ক্যালিফোর্নিয়া, 31 মে: "ভারতের রাজনীতি এখন বিজেপি-আরএসএসের নিয়ন্ত্রণে ৷ সেখানে মানুষকে হুমকি দেওয়া হয় ৷ বিরোধীদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হয়", বিদেশের মাটিতে আরও একবার এভাবে মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ তিনি এখন আমেরিকা সফরে এসেছেন ৷ স্থানীয় সময় মঙ্গলবার সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়ায় 'মহব্বত কি দুকান' শীর্ষক একটি আলোচনাসভায় বক্তৃতা দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ ৷ সাদা কুর্তা-পাজামা আর কালো জহর কোটে দেখা গেল ৷ মাথায় ছোট্ট লাল তিলক কেটে পোডিয়ামে দাঁড়িয়ে মানুষের কাছে মনের কথা বললেন রাজীব-তনয় ৷ তাঁর সঙ্গে ছিলেন স্যাম পিত্রোদা ৷
এই আলোচনাসভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রাহুল গান্ধি বলেন, "একজন মানুষ যদি মনে করেন, তিনি সব জানেন, তাহলে দুনিয়াটা তাঁর কাছে খুব বড়ো আর জটিল হয়ে যায় ৷ এটা এক ধরনের রোগ ৷ আমাদের দেশে এরকম একদল মানুষ আছেন, যাঁরা নিজেদের সম্বন্ধে এটাই মনে করেন, যে তাঁরা সব জানেন ৷ এমনকী ভগবানের থেকেও বেশি ৷" তিনি এই মন্তব্যটি প্রধানমন্ত্রীকে নিশানা করেই করেছিলেন, তা বলার অপেক্ষা রাখে না ৷
তাই এরকম মানুষের উদাহরণ দিতে গিয়ে রাহুল উল্লেখ করেন, "আমাদের প্রধানমন্ত্রী তেমনই একজন ৷ যিনি মনে করেন তিনি সব জানেন ৷" এখানে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে জানান, ঈশ্বরকেও সামনে বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাখ্যা করতে পারেন যে কী ভাবে এই জগতটা কাজ করছে ৷ আর ঈশ্বর হকচকিয়ে যাবেন যে আমি কী সৃষ্টি করেছি !
-
A few people in India are absolutely convinced that they know everything. They think they can explain history to historians, science to scientists and warfare to the army.
— Congress (@INCIndia) May 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
But at the core of it is mediocrity. They're not ready to listen!
: Sh. @RahulGandhi in San Francisco,… pic.twitter.com/WiJZqygkCk
">A few people in India are absolutely convinced that they know everything. They think they can explain history to historians, science to scientists and warfare to the army.
— Congress (@INCIndia) May 31, 2023
But at the core of it is mediocrity. They're not ready to listen!
: Sh. @RahulGandhi in San Francisco,… pic.twitter.com/WiJZqygkCkA few people in India are absolutely convinced that they know everything. They think they can explain history to historians, science to scientists and warfare to the army.
— Congress (@INCIndia) May 31, 2023
But at the core of it is mediocrity. They're not ready to listen!
: Sh. @RahulGandhi in San Francisco,… pic.twitter.com/WiJZqygkCk
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় রাহুলের ভাষণে বাধা, হাসি মুখে স্বাগত জানালেন সাংসদ
এই আলোচনাসভায় রাহুল তাঁর ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ তুলে ধরেন ৷ এর তাৎপর্য উল্লেখ করতে গিয়ে কংগ্রেস নেতা জানান, কোনও রকম জনসভা থেকে শুরু করে আলোচনাসভায় সুফল ইভিএমে পাচ্ছিল না কংগ্রেস ৷ সেখানে সবকিছু বিজেপি-আরএসএসের হাতের মুঠোয় ৷ তাই কংগ্রেস অন্য একটা পথের সন্ধান করছিল ৷ তখন ভারতের দক্ষিণতম প্রান্তটি থেকে উত্তর পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার রাস্তা হেঁটে মানুষের সঙ্গে সরাসরি সংযোগের বিষয়টি মাথায় আসে কংগ্রেস নেতৃত্বের ৷ আর সেখান থেকেই 'ভারত জড়ো যাত্রা' শুরু করে কংগ্রেস।
এই পরিস্থিতিতে রাজনীতি করা মুশকিল হয়ে পড়ছিল, স্বীকার করেন রাহুল ৷ তাই দক্ষিণ ভারত থেকে হাঁটতে শুরু করেন তিনি, যা শেষ হয় শ্রীনগরে ৷ ভারত জোড়ো যাত্রায় তাঁর অভিজ্ঞতা নিয়ে রাহুল বলেন, "প্রথম দিকে ভাবছিলাম দেখি না কী হয়! কিন্তু 5-6 দিন কাটার পর বুঝতে পারলাম হাজার হাজার কিলোমিটার রাস্তা হাঁটাটা সহজ বিষয় নয় ৷"
-
Shri @RahulGandhi Interacts with activists, academics and civil society at University of California, Santa Cruz. pic.twitter.com/tcHd8tiWYe
— Congress (@INCIndia) May 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shri @RahulGandhi Interacts with activists, academics and civil society at University of California, Santa Cruz. pic.twitter.com/tcHd8tiWYe
— Congress (@INCIndia) May 31, 2023Shri @RahulGandhi Interacts with activists, academics and civil society at University of California, Santa Cruz. pic.twitter.com/tcHd8tiWYe
— Congress (@INCIndia) May 31, 2023
আরও পড়ুন: সত্যি বলার খেসারত দিতে হল, সরকারি বাসভবন ছেড়ে দিয়ে বললেন রাহুল গান্ধি
তবে 3 সপ্তাহ পর দিনে 25 কিলোমিটার হাঁটাটা আস্তে আস্তে সহজ হয়ে গিয়েছিল রাহুল গান্ধির কাছে ৷ তিনি এবং কংগ্রেসের অন্য সদস্যরা ভোর 6টায় উঠে হাঁটতে আরম্ভ করতেন ৷ সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ হাঁটতেন ৷ সবাই একসঙ্গে হাঁটতে হাঁটতে একটা অন্যরকম শক্তি তৈরি হল ৷ ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতা নিয়ে উপস্থিত শ্রোতাদের বললেন রাহুল ৷
মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পারছিলেন কংগ্রেস নেতা ৷ তবে এই যাত্রা কেন্দ্রে বিজেপি সরকার মেনে নিতে পারছিল না, অভিযোগ রাহুলের ৷ তাই কেন্দ্রীয় সরকার পুলিশ নামিয়ে আরও নানা রকম ভাবে এই যাত্রা বন্ধ করার চেষ্টা করতে লাগল ৷ আলোচনাসভায় রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, "কোনও কিছুই কাজ করছিল না ৷ এদিকে যাত্রার প্রভাব বেড়েই চলেছিল ৷" এর জন্য তিনি উপস্থিত শ্রোতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷ ভারত জোড়ো যাত্রা সবাইকে ভালোবাসার যাত্রা হিসেবে উল্লেখ করেন রাহুল ৷
এবছর মার্চে ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একদফা বিজেপিকে আক্রমণ করেছিলেন রাহুল ৷ এরপর দেশে ফিরে তাঁর বক্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে সংসদ ৷ বিজেপি সরকার তাঁকে ক্ষমা চাইতে বলে ৷ এমনকী 2019 সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে মোদি পদবি নিয়ে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে ওয়েনাড়ের সাংসদ পদ খোয়াতে হয় রাহুল গান্ধিকে ৷ তাঁকে 2 বছরের সাজা দেয় গুজরাতের একটি আদালত ৷ সেই মামলা এখনও চলছে ৷ এবার আমেরিকা সফর শেষে ভারতে ফিরলে তাঁর জন্য কী অপেক্ষা করছে, তা সময়ই বলবে ৷
আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন মোদি, কটাক্ষ রাহুলের