পেশোয়ার, 30 মার্চ: গোত্র পরিবর্তন করেনি তালিবান ৷ তারা যে নিজেদের অবস্থানে অনড় এবং অটুট তা ফের একবের প্রমান করে দিল তালিবান ৷ আফগানিস্তানের পর এবার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে তারা ৷ অন্তত বৃহস্পতিবার ভোরে উত্তর-পশ্চিম পাকিস্তানে যেভাবে পুলিশের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা তাতে এই বিষয়টিই স্পষ্ট হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে হামলার পাশাপাশি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি বোমা মেরে উড়িয়ে দিল জঙ্গিরা ৷ ঘটনাস্থলে চার পুলিশ আধিকারীকের মৃত্য়ু হয়েছে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন। (Taliban attack in Pakistan, many police personnel dead)
জানা গিয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াতে একটি পুলিশ থানায় হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনাস্থলের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে পুলিশের একটি গাড়িতেও হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনাস্থলেই মৃত্য়ু হয় চার পুলিশ কর্মীর ৷ (many police personnel dead) অন্য়দিকে, থানায় হামলার ঘটনায় 6 পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। পুলিশ আধিকারীক আশফাক খান জানিয়েছেন, জঙ্গি এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের জন্য অনুসন্ধান চালাচ্ছে পুলিশ ৷
-
لکی مروت : تھانہ صدر پر دہشتگردوں کے حملے کی اطلاع ملتے ہی ڈی ایس پی لکی معہ پولیس نفری کے تھانہ صدر کی طرف روانہ ہوئے تو راستے میں پیروالا موڑ کے قریب IED بلاسٹ ہوا جس سے ڈی ایس پی اقبال مومند اور کانسٹیبلان وقار, علی مرجان اور کرامت اللہ شہادت کے عظیم مرتبے پر فائز ہوگئے. pic.twitter.com/hAFXyscQm8
— KP Police (@KP_Police1) March 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">لکی مروت : تھانہ صدر پر دہشتگردوں کے حملے کی اطلاع ملتے ہی ڈی ایس پی لکی معہ پولیس نفری کے تھانہ صدر کی طرف روانہ ہوئے تو راستے میں پیروالا موڑ کے قریب IED بلاسٹ ہوا جس سے ڈی ایس پی اقبال مومند اور کانسٹیبلان وقار, علی مرجان اور کرامت اللہ شہادت کے عظیم مرتبے پر فائز ہوگئے. pic.twitter.com/hAFXyscQm8
— KP Police (@KP_Police1) March 29, 2023لکی مروت : تھانہ صدر پر دہشتگردوں کے حملے کی اطلاع ملتے ہی ڈی ایس پی لکی معہ پولیس نفری کے تھانہ صدر کی طرف روانہ ہوئے تو راستے میں پیروالا موڑ کے قریب IED بلاسٹ ہوا جس سے ڈی ایس پی اقبال مومند اور کانسٹیبلان وقار, علی مرجان اور کرامت اللہ شہادت کے عظیم مرتبے پر فائز ہوگئے. pic.twitter.com/hAFXyscQm8
— KP Police (@KP_Police1) March 29, 2023
আরও পড়ুন: প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে প্রশ্ন ! ফাটল পাক বিচারব্যবস্থায়
দুটি হামলারই দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান জঙ্গিরা। সূত্রের খবর, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী ইদানিং পাকিস্তানে হামলার মাত্রা বাড়িয়েছে। সরকারি সূত্রে খবর, 2021 সালে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই টিটিপি উৎসাহিত হয়েছে ৷ পাশাপাশি তালিবান দখলের পর থেকে অনেক টিটিপি নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয়ও পেয়েছেন। প্রসঙ্গত, এর আগে টিটিপির সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল পাকিস্তান সরকারের ৷ আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ফের পাকিস্তানে মাথাচাড়া দিয়ে উঠেছে টিটিপি ৷ এমনকি তারা চুক্তি ভেঙেছে বলেও অভিযোগ উঠেছে ৷