ডেস মইনেস (মার্কিন যুক্তরাষ্ট্র), 16 জানুয়ারি: বায়োটেক উদ্যোক্তা বিবেক রামস্বামী সোমবার জানিয়েছেন যে তিনি 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন ৷ তিনি রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়াইয়ে ছিলেন ৷ কিন্তু লোয়ার লিডঅফ ককেসে হতাশাজনক ফলাফলের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ বরং তিনি প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান প্রার্থী হিসেবে সমর্থন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন । আর সেই কথা তিনি এ দিন জানিয়েছেন ৷
বছর 38 এর এই রাজনৈতিক নেতা রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে একসময় ট্রাম্পকে চড়া সুরে আক্রমণ করেছিলেন ৷ ট্রাম্পকে ধনী বহিরাগতও বলেছিলেন ৷ সেই রামস্বামী সোমবার স্বীকার করে নিয়েছেন যে তাঁর এবার অন্তত আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার কোনও উপায় নেই ৷
এই পরিস্থিতিতে তিনি বিরোধীদের সমালোচনা করলেও ট্রাম্পকে ‘একুশ শতকের সেরা প্রেসিডেন্ট’ বলে প্রশংসা করেছেন ৷ একই সঙ্গে তাঁর যুক্তি, রিপাবলিকানদের রাষ্ট্রপতি পদের জন্য নতুন কাউকে বেছে নেওয়া উচিত, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডাকে পরবর্তী স্তরে দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া যায় ৷
রামস্বামীকে এতদিন ডোনাল্ড ট্রাম্পের বিকল্প বলে মনে করা হচ্ছিল ৷ কিন্তু সোমবারের জয়ের পর প্রমাণিত হল যে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও 77 বছর বয়সী ট্রাম্প এখনও রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয় ৷ এর থেকে আরও একটি বিষয় স্পষ্ট যে রিপাবলিকানদের রক্ষণশীলতাকে শেষ করা বেশ কঠিন ৷ তবে ইজরায়েল ও ইউক্রেন বিষয়ে বিরোধিতা করে রামস্বামী কিছুটা প্রশংসা কুড়িয়েছেন ৷
বিবেক রামস্বামী ভারতীয় বংশোদ্ভুত ৷ তিনি হার্ভাড বিশ্ববিদ্যালয় ও ইয়েল ল স্কুল থেকে পড়াশোনা করেছেন ৷ তার পর হেজ ফান্ড ও ফার্মাসিউটিক্যাল গবেষণা করে কয়েক মিলিয়ন ডলার উপার্জন করেছেন ৷ এর পর তাঁর রাজনীতিতে প্রবেশ৷ প্রচারের সময়ও তিনি বিনিয়োগকারীদের থেকে অর্থ নিয়েছেন ৷
আরও পড়ুন: