পোর্ট লুইস, 13 জানুয়ারি: 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্ধোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে হিন্দু কর্মীদের বিশেষ ছুটি দিল মরিশাস সরকার ৷ তবে সারাদিন নয়, কর্মীদের হাতে থাকছে দু'ঘণ্টা ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে মরিশাসে ৷ সেই অনুষ্ঠান দেখতে হিন্দু কর্মচারীদের দু' ঘণ্টার বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মরিশাস। ওইদিন অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিভিন্ন দলের অন্যান্য প্রবীণ নেতা ও সমাজের বিশিষ্ট মানুষরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ এই অনুষ্ঠানে দেখানো হবে মরিশাস থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে ৷
মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দকুমার জুগনৌথের মন্ত্রিসভা শুক্রবার এক বিবৃতিতে বলেছে, "সোমবার 22 জানুয়ারি 2024 তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে হিন্দু আধিকারিকদের দু'ঘণ্টার এককালীন বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা । যুগান্তকারী ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারত ৷ কারণ ওই দিন অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে ৷"
মরিশাসের অনেক সংখ্যক হিন্দু ধর্মের মানুষ বসবাস করেন ৷ 2011 সালের জনগণনা অনুযায়ী মরিশাসে জনসংখ্যার প্রায় 48.5 শতাংশই হিন্দু ।মরিশাসই আফ্রিকার একমাত্র দেশ যেখানে হিন্দুধর্মের মানুষ সবচেয়ে বেশি বাস করেন । ভারত ও নেপালের পরে, হিন্দু ধর্মাবলী মানুষের বাসের দিক থেকে মরিশাস বিশ্বে তৃতীয় স্থানে আছে ।
অতীতে মরিশাসে ভারতীয়রা চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে কাজ করতে যেতেন। সেই থেকে মরিশাসে হিন্দুধর্মের প্রবেশ ৷ পরে মরিশাস এবং ভারত মহাসাগরের প্রতিবেশী দ্বীপগুলিতে ব্রিটিশদের দৌলতে হিন্দু ধর্মাবলীর মানুষদের অনেক বেশি সংখ্যায় আনা হয়েছিল । তাঁদের প্রায় সকলেই প্রাথমিকভাবে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন । সেই থেকে দেশের জনসংখ্যার একটা বড় অংশই হিন্দু।
(সংবাদ সংস্থা-পিটিআই)
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: