ETV Bharat / international

Nancy Pelosi in Taiwan: 'আমরা তাইওয়ানকে ছেড়ে যাব না', তাইপেয়ির মাটি থেকে চিনকে বার্তা মার্কিন স্পিকারের - ন্যান্সি পেলোসি

তাইওয়ানের (Taiwan) প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের (Tsai Ing-wen) সঙ্গে সাক্ষাৎ মার্কিন হাউসের স্পিকার (US House Speaker) ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) ৷ চিনকে কড়া বার্তা দুই দেশের ৷ পালটা বেজিংয়ে আমেরিকার রাষ্ট্রদূতকে তলব চিনা সরকারের ৷

Nancy Pelosi meets Tsai Ing wen in Taiwan
Nancy Pelosi in Taiwan: 'আমরা তাইওয়ানকে ছেড়ে যাব না', তাইপেয়ির মাটি থেকে চিনকে বার্তা মার্কিন স্পিকারের
author img

By

Published : Aug 3, 2022, 2:02 PM IST

তাইপেয়ি, 3 অগস্ট: চিনের রক্তচক্ষু উপেক্ষা করে বুধবার তাইওয়ানের (Taiwan) প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের (Tsai Ing-wen) সঙ্গে দেখা করলেন মার্কিন হাউসের স্পিকার (US House Speaker) ন্যান্সি পেলোসি (Nancy Pelosi) ৷ এর আগে তাইওয়ানের রাজধানী তাইপেয়ি শহরে অবস্থিত লেজিসলেটিভ ইউয়ানের (Legislative Yuan) সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন ন্য়ান্সি ৷

ন্যান্সি তাঁর লিখিত ভাষণ পড়ে বলেন, ওয়াশিংটন এবং তাইপেয়ির মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করতে চেষ্টায় কোনও ত্রুটি রাখবে না আমেরিকা ৷ ন্য়ান্সির কথায়, "আমরা তাইওয়ানকে ছেড়ে যাব না ৷ এটা বোঝাতেই আমরা তাইওয়ানে এসেছি ৷ আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট ৷ তাইওয়ানের সঙ্গে আমেরিকার সৌহার্দ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাইওয়ান-সহ বিশ্বের সর্বত্রই যাতে গণতন্ত্র সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতে আমেরিকা বদ্ধপরিকর ৷"

আরও পড়ুন: আমেরিকার কোপে পুতিনের 'প্রেমিকা', নাম উঠল নিষিদ্ধ তালিকায়

ন্যান্সি তাইওয়ানে পৌঁছতেই তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয় ৷ তাঁর জন্য স্পেশাল গ্র্যান্ড কর্ডন (Special Grand Cordon)-এর আয়োজন করা হয় ৷ তাঁকে অর্ডার অফ প্রপিশিয়াস ক্লাউড (Order of Propitious Cloud)-এও ভূষিত করা হয় ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তাইওয়ানের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি সম্মানীয় বিদেশিদেরও এই স্মারক প্রদান করা হয় ৷ তাইওয়ানের মানুষের বিশ্বাস, মেডেলের মতো দেখতে এই স্মারক আদতে সৌভাগ্যের প্রতীক ৷ কাউকে এই সম্মান প্রদান করার অর্থ হল, তাঁর জীবনে সাফল্য আসন্ন ৷ এদিনের সাক্ষাৎকারে ন্যান্সিকে স্যাস পরিয়ে দেন সাই স্বয়ং ৷

  • Our visit reiterates that America stands with Taiwan: a robust, vibrant democracy and our important partner in the Indo-Pacific. pic.twitter.com/2sSRJXN6ST

    — Nancy Pelosi (@SpeakerPelosi) August 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, আমেরিকার সঙ্গে তাইওয়ানের ঘনিষ্ঠতায় মাথাব্যথা বেড়েছে চিনের ৷ ইতিমধ্যেই ওয়াশিংটন ও তাইপেয়ির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বেজিং ৷ পালটা কঠোর বার্তা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্টও ৷ এদিন সাই তাঁর ভাষণে বলেন, "তাইওয়ান কারও সামনে মাথা নত করবে না ৷ আমরা আমাদের জাতীয় সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে এবং আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ৷" তবে, সাইয়ের নিশানায় চিন হলেও একবারের জন্যও বেজিংয়ের নাম মুখে আনেননি তিনি ৷

