ETV Bharat / international

PM Modi Meets Margrethe II : ডেনমার্কের সিংহাসনে রানি দ্বিতীয় মার্গারেটার 50 বছর, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির - ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন

ইউরোপের তিনটি নরডিক-দেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ প্রথম দিন জার্মানি হয়ে গতকাল মোদি পৌঁছলেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ৷ ঐতিহাসিক অ্যামালিয়নবাও প্রাসাদে রানি তাঁকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ৷ একসঙ্গে নৈশভোজও সেরেছেন (PM Modi Meets Margrethe II) ৷

PM Narandra Modi in Amalienborg Palace Copenhagen
ডেনমার্কের রানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদি
author img

By

Published : May 4, 2022, 11:30 AM IST

কোপেনহেগেন, 4 মে : ইউরোপ সফরের দ্বিতীয় দিনে ডেনমার্কে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিশ্বের দ্বিতীয় সুখীতম দেশের রানি দ্বিতীয় মার্গারেটা মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন তাঁর ঐতিহাসিক অ্যামালিয়নবাও প্রাসাদে (PM Narendra Modi felicitates Queen of Denmark in Amalienborg Palace Copenhagen) ৷

এবছর ডেনমার্কের সিংহাসনে রানির 50 বছর পূর্ণ হচ্ছে ৷ এই বিশেষ পর্বে রানিকে সম্মান জানান প্রধানমন্ত্রী মোদি ৷ টুইট করে বিষয়টি জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ তিনি জানান, "ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ৷ ডেনমার্কে রানির 50 বছরের রাজত্ব পূর্ণ হল ৷ এই বিশেষ ঘটনায় রানিতে সম্মানিত করেন প্রধানমন্ত্রী মোদি ৷"

ডেনমার্কের রানির বয়স এখন 82 ৷ তিনি 1972 সালে দেশের সিংহাসনে আসীন হন ৷ ড্যানিশ রাজতন্ত্র পৃথিবীর অন্যতম প্রাচীন রাজতন্ত্র ৷ মঙ্গলবার রানির সঙ্গে ব্যক্তিগত ডিনার সারেন ভারতের প্রধানমন্ত্রী ৷ রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদি ৷

আরও পড়ুন : PM Modi in Denmark : আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ, ইউক্রেন প্রসঙ্গে ফের সাবধানী মন্তব্য মোদির

বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, "সাম্প্রতিক বছরগুলিতে প্রধানমন্ত্রী ডেনমার্ক-ভারত সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে, বিশেষত গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ৷ এ বিষয়ে সংক্ষেপে রানিকে জানান প্রধানমন্ত্রী মোদি ৷ সমাজে বিষয়ে ড্যানিশ রাজ পরিবারের সদর্থক ভূমিকা নিয়েও প্রশংসা করেন তিনি ৷" তাঁর প্রতি এই আন্তরিকতার জন্য প্রধানমন্ত্রী রানিকে কৃতজ্ঞতা জানান ৷

3 মে দিনের শুরুতে রাজধানী কোপেনহেগেনের বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে নিজে নিতে আসেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটা ফ্রেডরিকসন (Mette Frederiksen) ৷ দু'জনের মধ্যে আন্তর্জাতিক নানাবিধ বিষয়ে বৈঠক হয় ৷

কোপেনহেগেন, 4 মে : ইউরোপ সফরের দ্বিতীয় দিনে ডেনমার্কে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিশ্বের দ্বিতীয় সুখীতম দেশের রানি দ্বিতীয় মার্গারেটা মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন তাঁর ঐতিহাসিক অ্যামালিয়নবাও প্রাসাদে (PM Narendra Modi felicitates Queen of Denmark in Amalienborg Palace Copenhagen) ৷

এবছর ডেনমার্কের সিংহাসনে রানির 50 বছর পূর্ণ হচ্ছে ৷ এই বিশেষ পর্বে রানিকে সম্মান জানান প্রধানমন্ত্রী মোদি ৷ টুইট করে বিষয়টি জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ তিনি জানান, "ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ৷ ডেনমার্কে রানির 50 বছরের রাজত্ব পূর্ণ হল ৷ এই বিশেষ ঘটনায় রানিতে সম্মানিত করেন প্রধানমন্ত্রী মোদি ৷"

ডেনমার্কের রানির বয়স এখন 82 ৷ তিনি 1972 সালে দেশের সিংহাসনে আসীন হন ৷ ড্যানিশ রাজতন্ত্র পৃথিবীর অন্যতম প্রাচীন রাজতন্ত্র ৷ মঙ্গলবার রানির সঙ্গে ব্যক্তিগত ডিনার সারেন ভারতের প্রধানমন্ত্রী ৷ রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদি ৷

আরও পড়ুন : PM Modi in Denmark : আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ, ইউক্রেন প্রসঙ্গে ফের সাবধানী মন্তব্য মোদির

বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, "সাম্প্রতিক বছরগুলিতে প্রধানমন্ত্রী ডেনমার্ক-ভারত সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে, বিশেষত গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ৷ এ বিষয়ে সংক্ষেপে রানিকে জানান প্রধানমন্ত্রী মোদি ৷ সমাজে বিষয়ে ড্যানিশ রাজ পরিবারের সদর্থক ভূমিকা নিয়েও প্রশংসা করেন তিনি ৷" তাঁর প্রতি এই আন্তরিকতার জন্য প্রধানমন্ত্রী রানিকে কৃতজ্ঞতা জানান ৷

3 মে দিনের শুরুতে রাজধানী কোপেনহেগেনের বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে নিজে নিতে আসেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটা ফ্রেডরিকসন (Mette Frederiksen) ৷ দু'জনের মধ্যে আন্তর্জাতিক নানাবিধ বিষয়ে বৈঠক হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.