অস্টিন, 27 জুন: প্রয়াত নোবেলজয়ী বিজ্ঞানী জন গুডএনাফ ৷ লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পর্কিত গবেষণার জন্য তিনি বিশ্ববিখ্যাত ৷ রবিবার আমেরিকার অস্টিনে মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুকালে গুডএনাফের বয়স হয়েছিল 100 বছর ৷ সোমবার টেক্সাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জন গুডএনাফ একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ তিনি প্রায় 40 বছর ধরে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন ৷
2019 সালে জন গুডএনাফ রসায়নে নোবেল পুরস্কার পান ৷ এখনও পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি বয়সে নোবেল পেয়েছেন ৷ তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয় ব্রিটিশ বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী এম স্ট্যানলি হুইটিংহ্যাম এবং জাপানের আকিরা ইয়োশিনোকেও ৷ নোবেল পুরস্কার পেয়ে গুডএনাফ বলেছিলেন, "97 বছর বয়স পর্যন্ত বাঁচো ৷ তুমি অনেক কিছু করতে পারবে ৷"
বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন থেকে ট্যাবলেট, কম্পিউটার, এমনকী পেসমেকারেও লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয় ৷ এর নেপথ্যে অবদান জন গুডএনাফের ৷ তিনি এই ব্যাটারিকে রিচার্জেবল অর্থাৎ চার্জ দেওয়ার মতো করে বানিয়েছেন এবং এই ব্যাটারি সহজেই যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায় ৷ এই কাজ করতে এক দশকেরও বেশি সময় লেগেছে ৷
আরও পড়ুন: শেষের পথে অক্সিজেন, ক্ষীণ হচ্ছে টাইটানের যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা
তবে তাঁর এই গবেষণা যে বিপ্লব এনে দেবে তা ভাবেননি গুডএনাফ ৷ তিনি বলেছিলেন, "আমি ভেবেছিলাম, এটা ভালো হবে এবং কিছু জিনিসে সাহায্য করবে ৷ তবে কখনওই মাথায় আসেনি যে এটা ইলেকট্রনিক্স এবং অন্য সবকিছুতে বিপ্লব আনবে ৷"
1970 সালে বিজ্ঞানী হুইটিংহ্যাম প্রথম সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম নিয়ে কাজ শুরু করেন ৷ 1980 সালে তাঁর কাজকে ভিত্তি করে আরও গবেষণা করেন জন গুডএনাফ ৷ তবে তখনও পর্যন্ত ব্যাটারিটি বাণিজ্যিক ভাবে ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠেনি ৷ পরে বিজ্ঞানী ইয়োশিনো লিথিয়াম ব্যাটারি নিয়ে গবেষণা এগিয়ে নিয়ে যান ৷ তিনি লিথিয়াম আয়ন ব্যবহারের কথা ভাবেন ৷ 1991 সালে বিশ্বের বাজারে প্রথম হালকা, নিরাপদ, ব্যবহারযোগ্য এবং রিচার্জ করা যায়- এমন বাণিজ্যিক ব্যাটারি এল ৷ এখন এই ব্যাটারি জীবনের অঙ্গ হয়ে উঠেছে ৷
আরও পড়ুন: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ! জেনে নিন বিস্তারিত
1922 সালে জার্মানির জেনায় জন্মগ্রহণ করেন জন গুডএনাফ ৷ পরে আমেরিকায় পড়াশোনা করেন তিনি ৷ শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি ৷ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গবেষক হিসেবে তাঁর কর্মজীবনের শুরু ৷ তাঁর লিথিয়াম-আয়ন আবিষ্কারের পর জন গুডএনাফ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইনঅর্গানিক কেমিস্ট্রি ল্যাবরেটরি বিভাগের প্রধান করা হয় ৷ 1986 সালে তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ৷ নোবেল পুরস্কার প্রাপ্তির সময় পর্যন্ত জন গুনএনাফ গবেষণা, শিক্ষকতার মধ্যে দিয়ে দিন যাপন করেছেন ৷