ETV Bharat / international

Rishi Sunak: দেশের অর্থনীতির হাল ফেরাতে চাই, ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে ঘোষণা ঋষি সুনাকের - ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী (Next Prime Minister of UK) হওয়ার দৌড়ে আনুষ্ঠানিকভাবে সামিল হয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক ঋষি সুনাক (Rishi Sunak) ৷ রবিবার নিজের প্রার্থীপদ ঘোষণা করেন তিনি ৷

Rishi Sunak formally declares candidacy to be elected as Next Prime Minister of UK
Rishi Sunak: আমি দেশের অর্থনীতির হাল ফেরাতে চাই, প্রার্থীপদ ঘোষণা করে মন্তব্য ঋষি সুনাকের
author img

By

Published : Oct 23, 2022, 3:39 PM IST

Updated : Oct 23, 2022, 4:31 PM IST

লন্ডন, 23 অক্টোবর: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী (Next Prime Minister of UK) হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে লড়াই শুরুর কথা ঘোষণা করে দিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক ঋষি সুনাক (Rishi Sunak) ৷ রবিবার নিজের প্রার্থীপদ ঘোষণা করেন তিনি ৷ এদিন সংবাদমাধ্যমে ঋষির লেখা একটি বিবৃতি প্রকাশ্য়ে এসেছে ৷ তাতে তিনি লিখেছেন, "ব্রিটিশ যুক্তরাজ্য একটি মহান দেশ ৷ কিন্তু, আমরা একটি অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছি ৷ আমি আমাদের এই অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিকে স্থিতিশীল করতে চাই ৷ ব্রিটেনের অর্থনীতির হাল ফেরাতে চাই ৷ দেশের প্রতি কর্তব্য পালন করতে আমাদের দল সঙ্গবদ্ধ রয়েছে ৷"

  • The United Kingdom | "I am standing to be Leader of the Conservative Party and your next Prime Minister," states Former British Finance Minister Rishi Sunak.

    Liz Truss resigned as the British PM on October 20th. pic.twitter.com/95Mx9tB7Q4

    — ANI (@ANI) October 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়াকিবহাল মহলের একাংশে বলছেন, বড় কোনও অঘটন না ঘটলে ঋষি সুনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রীর মসনদে বসা একপ্রকার নিশ্চিত ৷ ইতিমধ্যেই তাঁকে 100 জনেরও বেশি এমপি সমর্থন জানিয়েছেন ৷ তবে, এত সহজে মাঠ ছেড়ে দেওয়ার পাত্র নন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) ৷ মনে করা হচ্ছে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঋষিকে বরিসের বিরুদ্ধেই লড়াই করতে হবে ৷ যদিও বরিস জনসন এখনও পর্যন্ত নিজের নাম প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসাবে ঘোষণা করেননি ৷ কিন্তু, তাঁর প্রচার দলের প্রতিনিধিদের দাবি, বরিসে সঙ্গেও 100 জনের বেশি এমপি-এর সমর্থন রয়েছে ৷

আরও পড়ুন: ঋষিকে ঠেকাতে আসরে বরিস ! তড়িঘড়ি ব্রিটেনে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ঋষি সুনাক যে ব্রিটিশ প্রধানমন্ত্রী দৌড়ে সামিল হতে চলেছেন, তার আভাস গত কয়েক দিন ধরেই পাওয়া যাচ্ছিল ৷ সেই আভাস পেয়ছিলেন বরিসও ৷ আর সেই কারণেই তড়িঘড়ি শনিবার দেশে ফেরেন তিনি ৷ তার আগে পর্যন্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছুটি কাটাচ্ছিলেন তিনি ৷ কিন্তু, ঋষিকে ঠেকাতে সেই ছুটিতে কাটছাঁট করে ব্রিটেন ফিরে আসেন বরিস ৷

