ETV Bharat / international

হামাস ও ইজরায়েল যুদ্ধে প্যালেস্তিনীয়দের মৃত্যুর সংখ্যা 13 হাজার ছাড়াল - ইজরায়েল

Death toll Raises 13 Thousands in Gaza: হামাস ও ইজরায়েল সেনার যুদ্ধে প্যালেস্তিনীয়দের মৃত্যুর সংখ্যা 13 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ এ দিন গাজার মিডিয়া অফিসের ডিরেক্টর জেনারেল এ কথা জানিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 12:54 PM IST

Updated : Nov 20, 2023, 3:14 PM IST

গাজা, 20 নভেম্বর: গাজা স্ট্রিপে প্যালেস্তিনীয়দের মৃত্যুর হার ক্রমশ বাড়ছে ৷ হামাস জঙ্গি সংগঠন ও ইজরায়েল সেনার যুদ্ধে এখনও পর্যন্ত 13 হাজারের উপর প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে বলে সেখানকার সরকারি মিডিয়া অফিসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইজরায়েল সেনার যুদ্ধে 13 হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে 5 হাজার 500 শিশু, 3 হাজার 500 মহিলা রয়েছেন ৷ আর গুরুতর আহতের সংখ্যা 30 হাজারের বেশি বলে জানিয়েছেন মিডিয়া অফিসের ডিরেক্টর জেনারেল ইসমাইল আল-তাওয়াবতা ৷

রক্তক্ষয়ী এই যুদ্ধে এখনও পর্যন্ত 6 হাজারের বেশি মানুষ নিখোঁজ বলে জানিয়েছেন মিডিয়া অফিসের ডিরেক্টর জেনারেল ইসমাইল ৷ যাদের মধ্যে প্রায় 4 হাজার শিশু ও মহিলা রয়েছে ৷ জিনহুয়া সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, গাজা প্রশাসন মনে করছে, এরা সকলেই ইজরায়েল বায়ুসেনার হামলায় ধসে পড়া বহুতলগুলির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে ৷ গত 7 অক্টোবর হামাসের তরফে আকাশপথে দক্ষিণ ইজরায়েলে গোলাবর্ষণ শুরু হয় ৷ যে হামলার জেরে ইজরায়েলে একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয় ৷ যার প্রত্যুত্তরে ইজরায়েল পালটা যুদ্ধ ঘোষণা করে ৷ শুরু হয় একের পর এক হামলা ৷ গত 26 অক্টোবর থেকে স্থলভাগেও হামলা শুরু করে ইজরায়েলি সেনা ৷ যার ফলস্বরূপ অসংখ্য প্যালেস্তিনীয়দের মৃত্যু হয়েছে ৷

ইজরায়েল সেনার হাত থেকে বাঁচতে হামাসের জঙ্গিরা অন্তত 1200 নীরিহ প্রাণ কেড়েছে ৷ আর দু’শোর বেশি মানুষকে বন্দি করেছে তারা ৷ বিশেষত, গাজার হাসপাতালগুলিকে নিজেদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে হামাসের জঙ্গি নেতারা ৷ হাসপাতালগুলিতে নিজেদের গোপন আস্তানা তৈরি করেছে ৷ সেখান থেকেই ইজরায়েল সেনার সঙ্গে যুদ্ধ চালাচ্ছে হামাস ৷ উল্লেখ্য, গত 17 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল গাজার প্রধান হাসপাতালে যায় ৷ সেখান থেকে 32টি প্রি-ম্যাচিওর সদ্যজাতকে উদ্ধার করেছে ৷ তাদের উদ্ধার করে মিশরে পাঠানো হয়েছে ৷

ওই হাসপাতালে 292 জন অন্যান্য রোগীও ভরতি রয়েছেন ৷ যেখানে যুদ্ধের আতংকে মানসিক সমস্যায় ভোগা ও আহতরা ভরতি রয়েছেন ৷ ইজরায়েল সেনা গত সপ্তাহেই গাজার পার্লামেন্ট দখল করেছে ৷ আর যত শহরের ভিতরে প্রবেশ করেছে, তত বেশি গোপন টানেলের হদিশ পেয়েছে তারা ৷ এখনও পর্যন্ত মোট 35টি টানেলর খোঁজ পাওয়া গিয়েছে উত্তর গাজায় ৷ সেগুলির ভিতর থেকে প্রচুর পরিমাণ সামরিক অস্ত্র উদ্ধার করেছে ইজরায়েল সেনা ৷

আরও পড়ুন:

