ETV Bharat / international

Pakistani Boat Seized: ভারতের জলসীমায় প্রবেশ, গুজরাতের 'হারামি নালা' থেকে পাক ট্রলার বাজেয়াপ্ত বিএসএফের - বিএসএফ

গুজরাতের কাছে রয়েছে ভারত-পাকিস্তান সামুদ্রিক জলসীমা 'হারামি নালা' (Harami Nala) ৷ সেখানকার খাঁড়ি এলাকা থেকে বিএসএফ তরফে একটি পাক ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে (Pakistani Fishing Boat Seized by BSF) ৷ সোমবার সকাল 6টার দিকে হারামি নালা এলাকায় ওই ট্রলারটি দেখতে পান বিএসএফের কর্তব্যরত আধিকারিকরা ৷

Pakistani Boat Seized
গুজরাতের হারামি নালা থেকে উদ্ধার পাকিস্তানি ট্রলার
author img

By

Published : Oct 3, 2022, 10:11 PM IST

গুজরাত, 3 অক্টোবর: পাকিস্তানের জলসীমানা বরাবর গুজরাতের 'হারামি নালা' (Harami Nala) নামক খাঁড়ি এলাকা থেকে পরিত্যক্ত পাক ট্রলার বাজেয়াপ্ত করল ভারতের সীমান্তরক্ষী বাহিনী ৷ বিএসএফ সূত্রে খবর, এলাকায় কর্তব্যরত বিএসএফের আধিকারিকরা (BSF) সকাল 6টায় ওই এলাকায় পাকিস্তানের মাছ ধরার ট্রলারটি দেখতে পান ৷ পরবর্তীতে তল্লাশিতে নেমে বাজেয়াপ্ত করা হয় মাছ ধরার ট্রলারটিকে (Pakistani Fishing Boat Seized by BSF) ৷

বিএসএফ সূত্রে আরও খবর, ওই ট্রলারটি থেকে কিছু বরফের বাক্স এবং মাছ ধরার জাল পাওয়া গিয়েছে ৷ ট্রলারে যারা ছিলেন তাঁরা সকলেই পাকিস্তানি ৷ সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের দেখে সকলেই পালিয়ে যায়। আধিকারিকরা কাছাকাছি যাওয়ার আগেই পাকি ট্রলারে সওয়াররা জলে ঝাঁপ দিয়ে সাঁতরে চম্পট দেয়। তবে এ ঘটনা নতুন নয় । ভারতের জলসীমানায় প্রবেশ করা পাক মৎস্যজীবীরা প্রায়ই বিএসএফ আধিকারিকদের দেখে এভাবেই চম্পট দিয়ে থাকেন।

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তাঁরা বারবার ভারতে প্রবেশ করে চলেছে ৷ উল্লেখ্য, গুজরাতের এই 'হারামি নালা' খাঁড়ি এলাকাটি 22 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 8 কিমি চওড়া ৷ এর আগে চলতি বছরের জুনে 'হারামি নালা' থেকে তিন পাক ফিশিং বোট উদ্ধার করেছিল বিএসএফ। মে মাসেও বিএসএফ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 9 জন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করে ৷ পাশাপাশি 9টি মাছ ধরার ট্রলার আটক করা হয়।

আরও পড়ুন: ‘ঘৃণ্য অপরাধ’, টরোন্টোয় ‘ভগবত গীতা পার্কে’ ভাঙচুরের সমালোচনা ভারতীয় দূতাবাসের

গুজরাত, 3 অক্টোবর: পাকিস্তানের জলসীমানা বরাবর গুজরাতের 'হারামি নালা' (Harami Nala) নামক খাঁড়ি এলাকা থেকে পরিত্যক্ত পাক ট্রলার বাজেয়াপ্ত করল ভারতের সীমান্তরক্ষী বাহিনী ৷ বিএসএফ সূত্রে খবর, এলাকায় কর্তব্যরত বিএসএফের আধিকারিকরা (BSF) সকাল 6টায় ওই এলাকায় পাকিস্তানের মাছ ধরার ট্রলারটি দেখতে পান ৷ পরবর্তীতে তল্লাশিতে নেমে বাজেয়াপ্ত করা হয় মাছ ধরার ট্রলারটিকে (Pakistani Fishing Boat Seized by BSF) ৷

বিএসএফ সূত্রে আরও খবর, ওই ট্রলারটি থেকে কিছু বরফের বাক্স এবং মাছ ধরার জাল পাওয়া গিয়েছে ৷ ট্রলারে যারা ছিলেন তাঁরা সকলেই পাকিস্তানি ৷ সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের দেখে সকলেই পালিয়ে যায়। আধিকারিকরা কাছাকাছি যাওয়ার আগেই পাকি ট্রলারে সওয়াররা জলে ঝাঁপ দিয়ে সাঁতরে চম্পট দেয়। তবে এ ঘটনা নতুন নয় । ভারতের জলসীমানায় প্রবেশ করা পাক মৎস্যজীবীরা প্রায়ই বিএসএফ আধিকারিকদের দেখে এভাবেই চম্পট দিয়ে থাকেন।

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তাঁরা বারবার ভারতে প্রবেশ করে চলেছে ৷ উল্লেখ্য, গুজরাতের এই 'হারামি নালা' খাঁড়ি এলাকাটি 22 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 8 কিমি চওড়া ৷ এর আগে চলতি বছরের জুনে 'হারামি নালা' থেকে তিন পাক ফিশিং বোট উদ্ধার করেছিল বিএসএফ। মে মাসেও বিএসএফ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 9 জন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করে ৷ পাশাপাশি 9টি মাছ ধরার ট্রলার আটক করা হয়।

আরও পড়ুন: ‘ঘৃণ্য অপরাধ’, টরোন্টোয় ‘ভগবত গীতা পার্কে’ ভাঙচুরের সমালোচনা ভারতীয় দূতাবাসের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.