ETV Bharat / international

Nobel Prize 2023: সুবিশাল কর্মজীবনে সমৃদ্ধ হয়েছে লেখালেখির জগৎ, সাহিত্যে নোবেল পেলেন জন ফসে

তাঁর বিশাল কর্মজীবন নরওয়েজিয়ান নাইনর্স্কে লেখা এবং নাটক, উপন্যাস, কবিতার সংকলন, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদের সমন্বয়ে বিভিন্ন ধরনের ধারায় সমৃদ্ধ।

Nobel Prize 2023
সাহিত্যে নোবেল পেলেন জন ফসে
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 4:44 PM IST

Updated : Oct 5, 2023, 5:51 PM IST

স্টকহোম, 5 অক্টোবর: উল্লেখযোগ্য অবদানের জন্য বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন সাহিত্যিক জন ফসে ৷ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় । নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, সাহিত্যে তাঁর অবদান, শিশুদের বিভিন্ন না-জানা গল্প ও অনুবাদে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হল । হেনরিক ইবসেনের পর নরওয়ের সাহিত্যে তাঁকেই জনপ্রিয়তম সাহিত্যিক হিসেবে ধরা হয় ৷

তাঁর প্রথম উপন্যাস, রডট স্ভার্ট 1983 সালে প্রকাশিত হয় । তাঁর প্রথম নাটক, ওজি আলদ্রি স্কাল ভি স্কিলডাস্ত (আমরা আর আলাদা হব না), 1994 সালে প্রকাশিত হয় । ফসে উপন্যাস, ছোট গল্প, কবিতা, শিশুদের বই, প্রবন্ধ এবং নাটক লিখেছেন । তাঁর কাজ চল্লিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে ।

  • This year’s literature laureate Jon Fosse writes novels heavily pared down to a style that has come to be known as ‘Fosse minimalism’.

    This can be seen in his second novel ‘Stengd gitar’ (1985), when Fosse presents us with a harrowing variation on one of his major themes, the… pic.twitter.com/5v1fQ6C6CJ

    — The Nobel Prize (@NobelPrize) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নোবেল কমিটি আজ এই ঘোষণা করে বলেছে, "সাহিত্যে এই বছরের নোবেল পুরস্কার বিজয়ী জন ফস ৷ তিনি 1959 সালে নরওয়েজিয়ান পশ্চিম উপকূলে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বিশাল কর্মজীবন নরওয়েজিয়ান নাইনর্স্কে লেখা এবং নাটক, উপন্যাস, কবিতার সংকলন, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদের সমন্বয়ে বিভিন্ন ধরনের ধারা বিস্তৃত ৷"

নোবেল প্রাপকদের 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার (এক মিলিয়ন মার্কিন ডলার) নগদ পুরস্কার দেওয়া হয় । এই পুরস্কারের স্রষ্টা তথা সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে পুরস্কার মূল্য দেওয়া হয় ৷ 1896 সালে প্রয়াত হন আলফ্রেড নোবেল ৷ সুইডিশ মুদ্রার মূল্যহ্রাসের কারণে এই বছর পুরস্কারের অর্থ এক মিলিয়ন ক্রোনার বাড়ানো হয়েছে । বিজয়ীদের 10 ডিসেম্বর নোবেলের মৃত্যুবার্ষিকীতে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কারটি অসলোতে তাঁর ইচ্ছা অনুযায়ী হস্তান্তর করা হয়, অন্য পুরস্কার অনুষ্ঠানটি স্টকহোমে অনুষ্ঠিত হয় ।

আরও পড়ুন: কোয়ান্টাম ডটসের আবিষ্কার, রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর

একনজরে জন ফসে’র পুরস্কার:

  • অ্যাসেহগ পুরস্কার (1997 সাল)
  • নাইনর্স্ক সাহিত্য পুরস্কার (1998 সাল)
  • ডবলগ পুরস্কার (1999 সাল)
  • নর্স্ক কুলটারাডস অ্যারেসপ্রিস (2003 সাল)
  • নাইনর্স্ক সাহিত্য পুরস্কার (2003 সাল)
  • ফ্রান্সের অর্ডর ন্যাশনাল ডু মেরিটের শেভালিয়ার (2003)
  • ব্রেজ পুরস্কার (2005 সাল)
  • রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ সেন্ট ওলাভের কমান্ডার (2005 সাল)
  • সুইডিশ একাডেমি নর্ডিক পুরস্কার (2005 সাল)
  • ফেডারেল মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যাফেয়ার্সের ডয়চার জুজেন্ড লিটারটারপ্রিস (2007 সাল)
  • ইবসেন পুরস্কার (2010 সাল)
  • সাহিত্যের জন্য ইউরোপীয় পুরস্কার (2014 সাল)
  • নর্ডিক কাউন্সিল সাহিত্য পুরস্কার (2015 সাল)

স্টকহোম, 5 অক্টোবর: উল্লেখযোগ্য অবদানের জন্য বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন সাহিত্যিক জন ফসে ৷ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় । নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, সাহিত্যে তাঁর অবদান, শিশুদের বিভিন্ন না-জানা গল্প ও অনুবাদে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হল । হেনরিক ইবসেনের পর নরওয়ের সাহিত্যে তাঁকেই জনপ্রিয়তম সাহিত্যিক হিসেবে ধরা হয় ৷

তাঁর প্রথম উপন্যাস, রডট স্ভার্ট 1983 সালে প্রকাশিত হয় । তাঁর প্রথম নাটক, ওজি আলদ্রি স্কাল ভি স্কিলডাস্ত (আমরা আর আলাদা হব না), 1994 সালে প্রকাশিত হয় । ফসে উপন্যাস, ছোট গল্প, কবিতা, শিশুদের বই, প্রবন্ধ এবং নাটক লিখেছেন । তাঁর কাজ চল্লিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে ।

  • This year’s literature laureate Jon Fosse writes novels heavily pared down to a style that has come to be known as ‘Fosse minimalism’.

    This can be seen in his second novel ‘Stengd gitar’ (1985), when Fosse presents us with a harrowing variation on one of his major themes, the… pic.twitter.com/5v1fQ6C6CJ

    — The Nobel Prize (@NobelPrize) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নোবেল কমিটি আজ এই ঘোষণা করে বলেছে, "সাহিত্যে এই বছরের নোবেল পুরস্কার বিজয়ী জন ফস ৷ তিনি 1959 সালে নরওয়েজিয়ান পশ্চিম উপকূলে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বিশাল কর্মজীবন নরওয়েজিয়ান নাইনর্স্কে লেখা এবং নাটক, উপন্যাস, কবিতার সংকলন, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদের সমন্বয়ে বিভিন্ন ধরনের ধারা বিস্তৃত ৷"

নোবেল প্রাপকদের 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার (এক মিলিয়ন মার্কিন ডলার) নগদ পুরস্কার দেওয়া হয় । এই পুরস্কারের স্রষ্টা তথা সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে পুরস্কার মূল্য দেওয়া হয় ৷ 1896 সালে প্রয়াত হন আলফ্রেড নোবেল ৷ সুইডিশ মুদ্রার মূল্যহ্রাসের কারণে এই বছর পুরস্কারের অর্থ এক মিলিয়ন ক্রোনার বাড়ানো হয়েছে । বিজয়ীদের 10 ডিসেম্বর নোবেলের মৃত্যুবার্ষিকীতে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কারটি অসলোতে তাঁর ইচ্ছা অনুযায়ী হস্তান্তর করা হয়, অন্য পুরস্কার অনুষ্ঠানটি স্টকহোমে অনুষ্ঠিত হয় ।

আরও পড়ুন: কোয়ান্টাম ডটসের আবিষ্কার, রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর

একনজরে জন ফসে’র পুরস্কার:

  • অ্যাসেহগ পুরস্কার (1997 সাল)
  • নাইনর্স্ক সাহিত্য পুরস্কার (1998 সাল)
  • ডবলগ পুরস্কার (1999 সাল)
  • নর্স্ক কুলটারাডস অ্যারেসপ্রিস (2003 সাল)
  • নাইনর্স্ক সাহিত্য পুরস্কার (2003 সাল)
  • ফ্রান্সের অর্ডর ন্যাশনাল ডু মেরিটের শেভালিয়ার (2003)
  • ব্রেজ পুরস্কার (2005 সাল)
  • রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ সেন্ট ওলাভের কমান্ডার (2005 সাল)
  • সুইডিশ একাডেমি নর্ডিক পুরস্কার (2005 সাল)
  • ফেডারেল মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যাফেয়ার্সের ডয়চার জুজেন্ড লিটারটারপ্রিস (2007 সাল)
  • ইবসেন পুরস্কার (2010 সাল)
  • সাহিত্যের জন্য ইউরোপীয় পুরস্কার (2014 সাল)
  • নর্ডিক কাউন্সিল সাহিত্য পুরস্কার (2015 সাল)
Last Updated : Oct 5, 2023, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.