লন্ডন, 23 অক্টোবর: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী (Next Prime Minister of UK) হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে লড়াই শুরুর কথা ঘোষণা করে দিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক ঋষি সুনাক (Rishi Sunak) ৷ রবিবার নিজের প্রার্থীপদ ঘোষণা করেন তিনি ৷ এদিন সংবাদমাধ্যমে ঋষির লেখা একটি বিবৃতি প্রকাশ্য়ে এসেছে ৷ তাতে তিনি লিখেছেন, "ব্রিটিশ যুক্তরাজ্য একটি মহান দেশ ৷ কিন্তু, আমরা একটি অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছি ৷ আমি আমাদের এই অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিকে স্থিতিশীল করতে চাই ৷ ব্রিটেনের অর্থনীতির হাল ফেরাতে চাই ৷ দেশের প্রতি কর্তব্য পালন করতে আমাদের দল সঙ্গবদ্ধ রয়েছে ৷"
-
The United Kingdom | "I am standing to be Leader of the Conservative Party and your next Prime Minister," states Former British Finance Minister Rishi Sunak.
— ANI (@ANI) October 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Liz Truss resigned as the British PM on October 20th. pic.twitter.com/95Mx9tB7Q4
">The United Kingdom | "I am standing to be Leader of the Conservative Party and your next Prime Minister," states Former British Finance Minister Rishi Sunak.
— ANI (@ANI) October 23, 2022
Liz Truss resigned as the British PM on October 20th. pic.twitter.com/95Mx9tB7Q4The United Kingdom | "I am standing to be Leader of the Conservative Party and your next Prime Minister," states Former British Finance Minister Rishi Sunak.
— ANI (@ANI) October 23, 2022
Liz Truss resigned as the British PM on October 20th. pic.twitter.com/95Mx9tB7Q4
ওয়াকিবহাল মহলের একাংশে বলছেন, বড় কোনও অঘটন না ঘটলে ঋষি সুনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রীর মসনদে বসা একপ্রকার নিশ্চিত ৷ ইতিমধ্যেই তাঁকে 100 জনেরও বেশি এমপি সমর্থন জানিয়েছেন ৷ তবে, এত সহজে মাঠ ছেড়ে দেওয়ার পাত্র নন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) ৷ মনে করা হচ্ছে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঋষিকে বরিসের বিরুদ্ধেই লড়াই করতে হবে ৷ যদিও বরিস জনসন এখনও পর্যন্ত নিজের নাম প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসাবে ঘোষণা করেননি ৷ কিন্তু, তাঁর প্রচার দলের প্রতিনিধিদের দাবি, বরিসে সঙ্গেও 100 জনের বেশি এমপি-এর সমর্থন রয়েছে ৷
আরও পড়ুন: ঋষিকে ঠেকাতে আসরে বরিস ! তড়িঘড়ি ব্রিটেনে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, ঋষি সুনাক যে ব্রিটিশ প্রধানমন্ত্রী দৌড়ে সামিল হতে চলেছেন, তার আভাস গত কয়েক দিন ধরেই পাওয়া যাচ্ছিল ৷ সেই আভাস পেয়ছিলেন বরিসও ৷ আর সেই কারণেই তড়িঘড়ি শনিবার দেশে ফেরেন তিনি ৷ তার আগে পর্যন্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছুটি কাটাচ্ছিলেন তিনি ৷ কিন্তু, ঋষিকে ঠেকাতে সেই ছুটিতে কাটছাঁট করে ব্রিটেন ফিরে আসেন বরিস ৷
রবিবার ঋষির যে বিবৃতি প্রকাশ্যে এসেছে, তার ছত্রে ছত্রে দেশের আর্থিক দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷ একইসঙ্গে, দেশ ও দেশবাসীকে সেই দুর্গতি থেকে উদ্ধার করারও বার্তা দিয়েছেন ৷ তিনি লিখেছেন, "এই মুহূর্তে আমরা যে চ্য়ালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছি, তা আরও বড় ৷ কিন্তু, আমরা যদি সঠিকভাবে সুযোগ বাছতে পারি, তাহলে সেটাও অভূতপূর্ব হবে ৷"