ETV Bharat / international

NASA Rocket Launch: প্রথমবারের ব্যর্থতা ভুলে মহাকাশে রওনা দিতে প্রস্তুত নাসার প্রথম 'মুন রকেট'

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) তাদের প্রথম মানববিহীন পরীক্ষামূলক ক্য়াপসুল (Unmanned Test Capsule) চাঁদে পাঠাতে প্রস্তুত ৷ এর আগে এই বিরাট আকারের 'মহাকাশ উৎক্ষেপণ ব্যবস্থাপনা' (Space Launch System) বা এসএলএস (SLS)-টি সফলভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয়নি ৷ শনিবার দ্বিতীয় দফায় সেটি উৎক্ষেপণের (NASA Rocket Launch) চেষ্টা করা হবে ৷

NASA Moon rocket ready for second attempt to launch
NASA Rocket Launch: প্রথমবারের ব্যর্থতা ভুলে মহাকাশে রওনা দিতে প্রস্তুত নাসার প্রথম 'মুন রকেট'
author img

By

Published : Sep 3, 2022, 7:41 PM IST

ওয়াশিংটন, 3 সেপ্টেম্বর: প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল ৷ সেই ঘটনা পিছনে ফেলে আবারও তাদের প্রথম মানববিহীন পরীক্ষামূলক ক্য়াপসুল (Unmanned Test Capsule) চাঁদে পাঠাতে প্রস্তুত মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) ৷ এই ক্য়াপসুলগুলি যে রকেটে করে নিয়ে যাওয়া হবে, ইতিমধ্যেই একবার সেটি উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ শনিবার দ্বিতীয় দফায় এই রকেটটি ফের মহাকাশে পাঠানোর জন্য যাবতীয় প্রক্রিয়া (NASA Rocket Launch) ইতিমধ্য়েই সেরে ফেলা হয়েছে ৷

ওয়াকিবহাল মহলের দাবি, একবার যদি এই বিরাট আকারের 'মহাকাশ উৎক্ষেপণ ব্যবস্থাপনা' (Space Launch System) বা এসএলএস (SLS)-টি সফলভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয়, তাহলে তা শুধুমাত্র নাসা-র জন্যই নয়, সামগ্রিকভাবে মহাকাশ গবেষণার জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে গণ্য করা হবে ৷ প্রসঙ্গত, অ্য়াপোলো মিশনের 50 বছর পূর্তি উপলক্ষে চন্দ্রপৃষ্ঠে মানববিহীন পরীক্ষামূলক ক্য়াপসুল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাসা ৷ সেই পরিকল্পনার আওতাতেই আরটেমিস-1 (Artemis-1)-এর অভিযান শুরু হতে চলেছে ৷

আরও পড়ুন: এই প্রথম নাসার টেলিস্কোপে উঠল সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি

স্থানীয় সময় (আমেরিকার) দুপুর 2টো 17 মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy Space Center) থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হবে ৷ প্রয়োজনে গোটা প্রক্রিয়াটি দু'ঘণ্টার জন্য স্থগিত করা হতে পারে বলেও নাসা সূত্রে জানানো হয়েছে ৷

শুক্রবার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগের ডেপুটি ম্য়ানেজার জেরেমি পার্সন্স বহু প্রতিক্ষিত এই উৎক্ষেপণ প্রসঙ্গে বলেন, "আমরা সকলে প্রস্তুত ৷ আমরা যতবার উৎক্ষেপণের চেষ্টা করব, ততবার কাজটা আগের তুলনায় আরও ভালো হবে ৷ আর শেষ পর্যন্ত যখন উৎক্ষেপণের অন্তিম মুহূর্ত আসবে, তখন সবকিছু অসাধারণভাবে কাজ করবে ৷" জেরেমি জানিয়েছেন, আবহাওয়া সংক্রান্ত কোনও প্রতিকূলতা তৈরি না-হলে, কিংবা যান্ত্রিক কোনও সমস্য়া না-হলে উৎক্ষেপণ পর্ব নির্বিঘ্নেই মিটে যাবে ৷

