ETV Bharat / international

BYJU'S-Messi Partnership: ফিফা বিশ্বকাপের আগে বাইজু'সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর লিওনেল মেসি

আর কয়েকদিন বাদেই কাতারে বিশ্বকাপ ৷ সেখানে সরকারি স্পনসর ভারতের এডুটেক লার্নিং অ্যাপ বাইজু'স ৷ এর মধ্যেই গ্রহের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে গাঁটছড়া বাঁধল বাইজু'স (BYJUS ropes in Lionel Messi as global brand ambassador) ।

BYJUS Brand Ambassador Messi
ETV Bharat
author img

By

Published : Nov 4, 2022, 5:44 PM IST

নয়াদিল্লি, 4 নভেম্বর: হাত মেলাল কলম আর ফুটবল ৷ হ্যাঁ, তেমনটাই করে দেখাল ভারতীয় লার্নিং অ্যাপ বাইজু'স ৷ ঠিক স্বপ্নের মতো ৷ এবার বাইজু'স (BYJU's) প্রযুক্তি লার্নিং অ্যাপের (EdTech) মাধ্যমে দুনিয়াজুড়ে পড়ুয়াদের কাছে পৌঁছে যাবেন লিওনেল মেসি । নভেম্বরেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2022 ৷ কাতারে আয়োজিত এই বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতার সরকারি স্পনসর বাইজু'স ৷

মহাতারকা (Lionel Messi) এবার নতুন ভূমিকায় ৷ শুক্রবার বাইজু'স একটি বিবৃতিতে জানিয়েছে, তাদের সঙ্গে মেসির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ সংস্থার আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন বাঁ-পায়ের জাদুকর (Global Brand Ambassador) ৷ বাইজুর সহ-প্রতিষ্ঠাতা দিব্যা গোকুলনাথ (Divya Gokulnath) বলেন, "লিওনেল মেসি আমাদের আন্তর্জাতিক অ্যাম্বাসাডর ৷ এই ঘটনায় আমরা সম্মানিত ও ঊচ্ছ্বসিত ৷ বর্তমানে বাইজু-র 'এডুকেশন ফর অল'-এ 55 লক্ষ পড়ুয়া লেখাপড়া করে ৷ মানুষের মধ্যে সম্ভাবনা আছে এবং তার বিস্তার প্রয়োজন ৷ এই বার্তা লিওনেল মেসির থেকে বেশি কেউ দিতে পারবে না ৷"

আরও পড়ুন: টিকিট নেই তবু গ্রুপ ম্যাচ শেষে কাতারে যেতে পারবেন ফুটবল ফ্যানরা

বিশ্বে ফুটবলপ্রেমীর সংখ্যা অন্ততপক্ষে 350 কোটি ৷ সোশাল মিডিয়ায় মেসির অনুগামী 450 মিলিয়ন অর্থাৎ 45 কোটি ৷ তাই বাইজুর সঙ্গে মেসির গাঁটছড়া এই লার্নিং অ্যাপের বিস্তারেও প্রভাব ফেলবে ৷ এ প্রসঙ্গে গোকুলনাথ বলেন, "এটা কিন্তু সত্যি আশ্চর্যের নয় যে, সর্বকালের সেরা ফুটবলাররা সবসময় সবচেয়ে ভালো ছাত্র ৷ আমি নিশ্চিত, এই পার্টনারশিপ বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে আরও বড় স্বপ্ন দেখতে, আরও ভালো শিখতে উৎসাহিত করবে ৷"

নভেম্বরেই কাতার বিশ্বকাপ 2022-এর ঢাকে কাঠি পড়বে (FIFA World Cup 2022 in Qatar) ৷ এ প্রসঙ্গে সংস্থাটি তাদের বিবৃতিতে জানিয়েছে, "ফিফা বিশ্বকাপ 2022-এ আর্জেন্তিনার জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন লিওনেল মেসি ৷ দলের জয়ের জন্য তাঁর শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে ৷ আর ঠিক এমন সময় এই দীর্ঘস্থায়ী যোগাযোগ ঘটল ৷ আমরা তাঁকে বাইজুর এডুকেশন ফর অল নিয়ে প্রচারে দেখব ৷"

এ প্রসঙ্গে ফুটবলের মহাতারকা বলেন, "উচ্চমানের শিক্ষা জীবন বদলে দেয় ৷ বাইজু'স পৃথিবীজুড়ে লক্ষ লক্ষ পড়ুয়ার কেরিয়ারের পথটাই পালটে দিয়েছে ৷ আশা করি, আমি তরুণ পড়ুয়াদের উঁচুতে পৌঁছতে এবং সেখানেই থাকতে উৎসাহিত করতে পারব ৷"

আরও পড়ুন: বিশ্বের দরবারে বাংলা, কাতারে ফুটবলপ্রেমীদের উদরপূর্তির দায়িত্বে 'হরিণঘাটা মিট'

নয়াদিল্লি, 4 নভেম্বর: হাত মেলাল কলম আর ফুটবল ৷ হ্যাঁ, তেমনটাই করে দেখাল ভারতীয় লার্নিং অ্যাপ বাইজু'স ৷ ঠিক স্বপ্নের মতো ৷ এবার বাইজু'স (BYJU's) প্রযুক্তি লার্নিং অ্যাপের (EdTech) মাধ্যমে দুনিয়াজুড়ে পড়ুয়াদের কাছে পৌঁছে যাবেন লিওনেল মেসি । নভেম্বরেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2022 ৷ কাতারে আয়োজিত এই বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতার সরকারি স্পনসর বাইজু'স ৷

মহাতারকা (Lionel Messi) এবার নতুন ভূমিকায় ৷ শুক্রবার বাইজু'স একটি বিবৃতিতে জানিয়েছে, তাদের সঙ্গে মেসির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ সংস্থার আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন বাঁ-পায়ের জাদুকর (Global Brand Ambassador) ৷ বাইজুর সহ-প্রতিষ্ঠাতা দিব্যা গোকুলনাথ (Divya Gokulnath) বলেন, "লিওনেল মেসি আমাদের আন্তর্জাতিক অ্যাম্বাসাডর ৷ এই ঘটনায় আমরা সম্মানিত ও ঊচ্ছ্বসিত ৷ বর্তমানে বাইজু-র 'এডুকেশন ফর অল'-এ 55 লক্ষ পড়ুয়া লেখাপড়া করে ৷ মানুষের মধ্যে সম্ভাবনা আছে এবং তার বিস্তার প্রয়োজন ৷ এই বার্তা লিওনেল মেসির থেকে বেশি কেউ দিতে পারবে না ৷"

আরও পড়ুন: টিকিট নেই তবু গ্রুপ ম্যাচ শেষে কাতারে যেতে পারবেন ফুটবল ফ্যানরা

বিশ্বে ফুটবলপ্রেমীর সংখ্যা অন্ততপক্ষে 350 কোটি ৷ সোশাল মিডিয়ায় মেসির অনুগামী 450 মিলিয়ন অর্থাৎ 45 কোটি ৷ তাই বাইজুর সঙ্গে মেসির গাঁটছড়া এই লার্নিং অ্যাপের বিস্তারেও প্রভাব ফেলবে ৷ এ প্রসঙ্গে গোকুলনাথ বলেন, "এটা কিন্তু সত্যি আশ্চর্যের নয় যে, সর্বকালের সেরা ফুটবলাররা সবসময় সবচেয়ে ভালো ছাত্র ৷ আমি নিশ্চিত, এই পার্টনারশিপ বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে আরও বড় স্বপ্ন দেখতে, আরও ভালো শিখতে উৎসাহিত করবে ৷"

নভেম্বরেই কাতার বিশ্বকাপ 2022-এর ঢাকে কাঠি পড়বে (FIFA World Cup 2022 in Qatar) ৷ এ প্রসঙ্গে সংস্থাটি তাদের বিবৃতিতে জানিয়েছে, "ফিফা বিশ্বকাপ 2022-এ আর্জেন্তিনার জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন লিওনেল মেসি ৷ দলের জয়ের জন্য তাঁর শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে ৷ আর ঠিক এমন সময় এই দীর্ঘস্থায়ী যোগাযোগ ঘটল ৷ আমরা তাঁকে বাইজুর এডুকেশন ফর অল নিয়ে প্রচারে দেখব ৷"

এ প্রসঙ্গে ফুটবলের মহাতারকা বলেন, "উচ্চমানের শিক্ষা জীবন বদলে দেয় ৷ বাইজু'স পৃথিবীজুড়ে লক্ষ লক্ষ পড়ুয়ার কেরিয়ারের পথটাই পালটে দিয়েছে ৷ আশা করি, আমি তরুণ পড়ুয়াদের উঁচুতে পৌঁছতে এবং সেখানেই থাকতে উৎসাহিত করতে পারব ৷"

আরও পড়ুন: বিশ্বের দরবারে বাংলা, কাতারে ফুটবলপ্রেমীদের উদরপূর্তির দায়িত্বে 'হরিণঘাটা মিট'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.