ETV Bharat / international

Israel-Palestine War Pics: হামাসের বেনজির হামলায় যুদ্ধ চলছে ইজরায়েলে, শত্রুদের হুঁশিয়ারি নেতানইয়াহুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 7:42 PM IST

Israel-Palestine War Pictures: শনিবার ভোরে ইজরায়েলের উপর নজিরবিহীন হামলা চালাল হামাস জঙ্গিরা ৷ গাজা থেকে হামলার চালানোর সময় তারা ইজরায়েলে অনুপ্রবেশও করে ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু পালটা জবাব দিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন ৷ তিনি বলেন, তাঁর দেশে এই হামলা চালানোর জন্য শত্রুদের কঠিন মূল্য চোকাতে হবে ৷ এ দিনের হামলায় 22 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷

Israel-Palestine War Pics
যুদ্ধ চলছে ইজরায়েলে

জেরুজালেম, 7 অক্টোবর: গাজা উপত্যকার ক্ষমতাসীন হামাস জঙ্গি গোষ্ঠী শনিবার ভোরে ইজরায়েলের উপর নজিরবিহীন ও বহুমুখী হামলা চালাল ৷ আর এই হামলার সঙ্গে সঙ্গেই হাজার হাজার রকেট ছুড়তে ছুড়তে কয়েক ডজন হামাস জঙ্গি আকাশ, স্থল ও সমুদ্রপথে বেশ কয়েকটি স্থানে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে ।

আক্রমণ শুরু হওয়ার ছয় ঘণ্টা কেটে গেলেও হামাস জঙ্গিরা এখনও বেশ কয়েকটি ইজরায়েলি সম্প্রদায়ের সঙ্গে বন্দুকযুদ্ধ চালাচ্ছে, যা তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশ ৷ ইজরায়েলের জাতীয় উদ্ধার পরিষেবা বলেছে যে, এই হামলায় কমপক্ষে 22 জন নিহত হয়েছেন এবং কয়েকশো জন আহত ৷ এটি ইজরায়েলে এ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা ।

Israel-Palestine War Pics
পরপর হামলায় রণক্ষেত্র ইজরায়েল

দক্ষিণ ইজরায়েলের শহর বের্শেবার সোরোকা মেডিক্যাল সেন্টার জানিয়েছে যে, তারা কমপক্ষে 280 জন আহতের চিকিৎসা করছে, যাঁদের মধ্যে 60 জনের অবস্থা গুরুতর ।

Israel-Palestine War Pics
প্রাণভয়ে পালাচ্ছে মানুষ

গাজায় হতাহতের বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি, তবে অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা নিহত 15 জনের অন্ত্যেষ্টিক্রিয়া প্রত্যক্ষ করেছেন এবং স্থানীয় হাসপাতালে আরও আটটি মৃতদেহ আসতে দেখেছেন । তাঁরা যোদ্ধা নাকি বেসামরিক লোক তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট বোঝা যায়নি । সোশাল মিডিয়ায় ভরে হিয়েছে হামাস জঙ্গিদের কুচকাওয়াজ করার ভিডিয়ো ৷

Israel-Palestine War Pics
ইজরায়েলে জ্বলছে গাড়ি

হামাসের প্রকাশিত ভিডিয়োতে অন্তত তিনজন ইজরায়েলিকে জীবিত বন্দি করা হয়েছে বলে মনে করা হচ্ছে । সামরিক বাহিনী হতাহত বা অপহরণের বিষয়ে বিস্তারিত জানাতে চায়নি, কারণ তারা অনুপ্রবেশকারীদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে । ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, "আমরা যুদ্ধে আছি ৷" নেতানইয়াহু আরও বলেছেন যে, "শত্রুরা, এর অভূতপূর্ব মূল্য চোকাতে হবে ৷ ইজরায়েল এমন মাত্রার গোলাবর্ষণ করবে যা শত্রুরা জানে না ।" সে দেশের প্রধানমন্ত্রীর মতে, এই হামলার ঘটনা ইজরায়েলি ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলির মধ্যে অন্যতম ৷

Israel-Palestine War Pics
রকেট হামলায় ধ্বংসলীলা ইজরায়েলে

আরও পড়ুন: হামাসের রকেট হামলায় মৃত 22, সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করে দিল ইজরায়েল; শোকপ্রকাশ মোদির

ইজরায়েলি উদ্ধারকারী পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম অন্তত 16 জনের মৃত্যুর খবর দিয়েছে, যার মধ্যে একজন 60 বছরের বৃদ্ধার উপর গাজা থেকে ছোড়া রকেটে সরাসরি আঘাত করলে তাঁর মৃত্যু হয় । আরও দুজনের অবস্থা আশংকাজনক ।

Israel-Palestine War Pics
যুদ্ধ চলছে ইজরায়েলে

উভয় পক্ষের আরও অনেকের হতাহতের খবর পাওয়া গিয়েছে ৷ তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রকাশ করেনি । ইজরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইজরায়েলে কয়েক ডজন লোক হাসপাতালে ভর্তি হয়েছেন । প্রায় 2,500টি রকেট হামলার পালটা জবাব দিয়ে ইজরায়েলি সামরিক বাহিনীও গাজায় আঘাত হানে ৷ তারা প্রায় 80 কিলোমিটার (50 মাইল) দূরে তেল আবিব এবং জেরুজালেম পর্যন্ত উত্তরে বিমান হামলা চালাতে থাকে ৷

Israel-Palestine War Pics
হামাসের বেনজির হামলা ইজরায়েলে

ইজরায়েল বলেছে যে, তাদের বাহিনী কমপক্ষে সাতটি জায়গায় অনুপ্রবেশকারী হামাস জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত ছিল । ইজরায়েলি সেনা জানিয়েছে, যোদ্ধারা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করে লুকিয়েছিল এবং প্যারাগ্লাইডার দিয়ে আকাশ ও সমুদ্রপথে ইজরায়েলে আক্রমণ করেছিল ৷

Israel-Palestine War Pics
ইজরায়েলে হামলা হামাস জঙ্গিদের

গাজা সীমান্তে কয়েক সপ্তাহের উত্তেজনার পরিবেশই হামাসকে আক্রমণে প্ররোচিত করে কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় । হামাসের সামরিক শাখার নেতা মহম্মদ ডেইফ ঘোষণা করেছেন যে, তিনি 'অপারেশন আল-আকসা স্টর্ম' শুরু করেছেন । জনসমক্ষে উপস্থিত না হলেও রেকর্ড করা বার্তায় তিনি বলেন, তিনি পূর্ব জেরুজালেম থেকে উত্তর ইজরায়েলে ফিলিস্তিনিদের লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, "আজ জনগণ তাদের বিপ্লব পুনরুদ্ধার করছে ।"

Israel-Palestine War Pics
ইজরায়েলের আকাশে রকেট যুদ্ধ

একটি টেলিভিশন ভাষণে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করেছেন যে হামাস একটি গুরুতর ভুল করেছে এবং গ্যালান্টের দাবি, ইজরায়েল রাষ্ট্র এই যুদ্ধে জয়ী হবে ।

Israel-Palestine War Pics
ধ্বংসলীলা ইজরায়েলে

আরও পড়ুন: গাজায় বিমান হানায় মৃত বেড়ে 24, হামলার দায় নিতে অস্বীকার ইজরায়েলের

এই হামলা এমন এক সময়ে ঘটল যখন ইজরায়েলের মধ্যে ঐতিহাসিক বিভাজনে নেতানইয়াহুর বিচার বিভাগকে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল । এই পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয় ইজরায়েলের রাস্তায় ৷

জেরুজালেম, 7 অক্টোবর: গাজা উপত্যকার ক্ষমতাসীন হামাস জঙ্গি গোষ্ঠী শনিবার ভোরে ইজরায়েলের উপর নজিরবিহীন ও বহুমুখী হামলা চালাল ৷ আর এই হামলার সঙ্গে সঙ্গেই হাজার হাজার রকেট ছুড়তে ছুড়তে কয়েক ডজন হামাস জঙ্গি আকাশ, স্থল ও সমুদ্রপথে বেশ কয়েকটি স্থানে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে ।

আক্রমণ শুরু হওয়ার ছয় ঘণ্টা কেটে গেলেও হামাস জঙ্গিরা এখনও বেশ কয়েকটি ইজরায়েলি সম্প্রদায়ের সঙ্গে বন্দুকযুদ্ধ চালাচ্ছে, যা তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশ ৷ ইজরায়েলের জাতীয় উদ্ধার পরিষেবা বলেছে যে, এই হামলায় কমপক্ষে 22 জন নিহত হয়েছেন এবং কয়েকশো জন আহত ৷ এটি ইজরায়েলে এ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা ।

Israel-Palestine War Pics
পরপর হামলায় রণক্ষেত্র ইজরায়েল

দক্ষিণ ইজরায়েলের শহর বের্শেবার সোরোকা মেডিক্যাল সেন্টার জানিয়েছে যে, তারা কমপক্ষে 280 জন আহতের চিকিৎসা করছে, যাঁদের মধ্যে 60 জনের অবস্থা গুরুতর ।

Israel-Palestine War Pics
প্রাণভয়ে পালাচ্ছে মানুষ

গাজায় হতাহতের বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি, তবে অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা নিহত 15 জনের অন্ত্যেষ্টিক্রিয়া প্রত্যক্ষ করেছেন এবং স্থানীয় হাসপাতালে আরও আটটি মৃতদেহ আসতে দেখেছেন । তাঁরা যোদ্ধা নাকি বেসামরিক লোক তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট বোঝা যায়নি । সোশাল মিডিয়ায় ভরে হিয়েছে হামাস জঙ্গিদের কুচকাওয়াজ করার ভিডিয়ো ৷

