ETV Bharat / international

Shehbaz Sharif Slams Imran Khan: ইমরান সবচেয়ে বড় মিথ্যাবাদী, দাবি পাক প্রধানমন্ত্রী শরিফের - পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

ইমরান খান (Imran Khan) ক্ষমতাচ্যূত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) ৷ তাঁর দাবি, ইমরান সবচেয়ে বড় মিথ্যাবাদী ৷

Pakistan PM Shehbaz Sharif calls Imran Khan biggest liar on earth
Shehbaz Sharif Slams Imran Khan: ইমরান সবচেয়ে বড় মিথ্যাবাদী, দাবি পাক প্রধানমন্ত্রী শরিফের
author img

By

Published : Oct 5, 2022, 10:28 AM IST

ইসলামাবাদ (পাকিস্তান), 5 অক্টোবর : ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে তোপ দাগলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) ৷ তাঁর দাবি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী ৷ ইমরান মুখের উপর মিথ্যা কথা বলতে সিদ্ধহস্ত ৷

সম্প্রতি ব্রিটেনের একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ৷ সেখানেই পূর্বসূরী সম্পর্কে তোপ দাগেন তিনি (Shehbaz Sharif Slams Imran Khan) ৷ ওই সাক্ষাৎকারে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের অর্থনীতি (Pakistan Economy) ধ্বংস করার অভিযোগ তুলেছেন শাহবাজ শরিফ ৷

সম্প্রতি সাইফার অডিয়ো ফাঁস নিয়ে সরব হয়েছিলেন ইমরান খান ৷ সেই নিয়েই ইমরানকে সবচেয়ে বড় মিথ্যাবাদীর তকমা দিয়েছেন শাহবাজ ৷ প্রসঙ্গত, ক্ষমতাচ্যূত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন ইমরান ৷ মার্কিন মদতে তাঁর সরকার ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেছিলেন ৷

শাহবাজের দাবি, ইমরান ব্যক্তিগত স্বার্থে এই মিথ্যা অভিযোগ করেছিলেন ৷ এর জেরে সারা বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হয়েছে ৷ তাছাড়া পাকিস্তানের অর্থনীতি ধ্বংস নিয়েও ইমরান খানকেই কাঠগড়ায় তুলেছেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ইমরান খান ছিলেন পাকিস্তানের 22 তম প্রধানমন্ত্রী ৷ 2018 সালে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বিপুল জয় পায় ৷ তার পর 2018 সালের 18 অগস্ট তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ৷

কিন্তু চলতি বছর এপ্রিলেই তাঁর সরকার পড়ে যায় ৷ গত মার্চে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনে বিরোধীরা ৷ প্রায় মাসখানেক ধরে এই নিয়ে রাজনৈতিক নাটক চলে পাকিস্তানে ৷ প্রথমে ইমরানের পরামর্শনে ন্যাশনাল অ্য়াসেম্বলিই ভেঙে দেন ওই দেশের রাষ্ট্রপতি ৷ এর জেরে সাংবিধানিক সংকট তৈরি হয় ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে ৷

কিন্তু আদালতের নির্দেশে শেষ পর্যন্ত গত 10 এপ্রিল অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হয় ৷ হেরে যান ইমরান ৷ তাঁর প্রধানমন্ত্রিত্ব চলে যায় ৷ তিনিই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যাঁর পদ অনাস্থা ভোটে হারার যেন চলে গিয়েছে ৷

আরও পড়ুন : অডিয়ো ফাঁসের ঘটনায় জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইসলামাবাদ (পাকিস্তান), 5 অক্টোবর : ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে তোপ দাগলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) ৷ তাঁর দাবি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী ৷ ইমরান মুখের উপর মিথ্যা কথা বলতে সিদ্ধহস্ত ৷

সম্প্রতি ব্রিটেনের একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ৷ সেখানেই পূর্বসূরী সম্পর্কে তোপ দাগেন তিনি (Shehbaz Sharif Slams Imran Khan) ৷ ওই সাক্ষাৎকারে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের অর্থনীতি (Pakistan Economy) ধ্বংস করার অভিযোগ তুলেছেন শাহবাজ শরিফ ৷

সম্প্রতি সাইফার অডিয়ো ফাঁস নিয়ে সরব হয়েছিলেন ইমরান খান ৷ সেই নিয়েই ইমরানকে সবচেয়ে বড় মিথ্যাবাদীর তকমা দিয়েছেন শাহবাজ ৷ প্রসঙ্গত, ক্ষমতাচ্যূত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন ইমরান ৷ মার্কিন মদতে তাঁর সরকার ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেছিলেন ৷

শাহবাজের দাবি, ইমরান ব্যক্তিগত স্বার্থে এই মিথ্যা অভিযোগ করেছিলেন ৷ এর জেরে সারা বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হয়েছে ৷ তাছাড়া পাকিস্তানের অর্থনীতি ধ্বংস নিয়েও ইমরান খানকেই কাঠগড়ায় তুলেছেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ইমরান খান ছিলেন পাকিস্তানের 22 তম প্রধানমন্ত্রী ৷ 2018 সালে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বিপুল জয় পায় ৷ তার পর 2018 সালের 18 অগস্ট তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ৷

কিন্তু চলতি বছর এপ্রিলেই তাঁর সরকার পড়ে যায় ৷ গত মার্চে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনে বিরোধীরা ৷ প্রায় মাসখানেক ধরে এই নিয়ে রাজনৈতিক নাটক চলে পাকিস্তানে ৷ প্রথমে ইমরানের পরামর্শনে ন্যাশনাল অ্য়াসেম্বলিই ভেঙে দেন ওই দেশের রাষ্ট্রপতি ৷ এর জেরে সাংবিধানিক সংকট তৈরি হয় ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে ৷

কিন্তু আদালতের নির্দেশে শেষ পর্যন্ত গত 10 এপ্রিল অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হয় ৷ হেরে যান ইমরান ৷ তাঁর প্রধানমন্ত্রিত্ব চলে যায় ৷ তিনিই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যাঁর পদ অনাস্থা ভোটে হারার যেন চলে গিয়েছে ৷

আরও পড়ুন : অডিয়ো ফাঁসের ঘটনায় জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.