ETV Bharat / international

Hindu Temple in New Jersey: নিউ জার্সির অক্ষরধাম! বিশ্বের অন্যতম বড় হিন্দু মন্দির; উদ্বোধন অক্টোবরে - অক্ষরধাম মন্দির

মার্কিন মুলুকের নিউ জার্সিতে বিশাল হিন্দু মন্দির আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় ৷ বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দু মন্দির রয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাটে ৷ তারপরেই নিউ জার্সির এই অক্ষরধাম মন্দির ৷ উদ্বোধন হবে অক্টোবরেই ৷

ETV Bharat
বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দু মন্দির নিউ জার্সিতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 2:50 PM IST

রবিন্সভিল (আমেরিকা), 24 সেপ্টেম্বর: ভারতের বাইরে বিশ্বের সম্ভবত সবচেয়ে বড় হিন্দু মন্দির! হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এই মন্দিরের উদ্বোধন হবে 8 অক্টোবর ৷ নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে প্রায় 90 কিমি দূরে অবস্থিত এই হিন্দু বিএপিস স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির ৷ আবার ওয়াশিংটন ডিসির 289 কিমি উত্তরে ছোট্ট রবিন্সভিল টাউনশিপে তৈরি হয়েছে এই মন্দির ৷

অক্ষরধাম নামেই পরিচিত এই মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে 8 অক্টোবর ৷ 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা 12 বছর ধরে এই মন্দির নির্মাণের কাজ চলেছে ৷ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে 12 হাজার 500 স্বেচ্ছাসেবী এই মন্দির গড়ার কাজে হাত লাগিয়েছে ৷ হাজারে হাজারে হিন্দু পুণ্যার্থী তো বটেই, অন্য ধর্মের মানুষও এই মন্দিরে আসেন ৷ 183 একর জমির উপর নির্মিত অক্ষরধামের আয়তন 255 ফুট x 345 ফুট x 191 ফুট ৷ মন্দিরটির গায়ে 10 হাজার মূর্তি খোদাই করা হয়েছে ৷ এতে ভারতের প্রাচীন ঐতিহ্য, বাদ্যযন্ত্র, নাচের বিভিন্ন ভঙ্গি ফুটিয়ে তুলেছেন শিল্পীরা ৷

সম্ভবত, কম্বোডিয়ার আঙ্কোরভাটের পর এই মন্দিরটি বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ৷ বারোশো শতকে নির্মিত আঙ্কোরভাট মন্দির চত্বরটির আয়তন 500 একরেরও বেশি ৷ বিশ্বে এটিই সবচেয়ে বড় হিন্দু মন্দির ৷ বর্তমানে এটি ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত ৷ ভারতের দিল্লিতে অক্ষরধাম মন্দিরটি 100 একরেরও বেশি পরিমাণ জমির উপর নির্মিত ৷ 2005 সালের নভেম্বর মাসে এই মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় ৷

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষরধামের এক সন্ন্যাসী জানান, অক্ষরধাম মন্দিরের প্রধান প্রমুখ স্বামী মহারাজ বিশ্বের পশ্চিমে একটি হিন্দু মন্দির তৈরির স্বপ্ন দেখেছিলেন ৷ সেই মন্দির শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, বা ভারতীয়দের জন্যও নয় বা কোনও একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্যও নয় ৷ পুরো দুনিয়ার মানুষের জন্য হবে মন্দিরটি ৷ সেখানে হিন্দুদের প্রাচীন রীতিনীতি তুলে ধরা হবে ৷

আরও পড়ুন: রবি ভোরে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ঋষি সুনাক-অক্ষতা মূর্তি

রবিন্সভিল (আমেরিকা), 24 সেপ্টেম্বর: ভারতের বাইরে বিশ্বের সম্ভবত সবচেয়ে বড় হিন্দু মন্দির! হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এই মন্দিরের উদ্বোধন হবে 8 অক্টোবর ৷ নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে প্রায় 90 কিমি দূরে অবস্থিত এই হিন্দু বিএপিস স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির ৷ আবার ওয়াশিংটন ডিসির 289 কিমি উত্তরে ছোট্ট রবিন্সভিল টাউনশিপে তৈরি হয়েছে এই মন্দির ৷

অক্ষরধাম নামেই পরিচিত এই মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে 8 অক্টোবর ৷ 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা 12 বছর ধরে এই মন্দির নির্মাণের কাজ চলেছে ৷ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে 12 হাজার 500 স্বেচ্ছাসেবী এই মন্দির গড়ার কাজে হাত লাগিয়েছে ৷ হাজারে হাজারে হিন্দু পুণ্যার্থী তো বটেই, অন্য ধর্মের মানুষও এই মন্দিরে আসেন ৷ 183 একর জমির উপর নির্মিত অক্ষরধামের আয়তন 255 ফুট x 345 ফুট x 191 ফুট ৷ মন্দিরটির গায়ে 10 হাজার মূর্তি খোদাই করা হয়েছে ৷ এতে ভারতের প্রাচীন ঐতিহ্য, বাদ্যযন্ত্র, নাচের বিভিন্ন ভঙ্গি ফুটিয়ে তুলেছেন শিল্পীরা ৷

সম্ভবত, কম্বোডিয়ার আঙ্কোরভাটের পর এই মন্দিরটি বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ৷ বারোশো শতকে নির্মিত আঙ্কোরভাট মন্দির চত্বরটির আয়তন 500 একরেরও বেশি ৷ বিশ্বে এটিই সবচেয়ে বড় হিন্দু মন্দির ৷ বর্তমানে এটি ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত ৷ ভারতের দিল্লিতে অক্ষরধাম মন্দিরটি 100 একরেরও বেশি পরিমাণ জমির উপর নির্মিত ৷ 2005 সালের নভেম্বর মাসে এই মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় ৷

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষরধামের এক সন্ন্যাসী জানান, অক্ষরধাম মন্দিরের প্রধান প্রমুখ স্বামী মহারাজ বিশ্বের পশ্চিমে একটি হিন্দু মন্দির তৈরির স্বপ্ন দেখেছিলেন ৷ সেই মন্দির শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, বা ভারতীয়দের জন্যও নয় বা কোনও একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্যও নয় ৷ পুরো দুনিয়ার মানুষের জন্য হবে মন্দিরটি ৷ সেখানে হিন্দুদের প্রাচীন রীতিনীতি তুলে ধরা হবে ৷

আরও পড়ুন: রবি ভোরে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ঋষি সুনাক-অক্ষতা মূর্তি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.