ETV Bharat / international

Chicago Shootout : আমেরিকায় স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, মৃত 6, গ্রেফতার ইউটিউবার - America Shootout

আমেরিকায় একের পর এক গুলির ঘটনা ঘটে চলেছে ৷ শপিং মল, স্কুল, চার্চ কোনও জায়গায়ই এখন নাগরিকদের জন্য নিরাপদ নয় ৷ সোমবার স্বাধীনতা দিবসে গুলি চালনার ঘটনা তাই প্রমাণ করল (Chicago Shootout) ৷

America Shootout
বন্দুকবাজের খোঁজে পুলিশ
author img

By

Published : Jul 5, 2022, 11:36 AM IST

হাইল্যান্ড পার্ক, 5 জুলাই: কমপক্ষে 6 জন মারা গিয়েছেন এবং 30 জন জখম হয়েছেন স্বাধীনতা দিবসের প্যারেডে ৷ সোমবার, 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস ছিল ৷ শিকাগোর শহরতলিতে প্যারেড চলাকালীন একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চলে ৷ আতঙ্কে বাচ্চা-বুড়ো সবাই যে যে ভাবে পেরেছে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে (Highland Park Police taken custody of Robert E Crimo III over Chicago Independence Day Shootout in America) ৷

হাইল্যান্ড পার্ক এলাকায় কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর সোমবার বিকেলেই এক সন্দেহজনক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে ৷ শিকাগোর উত্তরে এই অঞ্চলে প্রায় 30 হাজার মানুষের বসবাস ৷ এফবিআই মোস্ট ওয়ান্টেড রবার্ট ই ক্রিমো নামের এক তরুণের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছে ৷ স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পেশায় ইউটিউবার ক্রিমোকে জেল হেফাজতে নেওয়া হয়েছে ৷

  • Jill and I are shocked by the senseless gun violence that has yet again brought grief to an American community this Independence Day. As always, we are grateful for the first responders and law enforcement on the scene.

    I will not give up fighting the epidemic of gun violence.

    — President Biden (@POTUS) July 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একের পর এক গুলির ঘটনা ঘটে চলেছে আমেরিকায় ৷ কখনও স্কুল, তো কখনও ধর্মীয় প্রতিষ্ঠান, বাদ যাচ্ছে না জনবহুল স্টোর ৷ এবার প্যারেড গ্রাউন্ড, তাও স্বাধীনতা দিবসের ৷

আরও পড়ুন: ওয়াশিংটন ডিসি-তে চলল গুলি, নিহত 1 কিশোর; আহত অনেকে

এই ঘটনায় গভীর ভাবে ব্যথিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন ৷ টুইট করে তিনি লেখেন, "জিল এবং আমি বন্দুক চালনার ঘটনায় স্তম্ভিত ৷ এই স্বাধীনতা দিবসে আমেরিকাবাসীদের জন্য ফের শোকের ছায়া নেমে এল ৷" বন্দুক চালানোর ঘটনাটি এপিডেমিক হিসেবে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, "আমি এর বিরুদ্ধে লড়াই করা ছেড়ে দেব না ৷"

হাইল্যান্ড পার্ক, 5 জুলাই: কমপক্ষে 6 জন মারা গিয়েছেন এবং 30 জন জখম হয়েছেন স্বাধীনতা দিবসের প্যারেডে ৷ সোমবার, 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস ছিল ৷ শিকাগোর শহরতলিতে প্যারেড চলাকালীন একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চলে ৷ আতঙ্কে বাচ্চা-বুড়ো সবাই যে যে ভাবে পেরেছে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে (Highland Park Police taken custody of Robert E Crimo III over Chicago Independence Day Shootout in America) ৷

হাইল্যান্ড পার্ক এলাকায় কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর সোমবার বিকেলেই এক সন্দেহজনক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে ৷ শিকাগোর উত্তরে এই অঞ্চলে প্রায় 30 হাজার মানুষের বসবাস ৷ এফবিআই মোস্ট ওয়ান্টেড রবার্ট ই ক্রিমো নামের এক তরুণের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছে ৷ স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পেশায় ইউটিউবার ক্রিমোকে জেল হেফাজতে নেওয়া হয়েছে ৷

  • Jill and I are shocked by the senseless gun violence that has yet again brought grief to an American community this Independence Day. As always, we are grateful for the first responders and law enforcement on the scene.

    I will not give up fighting the epidemic of gun violence.

    — President Biden (@POTUS) July 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একের পর এক গুলির ঘটনা ঘটে চলেছে আমেরিকায় ৷ কখনও স্কুল, তো কখনও ধর্মীয় প্রতিষ্ঠান, বাদ যাচ্ছে না জনবহুল স্টোর ৷ এবার প্যারেড গ্রাউন্ড, তাও স্বাধীনতা দিবসের ৷

আরও পড়ুন: ওয়াশিংটন ডিসি-তে চলল গুলি, নিহত 1 কিশোর; আহত অনেকে

এই ঘটনায় গভীর ভাবে ব্যথিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন ৷ টুইট করে তিনি লেখেন, "জিল এবং আমি বন্দুক চালনার ঘটনায় স্তম্ভিত ৷ এই স্বাধীনতা দিবসে আমেরিকাবাসীদের জন্য ফের শোকের ছায়া নেমে এল ৷" বন্দুক চালানোর ঘটনাটি এপিডেমিক হিসেবে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, "আমি এর বিরুদ্ধে লড়াই করা ছেড়ে দেব না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.