ETV Bharat / international

India Bangladesh যে কোনও মূল্যে হাসিনার সরকারকে বাঁচান, দিল্লিকে অনুরোধ করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী

author img

By

Published : Aug 19, 2022, 6:19 PM IST

যে কোনও মূল্যে শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারকে বাঁচানোর জন্য এক সময়ে দিল্লির কাছে অনুরোধ করেছিলেন বলে জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী (Bangladesh Foreign Minister) একে আবদুল মোমেন (AK Abdul Momen)৷

Requested India to ensure Sheikh Hasina's govt at any cost: Bangladesh Foreign Minister AK Abdul Momen
যে কোনও মূল্যে হাসিনার সরকারকে বাঁচান, দিল্লিকে অনুরোধ করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী

ঢাকা, 19 অগস্ট: বাংলাদেশে যে কোনও মূল্যে শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারকে রক্ষা করার জন্য ভারতের কাছে অনুরোধ করেছিলাম ৷ বললেন ওপার বাংলার বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন (AK Abdul Momen)৷ পদ্মাপারের দেশে সম্প্রীতি ও স্থিতাবস্থা রক্ষায় তিনি দিল্লির দ্বারস্থ হয়েছিলেন বলে দাবি করেছেন (Bangladesh Foreign Minister)৷

চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মোমেন বলেন, "আমি যখন দিল্লি গিয়েছিলাম, তখন ভারত সরকারকে বলেছিলাম যে, শেখ হাসিনার অবশ্যই থাকা উচিত ৷ তাহলেই বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটবে এবং তাঁর নেতৃত্বেই প্রকৃত অর্থে সাম্প্রদায়িকতামুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে ৷" তাঁর কথায়, "কেউ যদি দেশকে অস্থির করে শেখ হাসিনার সরকারকে আঘাত করতে চায় তাহলে তা সবার জন্য ক্ষতিকারক হবে ৷ আমরা স্থিতাবস্থা চাই ৷"

এরপরই তিনি বলেন যে, আইন ও শৃঙ্খলা রক্ষায় ভারত ও বাংলাদেশ দু দেশকে একসঙ্গে কাজ করতে হবে ৷ মোমেনের কথায়, "আমরা যদি সেটা করতে পারি, তাহলে তা ভারত ও বাংলাদেশ দু দেশের পক্ষেই ভালো হবে ৷"

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু ও মুসলমানের সমান অধিকার, বার্তা শেখ হাসিনার

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারতকে দু দেশের সীমান্ত রক্ষায় বাড়তি খরচ করতে হবে না বলেও মন্তব্য করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ৷ প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি ভারতে আসেন এবং ভারতীয়রা বাংলাদেশে যান এ কথা মনে করিয়ে দিয়েছেন মোমেন ৷ তিনি বলেন, এক সময়ে শেখ হাসিনার সরকারকে সাহায্য করার জন্য তিনি ভারত সরকারের কাছে অনুরোধ করেছিলেন ৷ কারণ তাতেই দুই দেশের শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকবে বলে মত প্রকাশ করেন তিনি ৷

ঢাকা, 19 অগস্ট: বাংলাদেশে যে কোনও মূল্যে শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারকে রক্ষা করার জন্য ভারতের কাছে অনুরোধ করেছিলাম ৷ বললেন ওপার বাংলার বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন (AK Abdul Momen)৷ পদ্মাপারের দেশে সম্প্রীতি ও স্থিতাবস্থা রক্ষায় তিনি দিল্লির দ্বারস্থ হয়েছিলেন বলে দাবি করেছেন (Bangladesh Foreign Minister)৷

চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মোমেন বলেন, "আমি যখন দিল্লি গিয়েছিলাম, তখন ভারত সরকারকে বলেছিলাম যে, শেখ হাসিনার অবশ্যই থাকা উচিত ৷ তাহলেই বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটবে এবং তাঁর নেতৃত্বেই প্রকৃত অর্থে সাম্প্রদায়িকতামুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে ৷" তাঁর কথায়, "কেউ যদি দেশকে অস্থির করে শেখ হাসিনার সরকারকে আঘাত করতে চায় তাহলে তা সবার জন্য ক্ষতিকারক হবে ৷ আমরা স্থিতাবস্থা চাই ৷"

এরপরই তিনি বলেন যে, আইন ও শৃঙ্খলা রক্ষায় ভারত ও বাংলাদেশ দু দেশকে একসঙ্গে কাজ করতে হবে ৷ মোমেনের কথায়, "আমরা যদি সেটা করতে পারি, তাহলে তা ভারত ও বাংলাদেশ দু দেশের পক্ষেই ভালো হবে ৷"

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু ও মুসলমানের সমান অধিকার, বার্তা শেখ হাসিনার

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারতকে দু দেশের সীমান্ত রক্ষায় বাড়তি খরচ করতে হবে না বলেও মন্তব্য করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ৷ প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি ভারতে আসেন এবং ভারতীয়রা বাংলাদেশে যান এ কথা মনে করিয়ে দিয়েছেন মোমেন ৷ তিনি বলেন, এক সময়ে শেখ হাসিনার সরকারকে সাহায্য করার জন্য তিনি ভারত সরকারের কাছে অনুরোধ করেছিলেন ৷ কারণ তাতেই দুই দেশের শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকবে বলে মত প্রকাশ করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.