ETV Bharat / international

ইমরান খানের মনোনয়ন বাতিল, জানাল পাকিস্তানের নির্বাচন কমিশন

Imran Khan: পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়তে পারবেন না ইমরান খান ৷ শনিবার জানিয়ে দিয়েছে সেদেশের নির্বাচন কমিশন ৷ দুর্নীতির মামলায় সাজা হওয়ায় তাঁর নির্বাচনে লড়ার উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা ছিল ৷ তার পরও তিনি মনোনয়ন পেশ করেছিলেন ৷

Imran Khan
Imran Khan
author img

By ANI

Published : Dec 30, 2023, 7:47 PM IST

ইসলামাবাদ, 30 ডিসেম্বর: আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন ৷ সেই নির্বাচনে লড়তে পারবেন না ইমরান খান ৷ কারণ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর এই নেতার মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছে ৷ শনিবার পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে বিষয়টি জানানো হয়েছে ৷ ফলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এটা একটা বড় ধাক্কা ৷ শনিবার ইমরানের মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে খবরটি করেছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল ৷

জিও নিউজ জানিয়েছে, জেলবন্দি ইমরানকে এবার নির্বাচনে লড়াইর জন্য অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল ৷ তার পরও গত শুক্রবার তিনি মিয়াঁওয়ালি আসনের জন্য মনোনয়ন পেশ করেন ৷ তাঁর হয়ে মনোনয়ন জমা দেন পিটিআই-এর নেতা উমর বোদলা৷ কিন্তু সেই মনোনয়নপত্রও বাতিল হয়ে গেল ৷

পাকিস্তানের একমাত্র ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান অনাস্থা ভোটে হেরে 2022 সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ হারান ৷ তার পর একের পর সংকট ঘনিয়ে এসেছে তাঁর রাজনৈতিক জীবনে ৷ তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ 2018 থেকে 2022 প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি উপহার বিক্রি করে দেওয়ার অভিযোগে গত 5 অগস্ট তাঁকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত ৷

ওই সাজার ফলে আগামী পাঁচ বছর পাকিস্তানে কোনও নির্বাচনে লড়তে পারবেন না ইমরান ৷ আদালতের এই নির্দেশের বিরুদ্ধে তিনি ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ৷ কিন্তু হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয় ৷ এর পর তাঁর দলের তরফে আবেদন করা হয় পাকিস্তানের সুপ্রিম কোর্টে ৷ এদিকে জিও নিউজের খবর অনুযায়ী, এ দিন সুপ্রিম কোর্ট একটি মামলায় জামিন দিয়েছে ইমরানকে ৷ কিন্তু অন্য মামলার কারণে তাঁর পক্ষে এখনই জেলের বাইরে আসা সম্ভব নয় ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন:

  1. দেশের গোপন আইন লঙ্ঘন, সাইফার মামলায় অভিযুক্ত হলেন ইমরান খান
  2. তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের জেল ইমরানের, সাজা ঘোষণা হতেই গ্রেফতার ‘কাপ্তান’
  3. সাইফার মামলায় 13 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত ইমরান খানের

ইসলামাবাদ, 30 ডিসেম্বর: আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন ৷ সেই নির্বাচনে লড়তে পারবেন না ইমরান খান ৷ কারণ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর এই নেতার মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছে ৷ শনিবার পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে বিষয়টি জানানো হয়েছে ৷ ফলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এটা একটা বড় ধাক্কা ৷ শনিবার ইমরানের মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে খবরটি করেছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল ৷

জিও নিউজ জানিয়েছে, জেলবন্দি ইমরানকে এবার নির্বাচনে লড়াইর জন্য অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল ৷ তার পরও গত শুক্রবার তিনি মিয়াঁওয়ালি আসনের জন্য মনোনয়ন পেশ করেন ৷ তাঁর হয়ে মনোনয়ন জমা দেন পিটিআই-এর নেতা উমর বোদলা৷ কিন্তু সেই মনোনয়নপত্রও বাতিল হয়ে গেল ৷

পাকিস্তানের একমাত্র ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান অনাস্থা ভোটে হেরে 2022 সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ হারান ৷ তার পর একের পর সংকট ঘনিয়ে এসেছে তাঁর রাজনৈতিক জীবনে ৷ তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ 2018 থেকে 2022 প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি উপহার বিক্রি করে দেওয়ার অভিযোগে গত 5 অগস্ট তাঁকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত ৷

ওই সাজার ফলে আগামী পাঁচ বছর পাকিস্তানে কোনও নির্বাচনে লড়তে পারবেন না ইমরান ৷ আদালতের এই নির্দেশের বিরুদ্ধে তিনি ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ৷ কিন্তু হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয় ৷ এর পর তাঁর দলের তরফে আবেদন করা হয় পাকিস্তানের সুপ্রিম কোর্টে ৷ এদিকে জিও নিউজের খবর অনুযায়ী, এ দিন সুপ্রিম কোর্ট একটি মামলায় জামিন দিয়েছে ইমরানকে ৷ কিন্তু অন্য মামলার কারণে তাঁর পক্ষে এখনই জেলের বাইরে আসা সম্ভব নয় ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন:

  1. দেশের গোপন আইন লঙ্ঘন, সাইফার মামলায় অভিযুক্ত হলেন ইমরান খান
  2. তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের জেল ইমরানের, সাজা ঘোষণা হতেই গ্রেফতার ‘কাপ্তান’
  3. সাইফার মামলায় 13 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত ইমরান খানের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.