ETV Bharat / international

ভারত-আমেরিকা সম্পর্ক! গত এক বছরে প্রায় দেড় লক্ষ পড়ুয়ার ভিসা মঞ্জুর বাইডেন প্রশাসনের

US issued record 140K visas to Indian students: ভারত থেকে বিপুল সংখ্যক পড়ুয়া আমেরিকায় পড়তে যান ৷ গত বছর 1 লক্ষ 40 হাজার পড়ুয়ার ভিসা মঞ্জুর করেছে ভারতে আমেরিকার দূতাবাস ৷

ETV Bharat
প্রতি বছর বহু ভারতীয় আমেরিকায় পড়তে যান
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 11:17 AM IST

ওয়াশিংটন ও নয়াদিল্লি, 29 নভেম্বর: গত এক বছরে এক লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়াকে ভিসা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ভিসা পরিষেবার শীর্ষ আধিকারিক জুলি স্টাফ্ট একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, গত বছর ভিসা মঞ্জুর করতে ভারতে আমেরিকার দূতাবাস সপ্তাহে 6-7 দিন ধরে কাজ করেছে ৷ পড়ুয়ারা যেন ক্লাস শুরুর আগে তাঁদের ইন্টারভিউ পর্ব মেটাতে পারেন ৷ তাই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে 1 লক্ষ 40 হাজারেরও বেশি ভিসা দিয়েছে বাইডেন প্রশাসন ৷

ভারত থেকে আমেরিকায় পড়তে যাওয়ার চাহিদা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে ৷ আর সেই চাহিদাকে বাস্তবায়িত করতে আমেরিকাও ভিসা দেওয়ার বিষয়ে মনোনিবেশ করেছে ৷ এই প্রসঙ্গে শীর্ষ আধিকারিক জুলি বলেন, "এই বছর আমরা যা করেছি, তার জন্য আমরা সত্যিই গর্বিত ৷ ইতিহাসে হয়তো এই প্রথমবার, আমরা ভারতে 10 লক্ষ ভিসা দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছি ৷ আমরা সেই লক্ষ্যমাত্রা পূর্ণ করেছি ৷ আর নির্ধারিত সময়ের বেশ কয়েক মাস আগেই তা হয়েছে৷ তাই সংখ্যাটাও বাড়বে ৷"

তিনি আরও জানান, এই বছর ভারত থেকে বহু পড়ুয়া আমেরিকায় পড়তে যাওয়ার আবেদন জানিয়েছে ৷ এছাড়া বহু কর্মীও এই তালিকায় রয়েছেন ৷ এই সংখ্যা রেকর্ড গড়েছে ৷ জুলি বলেন, "ভারতের যে সব পড়ুয়ারা আমেরিকায় যেতে চান, তাঁদের ভিসা দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে ৷ আমেরিকায় বাইরের বহু দেশ থেকে পড়ুয়ারা পড়তে আসে ৷ ভারত এখন সেই তালিকায় সবার আগে ৷ পড়ুয়া ছাড়া অন্য ক্যাটেগরিতেও ভারতে ভিসা দেওয়া হচ্ছে ৷ আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ৷ আবার এমনও অনেক কেস আছে, যেখানে পড়ুয়াদের ইন্টারভিউ বাতিল হয়ে গিয়েছে ৷ তাই যে সব ভারতীয়রা আগে আমেরিকায় গিয়েছেন এবং আবার এখন যেতে চান, তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে না ৷"

গত বছর আমেরিকা ভারতীয় পড়ুয়াদের রেকর্ড সংখ্যক 1 লক্ষ 40 হাজার ভিসা মঞ্জুর করেছে ৷ এই প্রসঙ্গে জুলি বলেন, "পড়ুয়াদের জন্য সপ্তাহে 6-7 দিন কাজ করেছি আমরা ৷ আমরা চাই, প্রত্যেকে যেন সুযোগ পায় ৷"

আরও পড়ুন:

  1. চাকরির ক্ষেত্রে ভিসা-নীতিতে বদল মার্কিন যুক্তরাষ্ট্রের
  2. 'মৃত্যুর কোনও ভিসা লাগে না'- সলমন ঘনিষ্ঠ বলেই পাঞ্জাবি গায়ক গিপ্পির বাড়ি লক্ষ্য করে গুলি!
  3. চাকরির খোঁজে গিয়ে দুবাইয়ে বন্দি উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের 5 যুবক, ভিডিয়ো বার্তায় সাহায্যের আর্জি

ওয়াশিংটন ও নয়াদিল্লি, 29 নভেম্বর: গত এক বছরে এক লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়াকে ভিসা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ভিসা পরিষেবার শীর্ষ আধিকারিক জুলি স্টাফ্ট একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, গত বছর ভিসা মঞ্জুর করতে ভারতে আমেরিকার দূতাবাস সপ্তাহে 6-7 দিন ধরে কাজ করেছে ৷ পড়ুয়ারা যেন ক্লাস শুরুর আগে তাঁদের ইন্টারভিউ পর্ব মেটাতে পারেন ৷ তাই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে 1 লক্ষ 40 হাজারেরও বেশি ভিসা দিয়েছে বাইডেন প্রশাসন ৷

ভারত থেকে আমেরিকায় পড়তে যাওয়ার চাহিদা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে ৷ আর সেই চাহিদাকে বাস্তবায়িত করতে আমেরিকাও ভিসা দেওয়ার বিষয়ে মনোনিবেশ করেছে ৷ এই প্রসঙ্গে শীর্ষ আধিকারিক জুলি বলেন, "এই বছর আমরা যা করেছি, তার জন্য আমরা সত্যিই গর্বিত ৷ ইতিহাসে হয়তো এই প্রথমবার, আমরা ভারতে 10 লক্ষ ভিসা দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছি ৷ আমরা সেই লক্ষ্যমাত্রা পূর্ণ করেছি ৷ আর নির্ধারিত সময়ের বেশ কয়েক মাস আগেই তা হয়েছে৷ তাই সংখ্যাটাও বাড়বে ৷"

তিনি আরও জানান, এই বছর ভারত থেকে বহু পড়ুয়া আমেরিকায় পড়তে যাওয়ার আবেদন জানিয়েছে ৷ এছাড়া বহু কর্মীও এই তালিকায় রয়েছেন ৷ এই সংখ্যা রেকর্ড গড়েছে ৷ জুলি বলেন, "ভারতের যে সব পড়ুয়ারা আমেরিকায় যেতে চান, তাঁদের ভিসা দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে ৷ আমেরিকায় বাইরের বহু দেশ থেকে পড়ুয়ারা পড়তে আসে ৷ ভারত এখন সেই তালিকায় সবার আগে ৷ পড়ুয়া ছাড়া অন্য ক্যাটেগরিতেও ভারতে ভিসা দেওয়া হচ্ছে ৷ আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ৷ আবার এমনও অনেক কেস আছে, যেখানে পড়ুয়াদের ইন্টারভিউ বাতিল হয়ে গিয়েছে ৷ তাই যে সব ভারতীয়রা আগে আমেরিকায় গিয়েছেন এবং আবার এখন যেতে চান, তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে না ৷"

গত বছর আমেরিকা ভারতীয় পড়ুয়াদের রেকর্ড সংখ্যক 1 লক্ষ 40 হাজার ভিসা মঞ্জুর করেছে ৷ এই প্রসঙ্গে জুলি বলেন, "পড়ুয়াদের জন্য সপ্তাহে 6-7 দিন কাজ করেছি আমরা ৷ আমরা চাই, প্রত্যেকে যেন সুযোগ পায় ৷"

আরও পড়ুন:

  1. চাকরির ক্ষেত্রে ভিসা-নীতিতে বদল মার্কিন যুক্তরাষ্ট্রের
  2. 'মৃত্যুর কোনও ভিসা লাগে না'- সলমন ঘনিষ্ঠ বলেই পাঞ্জাবি গায়ক গিপ্পির বাড়ি লক্ষ্য করে গুলি!
  3. চাকরির খোঁজে গিয়ে দুবাইয়ে বন্দি উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের 5 যুবক, ভিডিয়ো বার্তায় সাহায্যের আর্জি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.