ETV Bharat / international

রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে হিন্দু কর্মীদের বিশেষ ছুটি ঘোষণা মরিশাস সরকারের - রাম মন্দিরের উদ্বোধন

Special Break to Hindu Officials: রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে হিন্দু কর্মীদের বিশেষ ছুটির ঘোষণা করল মরিশাস সরকার ৷

Special Break to Hindu Officials
রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ ছুটি মরিশাসে
author img

By PTI

Published : Jan 13, 2024, 3:20 PM IST

Updated : Jan 13, 2024, 7:48 PM IST

পোর্ট লুইস, 13 জানুয়ারি: 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্ধোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে হিন্দু কর্মীদের বিশেষ ছুটি দিল মরিশাস সরকার ৷ তবে সারাদিন নয়, কর্মীদের হাতে থাকছে দু'ঘণ্টা ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে মরিশাসে ৷ সেই অনুষ্ঠান দেখতে হিন্দু কর্মচারীদের দু' ঘণ্টার বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মরিশাস। ওইদিন অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিভিন্ন দলের অন্যান্য প্রবীণ নেতা ও সমাজের বিশিষ্ট মানুষরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ এই অনুষ্ঠানে দেখানো হবে মরিশাস থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে ৷

মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দকুমার জুগনৌথের মন্ত্রিসভা শুক্রবার এক বিবৃতিতে বলেছে, "সোমবার 22 জানুয়ারি 2024 তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে হিন্দু আধিকারিকদের দু'ঘণ্টার এককালীন বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা । যুগান্তকারী ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারত ৷ কারণ ওই দিন অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে ৷"

মরিশাসের অনেক সংখ্যক হিন্দু ধর্মের মানুষ বসবাস করেন ৷ 2011 সালের জনগণনা অনুযায়ী মরিশাসে জনসংখ্যার প্রায় 48.5 শতাংশই হিন্দু ।মরিশাসই আফ্রিকার একমাত্র দেশ যেখানে হিন্দুধর্মের মানুষ সবচেয়ে বেশি বাস করেন । ভারত ও নেপালের পরে, হিন্দু ধর্মাবলী মানুষের বাসের দিক থেকে মরিশাস বিশ্বে তৃতীয় স্থানে আছে ।

অতীতে মরিশাসে ভারতীয়রা চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে কাজ করতে যেতেন। সেই থেকে মরিশাসে হিন্দুধর্মের প্রবেশ ৷ পরে মরিশাস এবং ভারত মহাসাগরের প্রতিবেশী দ্বীপগুলিতে ব্রিটিশদের দৌলতে হিন্দু ধর্মাবলীর মানুষদের অনেক বেশি সংখ্যায় আনা হয়েছিল । তাঁদের প্রায় সকলেই প্রাথমিকভাবে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন । সেই থেকে দেশের জনসংখ্যার একটা বড় অংশই হিন্দু।

(সংবাদ সংস্থা-পিটিআই)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে 'দৈবিক চেতনার বিকাশ', 11 দিনের বিশেষ ব্রত প্রধানমন্ত্রীর
  2. টাইমস স্কোয়ার থেকে আইফেল টাওয়ার, রামলালার প্রাণ প্রতিষ্ঠার সম্প্রচারণ শতাধিক দেশে
  3. 25 সেকেন্ডে 300 মিটার হেঁটে গর্ভগৃহে রামলালাকে স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি

পোর্ট লুইস, 13 জানুয়ারি: 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্ধোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে হিন্দু কর্মীদের বিশেষ ছুটি দিল মরিশাস সরকার ৷ তবে সারাদিন নয়, কর্মীদের হাতে থাকছে দু'ঘণ্টা ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে মরিশাসে ৷ সেই অনুষ্ঠান দেখতে হিন্দু কর্মচারীদের দু' ঘণ্টার বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মরিশাস। ওইদিন অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিভিন্ন দলের অন্যান্য প্রবীণ নেতা ও সমাজের বিশিষ্ট মানুষরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ এই অনুষ্ঠানে দেখানো হবে মরিশাস থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে ৷

মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দকুমার জুগনৌথের মন্ত্রিসভা শুক্রবার এক বিবৃতিতে বলেছে, "সোমবার 22 জানুয়ারি 2024 তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে হিন্দু আধিকারিকদের দু'ঘণ্টার এককালীন বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা । যুগান্তকারী ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারত ৷ কারণ ওই দিন অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে ৷"

মরিশাসের অনেক সংখ্যক হিন্দু ধর্মের মানুষ বসবাস করেন ৷ 2011 সালের জনগণনা অনুযায়ী মরিশাসে জনসংখ্যার প্রায় 48.5 শতাংশই হিন্দু ।মরিশাসই আফ্রিকার একমাত্র দেশ যেখানে হিন্দুধর্মের মানুষ সবচেয়ে বেশি বাস করেন । ভারত ও নেপালের পরে, হিন্দু ধর্মাবলী মানুষের বাসের দিক থেকে মরিশাস বিশ্বে তৃতীয় স্থানে আছে ।

অতীতে মরিশাসে ভারতীয়রা চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে কাজ করতে যেতেন। সেই থেকে মরিশাসে হিন্দুধর্মের প্রবেশ ৷ পরে মরিশাস এবং ভারত মহাসাগরের প্রতিবেশী দ্বীপগুলিতে ব্রিটিশদের দৌলতে হিন্দু ধর্মাবলীর মানুষদের অনেক বেশি সংখ্যায় আনা হয়েছিল । তাঁদের প্রায় সকলেই প্রাথমিকভাবে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন । সেই থেকে দেশের জনসংখ্যার একটা বড় অংশই হিন্দু।

(সংবাদ সংস্থা-পিটিআই)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে 'দৈবিক চেতনার বিকাশ', 11 দিনের বিশেষ ব্রত প্রধানমন্ত্রীর
  2. টাইমস স্কোয়ার থেকে আইফেল টাওয়ার, রামলালার প্রাণ প্রতিষ্ঠার সম্প্রচারণ শতাধিক দেশে
  3. 25 সেকেন্ডে 300 মিটার হেঁটে গর্ভগৃহে রামলালাকে স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি
Last Updated : Jan 13, 2024, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.