ওয়াশিংটন ও নয়াদিল্লি, 29 নভেম্বর: গত এক বছরে এক লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়াকে ভিসা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ভিসা পরিষেবার শীর্ষ আধিকারিক জুলি স্টাফ্ট একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, গত বছর ভিসা মঞ্জুর করতে ভারতে আমেরিকার দূতাবাস সপ্তাহে 6-7 দিন ধরে কাজ করেছে ৷ পড়ুয়ারা যেন ক্লাস শুরুর আগে তাঁদের ইন্টারভিউ পর্ব মেটাতে পারেন ৷ তাই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে 1 লক্ষ 40 হাজারেরও বেশি ভিসা দিয়েছে বাইডেন প্রশাসন ৷
ভারত থেকে আমেরিকায় পড়তে যাওয়ার চাহিদা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে ৷ আর সেই চাহিদাকে বাস্তবায়িত করতে আমেরিকাও ভিসা দেওয়ার বিষয়ে মনোনিবেশ করেছে ৷ এই প্রসঙ্গে শীর্ষ আধিকারিক জুলি বলেন, "এই বছর আমরা যা করেছি, তার জন্য আমরা সত্যিই গর্বিত ৷ ইতিহাসে হয়তো এই প্রথমবার, আমরা ভারতে 10 লক্ষ ভিসা দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছি ৷ আমরা সেই লক্ষ্যমাত্রা পূর্ণ করেছি ৷ আর নির্ধারিত সময়ের বেশ কয়েক মাস আগেই তা হয়েছে৷ তাই সংখ্যাটাও বাড়বে ৷"
তিনি আরও জানান, এই বছর ভারত থেকে বহু পড়ুয়া আমেরিকায় পড়তে যাওয়ার আবেদন জানিয়েছে ৷ এছাড়া বহু কর্মীও এই তালিকায় রয়েছেন ৷ এই সংখ্যা রেকর্ড গড়েছে ৷ জুলি বলেন, "ভারতের যে সব পড়ুয়ারা আমেরিকায় যেতে চান, তাঁদের ভিসা দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে ৷ আমেরিকায় বাইরের বহু দেশ থেকে পড়ুয়ারা পড়তে আসে ৷ ভারত এখন সেই তালিকায় সবার আগে ৷ পড়ুয়া ছাড়া অন্য ক্যাটেগরিতেও ভারতে ভিসা দেওয়া হচ্ছে ৷ আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ৷ আবার এমনও অনেক কেস আছে, যেখানে পড়ুয়াদের ইন্টারভিউ বাতিল হয়ে গিয়েছে ৷ তাই যে সব ভারতীয়রা আগে আমেরিকায় গিয়েছেন এবং আবার এখন যেতে চান, তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে না ৷"
গত বছর আমেরিকা ভারতীয় পড়ুয়াদের রেকর্ড সংখ্যক 1 লক্ষ 40 হাজার ভিসা মঞ্জুর করেছে ৷ এই প্রসঙ্গে জুলি বলেন, "পড়ুয়াদের জন্য সপ্তাহে 6-7 দিন কাজ করেছি আমরা ৷ আমরা চাই, প্রত্যেকে যেন সুযোগ পায় ৷"
আরও পড়ুন: