ETV Bharat / international

সন্ধ্যায় ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ ! তল্লাশিতে যদিও মিলল না কিছুই - বিস্ফোরণের শব্দ

Blast near Israel Embassy: মঙ্গলবার সন্ধ্যায় ভারতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কিছু পায়নি বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ
author img

By PTI

Published : Dec 26, 2023, 9:13 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ইজরায়েলি দূতাবাসের আশেপাশে সন্দেহজনক কিছুই পেল না পুলিশ ৷ মঙ্গলবার বিকেল 5টা 30 মিনিটের কিছু পরে নয়াদিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় ৷ দিল্লি পুলিশকে ফোন করে কেউ বা কারা জানায়, দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়েছে ৷ তবে পুলিশ এবং ফরেনসিক দল সেখানে গিয়ে কিছুই পায়নি বলে জানা গিয়েছে ৷ তবে তল্লাশি জারি রয়েথে বলে জানিয়েছে পুলিশ ৷

এদিকে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে দাবি করেন নিকটবর্তী এক প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী তেজু ছেত্রী ৷ তিনি ভারতে ইজরায়েলের দূতাবাসের কাছে অবস্থিত সেন্ট্রাল হিন্দি ট্রেনিং ইনস্টিটিউটের নিরাপত্তারক্ষী ৷ তেজু ছেত্রী বলেন, "আমি 5টা নাগাদ এই বিস্ফোরণের শব্দ পাই ৷ আমি বাইরে বেরিয়ে এসে দেখি কাছেই একটি গাছ থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ খুব জোরে আওয়াজ হয়েছে ৷"

এই ঘটনা প্রসঙ্গে ইজরায়েল দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, "আমরা নিশ্চিত, 5টা 48 মিনিট নাগাদ দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণ হয় ৷ দিল্লি পুলিশ এবং তদন্তকারী দল এখনও পরিস্থিতি খতিয়ে দেখছে ৷"

  • #WATCH | Deputy Ambassador of Israel to India, Ohad Nakash Kaynar says, "This is evening several minutes after 5, an explosion occurred in close proximity of the Embassy. All our diplomats and workers are safe. Our security teams are working in full cooperation with local Delhi… pic.twitter.com/jqQSTJMgKQ

    — ANI (@ANI) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লির দমকল বাহিনীর আধিকারিক জানান, বিস্ফোরণ হয়েছে জানিয়ে 5টা 45 মিনিটে একটি ফোন আসে তাঁদের কাছে ৷ দিল্লি পুলিশের কন্ট্রোল রুম থেকে ফোনটি দমকল বাহিনীর কাছে পাঠানো হয় ৷ সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে দু'টি ইঞ্জিন পাঠায় ৷

ভারতে ইজরায়েলি দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসাডর ওহাদ নাকাশ কায়নার বলেন, "5টা বাজার বেশ কিছুক্ষণ পরের ঘটনা ৷ দূতাবাসের কাছেই একটা বিস্ফোরণ হয় ৷ আমাদের সব কূটনীতিক এবং কর্মীরা নিরাপদে আছেন ৷ আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা দলটি স্থানীয় দিল্লি পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করছে ৷ তারা তদন্ত করছে ৷"

আরও পড়ুন:

  1. বড়দিন সাজবে না বেথলেহেমের ম্যাঞ্জার স্কোয়ার, ইজরায়েল-হামাস যুদ্ধের প্রভাবে আপাতত স্তব্ধ যীশুর জন্মভূমি
  2. ইজরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু দেশেরই 3 বন্দির, অনুতপ্ত সেনা; প্রাণ গেল সাংবাদিকেরও
  3. যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ! 24 ঘণ্টায় গাজায় 166 জনকে হত্যা করেছে ইজরায়েল

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ইজরায়েলি দূতাবাসের আশেপাশে সন্দেহজনক কিছুই পেল না পুলিশ ৷ মঙ্গলবার বিকেল 5টা 30 মিনিটের কিছু পরে নয়াদিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় ৷ দিল্লি পুলিশকে ফোন করে কেউ বা কারা জানায়, দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়েছে ৷ তবে পুলিশ এবং ফরেনসিক দল সেখানে গিয়ে কিছুই পায়নি বলে জানা গিয়েছে ৷ তবে তল্লাশি জারি রয়েথে বলে জানিয়েছে পুলিশ ৷

এদিকে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে দাবি করেন নিকটবর্তী এক প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী তেজু ছেত্রী ৷ তিনি ভারতে ইজরায়েলের দূতাবাসের কাছে অবস্থিত সেন্ট্রাল হিন্দি ট্রেনিং ইনস্টিটিউটের নিরাপত্তারক্ষী ৷ তেজু ছেত্রী বলেন, "আমি 5টা নাগাদ এই বিস্ফোরণের শব্দ পাই ৷ আমি বাইরে বেরিয়ে এসে দেখি কাছেই একটি গাছ থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ খুব জোরে আওয়াজ হয়েছে ৷"

এই ঘটনা প্রসঙ্গে ইজরায়েল দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, "আমরা নিশ্চিত, 5টা 48 মিনিট নাগাদ দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণ হয় ৷ দিল্লি পুলিশ এবং তদন্তকারী দল এখনও পরিস্থিতি খতিয়ে দেখছে ৷"

  • #WATCH | Deputy Ambassador of Israel to India, Ohad Nakash Kaynar says, "This is evening several minutes after 5, an explosion occurred in close proximity of the Embassy. All our diplomats and workers are safe. Our security teams are working in full cooperation with local Delhi… pic.twitter.com/jqQSTJMgKQ

    — ANI (@ANI) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লির দমকল বাহিনীর আধিকারিক জানান, বিস্ফোরণ হয়েছে জানিয়ে 5টা 45 মিনিটে একটি ফোন আসে তাঁদের কাছে ৷ দিল্লি পুলিশের কন্ট্রোল রুম থেকে ফোনটি দমকল বাহিনীর কাছে পাঠানো হয় ৷ সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে দু'টি ইঞ্জিন পাঠায় ৷

ভারতে ইজরায়েলি দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসাডর ওহাদ নাকাশ কায়নার বলেন, "5টা বাজার বেশ কিছুক্ষণ পরের ঘটনা ৷ দূতাবাসের কাছেই একটা বিস্ফোরণ হয় ৷ আমাদের সব কূটনীতিক এবং কর্মীরা নিরাপদে আছেন ৷ আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা দলটি স্থানীয় দিল্লি পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করছে ৷ তারা তদন্ত করছে ৷"

আরও পড়ুন:

  1. বড়দিন সাজবে না বেথলেহেমের ম্যাঞ্জার স্কোয়ার, ইজরায়েল-হামাস যুদ্ধের প্রভাবে আপাতত স্তব্ধ যীশুর জন্মভূমি
  2. ইজরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু দেশেরই 3 বন্দির, অনুতপ্ত সেনা; প্রাণ গেল সাংবাদিকেরও
  3. যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ! 24 ঘণ্টায় গাজায় 166 জনকে হত্যা করেছে ইজরায়েল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.