ইসলামাবাদ/দুবাই, 5 ফেব্রুয়ারি: প্রাক্তন সামরিক শাসক জেনারেল পারভেজ মুশারফের মৃতদেহ (Musharraf Body to be Shifted to Pakistan) সমাধিস্থ করার জন্য দুবাই থেকে পাকিস্তানে ফিরিয়ে আনা হবে ৷ রবিবার দুবাইতে পাকিস্তানের কনস্যুলেট জেনারেল মুশারফের (Pervez Musharraf Latest News) মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য নো-অবজেকশন সার্টিফিকেট (No-objection certificate) দিয়েছে ৷
2016 সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে মুশারফ: 1999 সালে কার্গিল যুদ্ধের স্থপতি পারভেজ মুশারফ দীর্ঘ অসুস্থতার পর রবিবার দুবাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ 79 বছর বয়সি প্রাক্তন সামরিক শাসক 2016 সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে ছিলেন ৷ অ্যামাইলয়েডোসিসে আক্রান্ত হওয়ার পর আমেরিকান হসপিটাল দুবাইতে চিকিৎসাধীন ছিলেন তিনি ।
মুশারফের দেহ ফেরাতে দুবাই যাচ্ছেন বিশেষ পাক জেট: জিও নিউজ জানিয়েছে, মুশাররফের পরিবার তাঁর মরদেহ পাকিস্তানে স্থানান্তরের জন্য দুবাইয়ের পাকিস্তানি কনস্যুলেটে একটি আবেদন করেছিল । চ্যানেলটি আরও জানিয়েছে, মুশাররফের দেহ সমাধিস্থ করার জন্য পাকিস্তানে ফিরিয়ে আনতে নূর খান বিমানঘাঁটি থেকে একটি বিশেষ সামরিক জেট দুবাইতে উড়বে যাবে । এ বিষয়ে এর থেকে বেশি কিছু বিশদে জানায়নি জিও নিউজ ৷
আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন পাক-প্রেসিডেন্ট পারভেজ মুশারফ
দেহ ফেরাতে মিলল নো অবজেকশন সার্টিফিকেট: এ দিকে, খালিজ টাইমস জানিয়েছে যে, দুবাইতে পাকিস্তানের কনস্যুলেট জেনারেল মুশারফের মরদেহ পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার জন্য একটি নো অবজেকশন সার্টিফিকেট জারি করেছে ৷ কনসাল-জেনারেল হাসান আফজাল খানকে উদ্ধৃত করে ওই সংবাদপত্র লিখেছে, "আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং কনস্যুলেট যেভাবে পারে তার পরিষেবা দেবে, কনস্যুলেট নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করেছে ।"
বিরল রোগে ভুগছিলেন মুশারফ: 1965 এবং 1971 সালের পাক-ভারত যুদ্ধে যে সেনা জেনারেলরা যুদ্ধ করেছিলেন, তাঁদের মধ্যে বেঁচে থাকা অবশিষ্ট কয়েকজনের অন্যতম ছিলেন মুশারফ ৷ রবিবার তাঁরও জীবনাবসান হল ৷ তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে, পারভেজ মুশারফ অ্যামাইলয়ডোসিসে ভুগছিলেন ৷ এটি একটি বিরল রোগ ৷ এতে আক্রান্ত হলে সারা শরীর জুড়ে অঙ্গ এবং টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরি হয় ৷