ETV Bharat / international

Israel-Hamas Conflict: গাজার হাসপাতালে ভয়াবহ হামলা! শর্তসাপেক্ষে বন্দিদের মুক্তি দিতে আগ্রহী হামাস

মঙ্গলবার সন্ধ্যায় গাজা শহরের আল-আহলি হাসপাতালে রকেট হামলা চালানো হয়েছে ৷ ইজরায়েল ও হামাস- এই ঘটনার দায় একে অপরের ঘাড়ে চাপিয়েছে ৷ এদিকে হামাসের হাতে বন্দিদের ছেড়ে দিতে চায় প্যালেস্তাইনের এই সংগঠন ৷

ETV Bharat
ইজরায়েল হামাস যুদ্ধে প্রাণ হারাচ্ছে সাধারণ নাগরিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 11:59 AM IST

Updated : Oct 18, 2023, 1:58 PM IST

তেল আভিভ ও গাজা, 18 অক্টোবর: শর্তসাপেক্ষে পণবন্দিদের ছেড়ে দিতে রাজি হামাস ৷ মঙ্গলবার সন্ধ্যায় গাজা শহরের কাছে আল-আহলি আরব হাসপাতালে আছড়ে পড়ে রকেট ৷ গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণে কমপক্ষে 500 জন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ সূত্রের খবর, এই ঘটনার পরেই নাকি হামাসরা বন্দিদের মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে ৷ তবে শর্ত, ইজরায়েলকে গাজায় আক্রমণ বন্ধ করতে হবে ৷

গত সপ্তাহে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার উত্তর দিক থেকে বাসিন্দাদের গাজার দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয় ৷ হামাসদের নিকেশ করতে বড় হামলার পরিকল্পনা করেছে ইজরায়েলের আইডিএফ ৷ তাই সাধারণ নাগরিকদের যাতে প্রাণহানি না-হয়, তাই এমন নির্দেশ দিয়েছিল ইজরায়েল ৷ প্রায় 11 লক্ষ মানুষ দক্ষিণ গাজায় চলে আসে ৷ অনেকেই প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছে ৷ কারণ, আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালে কোনও আক্রমণ চালানো যায় না ৷

  • #WATCH | On Israeli PM Netanyahu's statement that Islamic Jihad is responsible for the Gaza hospital attack, Palestinian Ambassador to the UN, Riyad Mansour says "He is a liar. His digital spokesperson tweeted that Israel did the hit thinking that there was a base for Hamas… pic.twitter.com/Tqs19lc2VD

    — ANI (@ANI) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাতেও রেহাই পায়নি সাধারণ মানুষ ৷ এমনিতেই আহত মানুষের ভিড় উপচে পড়ছে হাসপাতালে ৷ তার মধ্যে আমজনতাও সেখানে ঠাঁই নিয়েছে ৷ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেই মঙ্গলবার সন্ধেয় হাসপাতালের উপর রকেট হামলা চালানো হয় ৷ তবে এই হামলায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্যালেস্তাইনের ইসলামিক জিহাদকেই দায়ী করেছে ৷

এর জবাবে রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, "উনি (নেতানিয়াহু) মিথ্যেবাদী ৷ ওর এক মুখপাত্রই সোশাল মিডিয়ায় জানিয়েছে, এই আক্রমণ ইজরায়েল করেছে ৷ ওখানে হামাসের ঘাঁটি আছে ভেবে এই রকেট হামলা চালিয়েছে ইজরায়েল ৷ আমাদের কাছে সেই পোস্টের কপিও আছে ৷ এখন ওরা পালটা প্যালেস্তাইনের উপর দোষ চাপাচ্ছে ৷" তিনি আরও জানান, ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হাসপাতালগুলিও খালি করতে বলেছিল ৷ কারণ, তাদের উদ্দেশ্য ছিল হাসপাতালগুলিতে আক্রমণ চালাবে ৷

