জোহানেসবার্গ, 23 অগস্ট: আজ সন্ধ্যায় চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান 3 ৷ সফট ল্যান্ডিং করার কথা ভারতের এই মহাকাশযানের ৷ ভার্চুয়াল মাধ্যমে ঐতিহাসিক ঘটনাটি দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছেন ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, তিনি সেখান থেকেই এই বিরল মুহূর্তের সাক্ষী হবেন ৷
দেশের মহাজাগতিক গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-3 ৷ বুধবার ভারতীয় সময় সন্ধ্যা 6.04 মিনিটে এই ঐতিহাসিক ঘটনা ঘটবে ৷ ভারত তথা বিশ্বের চোখ এখন সেই দিকে ৷ এদিকে, মঙ্গলবার ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্মেলনে ব্যস্ত থাকলেও ভারতের তৃতীয় চন্দ্রাভিযানের চূড়ান্ত পর্বটি তিনি সেখান থেকেই দেখবেন ৷
আজ 5.20 মিনিটে চাঁদের সফট ল্যান্ডিং প্রক্রিয়া শুরু হবে ৷ তা সরাসরি সম্প্রচার করবে ইসরো ৷ সংস্থার নিজস্ব ওয়েবসাইটে তা দেখা যাবে ৷ এছাড়া ইউটিউব চ্যালেন, ফেসবুকেও এই ঘটনাটি দেখতে পাবেন সাধারণ মানুষ ৷ এমনকী স্কুল-কলেজগুলিতেও চন্দ্রযান-3-এর সফট ল্যান্ডিং প্রক্রিয়াটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে ৷ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে দূরদর্শনও।
চন্দ্রায়ন-3-এর সফল অবতরণের জন্য দেশজুড়ে পুজো, প্রার্থনা চলছে ৷ লন্ডনে ভারতীয় পড়ুয়া ও গবেষকরা আদ্যা শক্তি মাতাজি মন্দিরে একটি বিশেষ প্রার্থনার বন্দোবস্ত করেছেন ৷ আমেরিকার ভার্জিনিয়াতে ভারতীয় বংশোদ্ভূতরা মন্দিরে হোমযজ্ঞ করেছেন ৷
আরও পড়ুন: চন্দ্রাভিযানের সাফল্য বিজ্ঞানীদের, কোনও রাজনৈতিক ব্যক্তির নয় ; বার্তা মমতার
উত্তরাখণ্ডের হৃষিকেশে পরমার্থ নিকেতন ঘাটে গঙ্গা আরতি করা হয় ৷ ভুবনেশ্বর, বারাণসী এবং প্রয়াগরাজেও প্রার্থনা, পুজো, হোমযজ্ঞ হয়েছে ৷ বদোদরায় খুদে পড়ুয়ারা চন্দ্রযানের সফল অবতরণ কামনা করে প্রার্থনা করেছে ৷ লখনউয়ের নমাজ পাঠ করা হয়েছে ৷ বুধবার বিকেল 5.20 মিনিট থেকে ইসরো চাঁদের মাটিতে চন্দ্রযানের প্রক্রিয়াটির সরাসরি সম্প্রচার করবে বলে জানা গিয়েছে ৷ (সংবাদসংস্থা এএনআই)