যেখান থেকে 30 তলার এই রকেটটি উৎক্ষেপণ করা হবে, সেখানে আমজনতার প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তা সত্ত্বেও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হাজার হাজার মানুষ মহাকাশ গবেষণা কেন্দ্রের উৎক্ষেপণস্থলের বাইরে জড়ো হয়েছেন ৷ সূত্রের দাবি, এর আগে এত শক্তিশালী কোনও যান মহাকাশে পাঠায়নি নাসা ৷

ওয়াশিংটন, 3 সেপ্টেম্বর: প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল ৷ সেই ঘটনা পিছনে ফেলে আবারও তাদের প্রথম মানববিহীন পরীক্ষামূলক ক্য়াপসুল (Unmanned Test Capsule) চাঁদে পাঠাতে প্রস্তুত মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) ৷ এই ক্য়াপসুলগুলি যে রকেটে করে নিয়ে যাওয়া হবে, ইতিমধ্যেই একবার সেটি উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ শনিবার দ্বিতীয় দফায় এই রকেটটি ফের মহাকাশে পাঠানোর জন্য যাবতীয় প্রক্রিয়া (NASA Rocket Launch) ইতিমধ্য়েই সেরে ফেলা হয়েছে ৷

ওয়াকিবহাল মহলের দাবি, একবার যদি এই বিরাট আকারের 'মহাকাশ উৎক্ষেপণ ব্যবস্থাপনা' (Space Launch System) বা এসএলএস (SLS)-টি সফলভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয়, তাহলে তা শুধুমাত্র নাসা-র জন্যই নয়, সামগ্রিকভাবে মহাকাশ গবেষণার জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে গণ্য করা হবে ৷ প্রসঙ্গত, অ্য়াপোলো মিশনের 50 বছর পূর্তি উপলক্ষে চন্দ্রপৃষ্ঠে মানববিহীন পরীক্ষামূলক ক্য়াপসুল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাসা ৷ সেই পরিকল্পনার আওতাতেই আরটেমিস-1 (Artemis-1)-এর অভিযান শুরু হতে চলেছে ৷

আরও পড়ুন: এই প্রথম নাসার টেলিস্কোপে উঠল সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি

স্থানীয় সময় (আমেরিকার) দুপুর 2টো 17 মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy Space Center) থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হবে ৷ প্রয়োজনে গোটা প্রক্রিয়াটি দু'ঘণ্টার জন্য স্থগিত করা হতে পারে বলেও নাসা সূত্রে জানানো হয়েছে ৷

শুক্রবার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগের ডেপুটি ম্য়ানেজার জেরেমি পার্সন্স বহু প্রতিক্ষিত এই উৎক্ষেপণ প্রসঙ্গে বলেন, "আমরা সকলে প্রস্তুত ৷ আমরা যতবার উৎক্ষেপণের চেষ্টা করব, ততবার কাজটা আগের তুলনায় আরও ভালো হবে ৷ আর শেষ পর্যন্ত যখন উৎক্ষেপণের অন্তিম মুহূর্ত আসবে, তখন সবকিছু অসাধারণভাবে কাজ করবে ৷" জেরেমি জানিয়েছেন, আবহাওয়া সংক্রান্ত কোনও প্রতিকূলতা তৈরি না-হলে, কিংবা যান্ত্রিক কোনও সমস্য়া না-হলে উৎক্ষেপণ পর্ব নির্বিঘ্নেই মিটে যাবে ৷

যেখান থেকে 30 তলার এই রকেটটি উৎক্ষেপণ করা হবে, সেখানে আমজনতার প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তা সত্ত্বেও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হাজার হাজার মানুষ মহাকাশ গবেষণা কেন্দ্রের উৎক্ষেপণস্থলের বাইরে জড়ো হয়েছেন ৷ সূত্রের দাবি, এর আগে এত শক্তিশালী কোনও যান মহাকাশে পাঠায়নি নাসা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.