  1. গাজার হাসপাতালে উদ্ধার প্রি-ম্যাচিওর 30 শিশু, পাঠানো হচ্ছে মিশরের হাসপাতালে
  2. গাজায় রাষ্ট্রসংঘের শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমান হামলা, মৃত বহু প্যালেস্তাইন নাগরিক
  3. চাপ বাড়ল নেতানিয়াহুর! হামাসের হাতে বন্দি নাগরিকদের মুক্তি চেয়ে পথে নামল জেরুজালাম

গাজা, 20 নভেম্বর: গাজা স্ট্রিপে প্যালেস্তিনীয়দের মৃত্যুর হার ক্রমশ বাড়ছে ৷ হামাস জঙ্গি সংগঠন ও ইজরায়েল সেনার যুদ্ধে এখনও পর্যন্ত 13 হাজারের উপর প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে বলে সেখানকার সরকারি মিডিয়া অফিসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইজরায়েল সেনার যুদ্ধে 13 হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে 5 হাজার 500 শিশু, 3 হাজার 500 মহিলা রয়েছেন ৷ আর গুরুতর আহতের সংখ্যা 30 হাজারের বেশি বলে জানিয়েছেন মিডিয়া অফিসের ডিরেক্টর জেনারেল ইসমাইল আল-তাওয়াবতা ৷

রক্তক্ষয়ী এই যুদ্ধে এখনও পর্যন্ত 6 হাজারের বেশি মানুষ নিখোঁজ বলে জানিয়েছেন মিডিয়া অফিসের ডিরেক্টর জেনারেল ইসমাইল ৷ যাদের মধ্যে প্রায় 4 হাজার শিশু ও মহিলা রয়েছে ৷ জিনহুয়া সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, গাজা প্রশাসন মনে করছে, এরা সকলেই ইজরায়েল বায়ুসেনার হামলায় ধসে পড়া বহুতলগুলির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে ৷ গত 7 অক্টোবর হামাসের তরফে আকাশপথে দক্ষিণ ইজরায়েলে গোলাবর্ষণ শুরু হয় ৷ যে হামলার জেরে ইজরায়েলে একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয় ৷ যার প্রত্যুত্তরে ইজরায়েল পালটা যুদ্ধ ঘোষণা করে ৷ শুরু হয় একের পর এক হামলা ৷ গত 26 অক্টোবর থেকে স্থলভাগেও হামলা শুরু করে ইজরায়েলি সেনা ৷ যার ফলস্বরূপ অসংখ্য প্যালেস্তিনীয়দের মৃত্যু হয়েছে ৷

ইজরায়েল সেনার হাত থেকে বাঁচতে হামাসের জঙ্গিরা অন্তত 1200 নীরিহ প্রাণ কেড়েছে ৷ আর দু’শোর বেশি মানুষকে বন্দি করেছে তারা ৷ বিশেষত, গাজার হাসপাতালগুলিকে নিজেদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে হামাসের জঙ্গি নেতারা ৷ হাসপাতালগুলিতে নিজেদের গোপন আস্তানা তৈরি করেছে ৷ সেখান থেকেই ইজরায়েল সেনার সঙ্গে যুদ্ধ চালাচ্ছে হামাস ৷ উল্লেখ্য, গত 17 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল গাজার প্রধান হাসপাতালে যায় ৷ সেখান থেকে 32টি প্রি-ম্যাচিওর সদ্যজাতকে উদ্ধার করেছে ৷ তাদের উদ্ধার করে মিশরে পাঠানো হয়েছে ৷

ওই হাসপাতালে 292 জন অন্যান্য রোগীও ভরতি রয়েছেন ৷ যেখানে যুদ্ধের আতংকে মানসিক সমস্যায় ভোগা ও আহতরা ভরতি রয়েছেন ৷ ইজরায়েল সেনা গত সপ্তাহেই গাজার পার্লামেন্ট দখল করেছে ৷ আর যত শহরের ভিতরে প্রবেশ করেছে, তত বেশি গোপন টানেলের হদিশ পেয়েছে তারা ৷ এখনও পর্যন্ত মোট 35টি টানেলর খোঁজ পাওয়া গিয়েছে উত্তর গাজায় ৷ সেগুলির ভিতর থেকে প্রচুর পরিমাণ সামরিক অস্ত্র উদ্ধার করেছে ইজরায়েল সেনা ৷

আরও পড়ুন:

  1. গাজার হাসপাতালে উদ্ধার প্রি-ম্যাচিওর 30 শিশু, পাঠানো হচ্ছে মিশরের হাসপাতালে
  2. গাজায় রাষ্ট্রসংঘের শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমান হামলা, মৃত বহু প্যালেস্তাইন নাগরিক
  3. চাপ বাড়ল নেতানিয়াহুর! হামাসের হাতে বন্দি নাগরিকদের মুক্তি চেয়ে পথে নামল জেরুজালাম
Last Updated : Nov 20, 2023, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.