অন্যদিকে, ন্য়ান্সি তাইল্য়ান্ডের মাটিতে পা দেওয়ার (Nancy Pelosi in Taiwan) কয়েক ঘণ্টা পরই বেজিংয়ে আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় সেদেশের সরকার ৷ তাদের হুঁশিয়ারি, এই 'ভুল' করার জন্য ওয়াশিংটনকে 'মূল্য চোকাতে হবে' ৷

তাইপেয়ি, 3 অগস্ট: চিনের রক্তচক্ষু উপেক্ষা করে বুধবার তাইওয়ানের (Taiwan) প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের (Tsai Ing-wen) সঙ্গে দেখা করলেন মার্কিন হাউসের স্পিকার (US House Speaker) ন্যান্সি পেলোসি (Nancy Pelosi) ৷ এর আগে তাইওয়ানের রাজধানী তাইপেয়ি শহরে অবস্থিত লেজিসলেটিভ ইউয়ানের (Legislative Yuan) সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন ন্য়ান্সি ৷

ন্যান্সি তাঁর লিখিত ভাষণ পড়ে বলেন, ওয়াশিংটন এবং তাইপেয়ির মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করতে চেষ্টায় কোনও ত্রুটি রাখবে না আমেরিকা ৷ ন্য়ান্সির কথায়, "আমরা তাইওয়ানকে ছেড়ে যাব না ৷ এটা বোঝাতেই আমরা তাইওয়ানে এসেছি ৷ আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট ৷ তাইওয়ানের সঙ্গে আমেরিকার সৌহার্দ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাইওয়ান-সহ বিশ্বের সর্বত্রই যাতে গণতন্ত্র সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতে আমেরিকা বদ্ধপরিকর ৷"

আরও পড়ুন: আমেরিকার কোপে পুতিনের 'প্রেমিকা', নাম উঠল নিষিদ্ধ তালিকায়

ন্যান্সি তাইওয়ানে পৌঁছতেই তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয় ৷ তাঁর জন্য স্পেশাল গ্র্যান্ড কর্ডন (Special Grand Cordon)-এর আয়োজন করা হয় ৷ তাঁকে অর্ডার অফ প্রপিশিয়াস ক্লাউড (Order of Propitious Cloud)-এও ভূষিত করা হয় ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তাইওয়ানের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি সম্মানীয় বিদেশিদেরও এই স্মারক প্রদান করা হয় ৷ তাইওয়ানের মানুষের বিশ্বাস, মেডেলের মতো দেখতে এই স্মারক আদতে সৌভাগ্যের প্রতীক ৷ কাউকে এই সম্মান প্রদান করার অর্থ হল, তাঁর জীবনে সাফল্য আসন্ন ৷ এদিনের সাক্ষাৎকারে ন্যান্সিকে স্যাস পরিয়ে দেন সাই স্বয়ং ৷

  • Our visit reiterates that America stands with Taiwan: a robust, vibrant democracy and our important partner in the Indo-Pacific. pic.twitter.com/2sSRJXN6ST

    — Nancy Pelosi (@SpeakerPelosi) August 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, আমেরিকার সঙ্গে তাইওয়ানের ঘনিষ্ঠতায় মাথাব্যথা বেড়েছে চিনের ৷ ইতিমধ্যেই ওয়াশিংটন ও তাইপেয়ির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বেজিং ৷ পালটা কঠোর বার্তা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্টও ৷ এদিন সাই তাঁর ভাষণে বলেন, "তাইওয়ান কারও সামনে মাথা নত করবে না ৷ আমরা আমাদের জাতীয় সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে এবং আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ৷" তবে, সাইয়ের নিশানায় চিন হলেও একবারের জন্যও বেজিংয়ের নাম মুখে আনেননি তিনি ৷

অন্যদিকে, ন্য়ান্সি তাইল্য়ান্ডের মাটিতে পা দেওয়ার (Nancy Pelosi in Taiwan) কয়েক ঘণ্টা পরই বেজিংয়ে আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় সেদেশের সরকার ৷ তাদের হুঁশিয়ারি, এই 'ভুল' করার জন্য ওয়াশিংটনকে 'মূল্য চোকাতে হবে' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.