Israel-Palestine War Pics
ইজরায়েলে জ্বলছে গাড়ি

হামাসের প্রকাশিত ভিডিয়োতে অন্তত তিনজন ইজরায়েলিকে জীবিত বন্দি করা হয়েছে বলে মনে করা হচ্ছে । সামরিক বাহিনী হতাহত বা অপহরণের বিষয়ে বিস্তারিত জানাতে চায়নি, কারণ তারা অনুপ্রবেশকারীদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে । ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, "আমরা যুদ্ধে আছি ৷" নেতানইয়াহু আরও বলেছেন যে, "শত্রুরা, এর অভূতপূর্ব মূল্য চোকাতে হবে ৷ ইজরায়েল এমন মাত্রার গোলাবর্ষণ করবে যা শত্রুরা জানে না ।" সে দেশের প্রধানমন্ত্রীর মতে, এই হামলার ঘটনা ইজরায়েলি ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলির মধ্যে অন্যতম ৷

Israel-Palestine War Pics
রকেট হামলায় ধ্বংসলীলা ইজরায়েলে

আরও পড়ুন: হামাসের রকেট হামলায় মৃত 22, সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করে দিল ইজরায়েল; শোকপ্রকাশ মোদির

ইজরায়েলি উদ্ধারকারী পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম অন্তত 16 জনের মৃত্যুর খবর দিয়েছে, যার মধ্যে একজন 60 বছরের বৃদ্ধার উপর গাজা থেকে ছোড়া রকেটে সরাসরি আঘাত করলে তাঁর মৃত্যু হয় । আরও দুজনের অবস্থা আশংকাজনক ।

Israel-Palestine War Pics
যুদ্ধ চলছে ইজরায়েলে

উভয় পক্ষের আরও অনেকের হতাহতের খবর পাওয়া গিয়েছে ৷ তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রকাশ করেনি । ইজরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইজরায়েলে কয়েক ডজন লোক হাসপাতালে ভর্তি হয়েছেন । প্রায় 2,500টি রকেট হামলার পালটা জবাব দিয়ে ইজরায়েলি সামরিক বাহিনীও গাজায় আঘাত হানে ৷ তারা প্রায় 80 কিলোমিটার (50 মাইল) দূরে তেল আবিব এবং জেরুজালেম পর্যন্ত উত্তরে বিমান হামলা চালাতে থাকে ৷

Israel-Palestine War Pics
হামাসের বেনজির হামলা ইজরায়েলে

ইজরায়েল বলেছে যে, তাদের বাহিনী কমপক্ষে সাতটি জায়গায় অনুপ্রবেশকারী হামাস জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত ছিল । ইজরায়েলি সেনা জানিয়েছে, যোদ্ধারা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করে লুকিয়েছিল এবং প্যারাগ্লাইডার দিয়ে আকাশ ও সমুদ্রপথে ইজরায়েলে আক্রমণ করেছিল ৷

Israel-Palestine War Pics
ইজরায়েলে হামলা হামাস জঙ্গিদের

গাজা সীমান্তে কয়েক সপ্তাহের উত্তেজনার পরিবেশই হামাসকে আক্রমণে প্ররোচিত করে কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় । হামাসের সামরিক শাখার নেতা মহম্মদ ডেইফ ঘোষণা করেছেন যে, তিনি 'অপারেশন আল-আকসা স্টর্ম' শুরু করেছেন । জনসমক্ষে উপস্থিত না হলেও রেকর্ড করা বার্তায় তিনি বলেন, তিনি পূর্ব জেরুজালেম থেকে উত্তর ইজরায়েলে ফিলিস্তিনিদের লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, "আজ জনগণ তাদের বিপ্লব পুনরুদ্ধার করছে ।"

Israel-Palestine War Pics
ইজরায়েলের আকাশে রকেট যুদ্ধ

একটি টেলিভিশন ভাষণে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করেছেন যে হামাস একটি গুরুতর ভুল করেছে এবং গ্যালান্টের দাবি, ইজরায়েল রাষ্ট্র এই যুদ্ধে জয়ী হবে ।

Israel-Palestine War Pics
ধ্বংসলীলা ইজরায়েলে

আরও পড়ুন: গাজায় বিমান হানায় মৃত বেড়ে 24, হামলার দায় নিতে অস্বীকার ইজরায়েলের

এই হামলা এমন এক সময়ে ঘটল যখন ইজরায়েলের মধ্যে ঐতিহাসিক বিভাজনে নেতানইয়াহুর বিচার বিভাগকে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল । এই পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয় ইজরায়েলের রাস্তায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.