় নিরাপত্তারক্ষীরা দেখেন, পার্কিংয়ে থাকে সিক্রেট সার্ভিসের একটি এসইউভি গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করছে তিন ব্যক্তি ৷ তখনই গুলি চালায় নিরাপত্তারক্ষীরা ৷ তবে গুলিতে কেউ জখম হয়নি বলেই খবর ৷ এক বিবৃতিতে সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, একটি লাল গাড়ি করে ওই তিন ব্যক্তিই পালিয়ে গিয়েছে ৷ মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে ৷
উল্লেখ্য, এবছর ওয়াশিংটনে গাড়ি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে ৷ ওয়াশিংটন শহরেই 750টি গাড়ি ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে ৷ ওই ওয়াশিংটন প্রদেশে গাড়ি চুরির ঘটনা ঘটেছে প্রায় 6 হাজার ৷ গত মাসে তিন বন্দুকধারী মিলে টেক্সাসে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য হেনরি কুয়েলারের গাড়ি ছিনতাই করে ৷ যদিও ওই মার্কিন সংসদের ওই প্রতিনিধিকে কোনও আঘাত করেনি দুষ্কৃতীরা ৷ এবছর ওয়াশিংটনে হিংসার ঘটনাও বেড়েছে ৷ গত বছরের তুলনায় প্রায় 40 শতাংশ বেড়েছে হিংসার ঘটনা ৷ ফেব্রুয়ারিতে তাঁর আবাসনেই আক্রান্ত হন মিনেসোটার রিপ্রেজেন্টেটিভ অ্যানজি ক্রেইগ ৷
আরও পড়ুন: