হ্যারিসবার্গ (মার্কিন যুক্তরাষ্ট্র), 10 ডিসেম্বর: ক্যাম্পাসে ইহুদি ছাত্রদের গণহত্যার ডাক কি স্কুলের আচরণ বিধি লঙ্ঘন করে না ? মার্কিন কংগ্রেসে এই প্রশ্নের বিতর্কিত জবাব দিয়ে প্রবল রোষের মুখে পড়েছিলেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিজ ম্যাগিল ৷ অবশেষে দাতাদের চাপে এবং পারিপার্শ্বিক তীব্র সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়ে পদত্যাগ করলেন তিনি ৷ আইভি লিগ স্কুলের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান স্কট বোকও পদত্যাগ করেছেন ৷ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, মেয়াদের দ্বিতীয় বছরেই প্রেসিডেন্ট হিসাবে লিজ ম্যাগিলের প্রস্থান করার কয়েক ঘণ্টা পরেই ইস্তফা দেন বোক ।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ম্যাগিল বিশ্ববিদ্যালয়ের কেরি ল স্কুলে একজন স্থায়ী ফ্যাকাল্টি মেম্বার থাকবেন ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম না দেওয়া পর্যন্ত পেনসিলভেনিয়ার প্রধান হিসাবে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন ইহুদিবিরোধী মন্তব্যে । মঙ্গলবার মার্কিন হাউস কমিটিতে কলেজ ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা সংক্রান্ত বক্তব্য রাখার সময় ম্যাগিলের গুলি চালানোর আহ্বানে তীব্র প্রতিক্রিয়া হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং এমআইটির প্রেসিডেন্টরাও ৷
গাজায় ইজরায়েলের তীব্র যুদ্ধ ও প্যালেস্তাইনীয়দের ক্রমবর্ধমান মৃত্যুতে বিশ্বজুড়ে যে ইহুদি বিদ্বেষের বাতাবরণ, সেই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলি ইহুদি ছাত্রদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷
ওই অভিযোগগুলির জবাব দিতে তিন প্রেসিডেন্টকে হাউস কমিটির সামনে ডাকা হয়েছিল । কিন্তু তাঁদের আইনজীবীদের জবাবে ক্ষোভ আরও বাড়ে বিরোধীদের ৷ বারবার প্রশ্ন করা হয় তাঁদের যে, 'ইহুদিদের গণহত্যার আহ্বান' পেনসিলভেনিয়ার আচরণবিধি লঙ্ঘন করবে কি না । জবাবে ম্যাগিল বলেন, "হ্যাঁ, এটি প্রসঙ্গের উপর নির্ভর করছে ৷" তাঁর এই মন্তব্যের পরই বিভিন্ন মহলে তীব্র রোষের মুখে পড়তে হয় পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিজ ম্যাগিলকে ৷
আরও পড়ুন: