ETV Bharat / international

Bilawal on Pakistani economy: আর্থিক দুরবস্থা থেকে সন্ত্রাসবাদ-ঝড়ের মধ্যে দিয়ে চলেছে পাকিস্তান, মানলেন বিদেশমন্ত্রী

অর্থনৈতিক, প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি সন্ত্রাসবাদে বিপর্যস্ত পাকিস্তান (Bilawal on Pakistani economy) ৷ সংবাদ সংস্থা এপি-কে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করলেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ৷

Bilawal on Pakistani economy
Bilawal on Pakistani economy
author img

By

Published : Mar 10, 2023, 10:47 AM IST

নিউ ইয়র্ক, 10 মার্চ: পাকিস্তান এই মুহূর্তে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে (Pakistan in Perfect Storm of Crisis) ৷ বৃহস্পতিবার সংবাদসংস্থা এপি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) ৷ অর্থনৈতিক সমস্যা, বন্যা বিপর্যয় এবং সেই সঙ্গে সন্ত্রাসবাদ-সব মিলিয়ে পাকিস্তান কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে তিনি জানান ৷ আর এর জন্য তিনি দায়ী করেছেন, আফগানিস্তানে তালিবানের শাসনকে ৷ তালিবান আফগানিস্তান দখলের পরেই পাকিস্তানে সন্ত্রাসের ঘটনা বেড়েছে বলে দাবি করেছেন ভুট্টো ৷

পাকিস্তানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির কথায়, অন্য দেশের মতো পাকিস্তানও, মেরুকরণ এবং বিভাজনের রাজনীতির শিকার ৷ পাকিস্তানের এই বেহাল অবস্থায় নগদ অর্থ সাহায্য প্রয়োজন বলে বিলাওয়াল মনে করেন ৷ তবে, সেই সঙ্গে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সমালোচনাও করেছেন বিদেশমন্ত্রী ৷ ফেব্রুয়ারি মাসে 2019 সালের চুক্তির শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের 6 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য আটকে দেওয়া হয়েছে ৷ আর এর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা ইমরান খানকে দায়ী করেছেন বিলাওয়াল ৷

পাকিস্তানের সরকারি আধিকারিকরা জানিয়েছেন, আইএমএফ-এর তরফে তাদের একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেখানে গরিব মানুষদের উপর বোঝা না বাড়িয়ে কর সংগ্রহ ও তার হার বাড়াতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে ভর্তুকির পরিমাণও কমাতে বলেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ৷ ভুট্টো জানিয়েছেন, যাঁরা বেশি কর দিতে পারবেন, তাঁদের উপর কর বাড়াতে চায় সরকার ৷ কিন্তু, তাতেও গত 23টি আইএমএফ প্রোগ্রামের অংশ হিসেবে পাকিস্তানের কর পরিকাঠামো সংশোধন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো জারদারি ৷

আরও পড়ুন: পাকিস্তানের উস্কানিতে সামরিক জবাব দেবে ভারত, মার্কিন গোয়েন্দার রিপোর্ট

তিনি বলেন, "আমরা এই মুহূর্তে আবহাওয়ার যে বিপর্যয়ে ভুগছি, তাতে কি আমাদের পক্ষে কর নীতি ও সংগ্রহের পরিমাণ বাড়ানো সম্ভব ? আইএমএফ পাকিস্তানের সঙ্গে এটা ঠিক করছে না ৷ এমনকী পাকিস্তানে পশ্চিম আফগানিস্তান থেকে আশা 1 লক্ষ রিফিউজি সমস্যার সঙ্গেও লড়াই করছে ৷ সেই সঙ্গে বাড়তে থাকা সন্ত্রাসবাদ আমাদের সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে ৷"

নিউ ইয়র্ক, 10 মার্চ: পাকিস্তান এই মুহূর্তে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে (Pakistan in Perfect Storm of Crisis) ৷ বৃহস্পতিবার সংবাদসংস্থা এপি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) ৷ অর্থনৈতিক সমস্যা, বন্যা বিপর্যয় এবং সেই সঙ্গে সন্ত্রাসবাদ-সব মিলিয়ে পাকিস্তান কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে তিনি জানান ৷ আর এর জন্য তিনি দায়ী করেছেন, আফগানিস্তানে তালিবানের শাসনকে ৷ তালিবান আফগানিস্তান দখলের পরেই পাকিস্তানে সন্ত্রাসের ঘটনা বেড়েছে বলে দাবি করেছেন ভুট্টো ৷

পাকিস্তানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির কথায়, অন্য দেশের মতো পাকিস্তানও, মেরুকরণ এবং বিভাজনের রাজনীতির শিকার ৷ পাকিস্তানের এই বেহাল অবস্থায় নগদ অর্থ সাহায্য প্রয়োজন বলে বিলাওয়াল মনে করেন ৷ তবে, সেই সঙ্গে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সমালোচনাও করেছেন বিদেশমন্ত্রী ৷ ফেব্রুয়ারি মাসে 2019 সালের চুক্তির শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের 6 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য আটকে দেওয়া হয়েছে ৷ আর এর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা ইমরান খানকে দায়ী করেছেন বিলাওয়াল ৷

পাকিস্তানের সরকারি আধিকারিকরা জানিয়েছেন, আইএমএফ-এর তরফে তাদের একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেখানে গরিব মানুষদের উপর বোঝা না বাড়িয়ে কর সংগ্রহ ও তার হার বাড়াতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে ভর্তুকির পরিমাণও কমাতে বলেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ৷ ভুট্টো জানিয়েছেন, যাঁরা বেশি কর দিতে পারবেন, তাঁদের উপর কর বাড়াতে চায় সরকার ৷ কিন্তু, তাতেও গত 23টি আইএমএফ প্রোগ্রামের অংশ হিসেবে পাকিস্তানের কর পরিকাঠামো সংশোধন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো জারদারি ৷

আরও পড়ুন: পাকিস্তানের উস্কানিতে সামরিক জবাব দেবে ভারত, মার্কিন গোয়েন্দার রিপোর্ট

তিনি বলেন, "আমরা এই মুহূর্তে আবহাওয়ার যে বিপর্যয়ে ভুগছি, তাতে কি আমাদের পক্ষে কর নীতি ও সংগ্রহের পরিমাণ বাড়ানো সম্ভব ? আইএমএফ পাকিস্তানের সঙ্গে এটা ঠিক করছে না ৷ এমনকী পাকিস্তানে পশ্চিম আফগানিস্তান থেকে আশা 1 লক্ষ রিফিউজি সমস্যার সঙ্গেও লড়াই করছে ৷ সেই সঙ্গে বাড়তে থাকা সন্ত্রাসবাদ আমাদের সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.