রবিবার ঋষির যে বিবৃতি প্রকাশ্যে এসেছে, তার ছত্রে ছত্রে দেশের আর্থিক দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷ একইসঙ্গে, দেশ ও দেশবাসীকে সেই দুর্গতি থেকে উদ্ধার করারও বার্তা দিয়েছেন ৷ তিনি লিখেছেন, "এই মুহূর্তে আমরা যে চ্য়ালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছি, তা আরও বড় ৷ কিন্তু, আমরা যদি সঠিকভাবে সুযোগ বাছতে পারি, তাহলে সেটাও অভূতপূর্ব হবে ৷"

লন্ডন, 23 অক্টোবর: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী (Next Prime Minister of UK) হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে লড়াই শুরুর কথা ঘোষণা করে দিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক ঋষি সুনাক (Rishi Sunak) ৷ রবিবার নিজের প্রার্থীপদ ঘোষণা করেন তিনি ৷ এদিন সংবাদমাধ্যমে ঋষির লেখা একটি বিবৃতি প্রকাশ্য়ে এসেছে ৷ তাতে তিনি লিখেছেন, "ব্রিটিশ যুক্তরাজ্য একটি মহান দেশ ৷ কিন্তু, আমরা একটি অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছি ৷ আমি আমাদের এই অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিকে স্থিতিশীল করতে চাই ৷ ব্রিটেনের অর্থনীতির হাল ফেরাতে চাই ৷ দেশের প্রতি কর্তব্য পালন করতে আমাদের দল সঙ্গবদ্ধ রয়েছে ৷"

  • The United Kingdom | "I am standing to be Leader of the Conservative Party and your next Prime Minister," states Former British Finance Minister Rishi Sunak.

    Liz Truss resigned as the British PM on October 20th. pic.twitter.com/95Mx9tB7Q4

    — ANI (@ANI) October 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়াকিবহাল মহলের একাংশে বলছেন, বড় কোনও অঘটন না ঘটলে ঋষি সুনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রীর মসনদে বসা একপ্রকার নিশ্চিত ৷ ইতিমধ্যেই তাঁকে 100 জনেরও বেশি এমপি সমর্থন জানিয়েছেন ৷ তবে, এত সহজে মাঠ ছেড়ে দেওয়ার পাত্র নন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) ৷ মনে করা হচ্ছে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঋষিকে বরিসের বিরুদ্ধেই লড়াই করতে হবে ৷ যদিও বরিস জনসন এখনও পর্যন্ত নিজের নাম প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসাবে ঘোষণা করেননি ৷ কিন্তু, তাঁর প্রচার দলের প্রতিনিধিদের দাবি, বরিসে সঙ্গেও 100 জনের বেশি এমপি-এর সমর্থন রয়েছে ৷

আরও পড়ুন: ঋষিকে ঠেকাতে আসরে বরিস ! তড়িঘড়ি ব্রিটেনে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ঋষি সুনাক যে ব্রিটিশ প্রধানমন্ত্রী দৌড়ে সামিল হতে চলেছেন, তার আভাস গত কয়েক দিন ধরেই পাওয়া যাচ্ছিল ৷ সেই আভাস পেয়ছিলেন বরিসও ৷ আর সেই কারণেই তড়িঘড়ি শনিবার দেশে ফেরেন তিনি ৷ তার আগে পর্যন্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছুটি কাটাচ্ছিলেন তিনি ৷ কিন্তু, ঋষিকে ঠেকাতে সেই ছুটিতে কাটছাঁট করে ব্রিটেন ফিরে আসেন বরিস ৷

রবিবার ঋষির যে বিবৃতি প্রকাশ্যে এসেছে, তার ছত্রে ছত্রে দেশের আর্থিক দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷ একইসঙ্গে, দেশ ও দেশবাসীকে সেই দুর্গতি থেকে উদ্ধার করারও বার্তা দিয়েছেন ৷ তিনি লিখেছেন, "এই মুহূর্তে আমরা যে চ্য়ালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছি, তা আরও বড় ৷ কিন্তু, আমরা যদি সঠিকভাবে সুযোগ বাছতে পারি, তাহলে সেটাও অভূতপূর্ব হবে ৷"

Last Updated : Oct 23, 2022, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.