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনবিসি-তে প্রকাশিত খবর অনুযায়ী, হামাসের এক উচ্চাধিকারিক জানিয়েছেন, ইজরায়েল গাজায় বোমা আক্রমণ বন্ধ করলে এর এক ঘণ্টার মধ্যে বন্দিদের মুক্তি দেবে হামাস ৷

আরও পড়ুন: ইজরায়েলের বিমানহানার জন্য বন্ধ রাফা ক্রসিং, গাজায় ত্রাণ পাঠানো নিয়ে অনিশ্চিয়তা

তেল আভিভ ও গাজা, 18 অক্টোবর: শর্তসাপেক্ষে পণবন্দিদের ছেড়ে দিতে রাজি হামাস ৷ মঙ্গলবার সন্ধ্যায় গাজা শহরের কাছে আল-আহলি আরব হাসপাতালে আছড়ে পড়ে রকেট ৷ গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণে কমপক্ষে 500 জন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ সূত্রের খবর, এই ঘটনার পরেই নাকি হামাসরা বন্দিদের মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে ৷ তবে শর্ত, ইজরায়েলকে গাজায় আক্রমণ বন্ধ করতে হবে ৷

গত সপ্তাহে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার উত্তর দিক থেকে বাসিন্দাদের গাজার দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয় ৷ হামাসদের নিকেশ করতে বড় হামলার পরিকল্পনা করেছে ইজরায়েলের আইডিএফ ৷ তাই সাধারণ নাগরিকদের যাতে প্রাণহানি না-হয়, তাই এমন নির্দেশ দিয়েছিল ইজরায়েল ৷ প্রায় 11 লক্ষ মানুষ দক্ষিণ গাজায় চলে আসে ৷ অনেকেই প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছে ৷ কারণ, আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালে কোনও আক্রমণ চালানো যায় না ৷

  • #WATCH | On Israeli PM Netanyahu's statement that Islamic Jihad is responsible for the Gaza hospital attack, Palestinian Ambassador to the UN, Riyad Mansour says "He is a liar. His digital spokesperson tweeted that Israel did the hit thinking that there was a base for Hamas… pic.twitter.com/Tqs19lc2VD

    — ANI (@ANI) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাতেও রেহাই পায়নি সাধারণ মানুষ ৷ এমনিতেই আহত মানুষের ভিড় উপচে পড়ছে হাসপাতালে ৷ তার মধ্যে আমজনতাও সেখানে ঠাঁই নিয়েছে ৷ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেই মঙ্গলবার সন্ধেয় হাসপাতালের উপর রকেট হামলা চালানো হয় ৷ তবে এই হামলায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্যালেস্তাইনের ইসলামিক জিহাদকেই দায়ী করেছে ৷

এর জবাবে রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, "উনি (নেতানিয়াহু) মিথ্যেবাদী ৷ ওর এক মুখপাত্রই সোশাল মিডিয়ায় জানিয়েছে, এই আক্রমণ ইজরায়েল করেছে ৷ ওখানে হামাসের ঘাঁটি আছে ভেবে এই রকেট হামলা চালিয়েছে ইজরায়েল ৷ আমাদের কাছে সেই পোস্টের কপিও আছে ৷ এখন ওরা পালটা প্যালেস্তাইনের উপর দোষ চাপাচ্ছে ৷" তিনি আরও জানান, ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হাসপাতালগুলিও খালি করতে বলেছিল ৷ কারণ, তাদের উদ্দেশ্য ছিল হাসপাতালগুলিতে আক্রমণ চালাবে ৷

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনবিসি-তে প্রকাশিত খবর অনুযায়ী, হামাসের এক উচ্চাধিকারিক জানিয়েছেন, ইজরায়েল গাজায় বোমা আক্রমণ বন্ধ করলে এর এক ঘণ্টার মধ্যে বন্দিদের মুক্তি দেবে হামাস ৷

আরও পড়ুন: ইজরায়েলের বিমানহানার জন্য বন্ধ রাফা ক্রসিং, গাজায় ত্রাণ পাঠানো নিয়ে অনিশ্চিয়তা

Last Updated : Oct 18, 2023, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.