লাহোর, 12 মে: হাইকোর্টে স্বস্তি ইমরান খানের ৷ গ্রেফতার করা যাবে না প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷ এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সব মামলাতেই জামিন দিল ইসলামাবাদ হাইকোর্ট ৷ এর আগে সকালে অন্য মামলায় ইমরানের খোঁজে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল লাহোর পুলিশের একটি দল ৷ যদিও তিনি যে আবারও গ্রেফতার হতে পারেন সেই আশঙ্কা শুক্রবার নিজেই ইসলামাবাদ হাইকোর্ট থেকে বেরিয়ে বলেন ইমরান ৷ তবে দুর্নীতির মামলায় শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের বিশেষ বেঞ্চ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দু'সপ্তাহের জন্য জামিন দিয়েছে। পরে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, যাবতীয় মামলায় ইমরান খানের জামিন মঞ্জুর করেছে আদালত ৷ 9 মে পর দায়ের করা কোনও মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷
বৃহস্পতিবারই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতারি বেআইনি আখ্যা দিয়ে তাঁকে মুক্তি দেয় সে দেশের সুপ্রিম কোর্ট ৷ সেই সঙ্গে অবশ্য, সুপ্রিম কোর্টের তরফে ইমরানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তাঁকে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হতে হবে এবং হাইকোর্ট যে রায় দেবে তাও সে মানতে বাধ্য থাকবেন ৷ সেই মতো, কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে এদিন সকালে পৌঁছন পিটিআই প্রধান ইমরান খান । আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চে হাজিরা দেন তিনি ৷ শুনানির পর এই মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে জামিন দেয় আদালত ৷ অন্যদিকে, আইনজীবীদের প্রবল চিৎকার, হট্টগোলের জেরে শুনেনি শেষেই বেঞ্চ ছেড়ে উঠে চলে যান বিচারপতিরা ৷ এরপরই দ্রুত হাইকোর্ট ছাড়েন ইমরান নিজেও ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, হাইকোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় ইমরান খান বলেন, "আমার আশঙ্কা যে আমি হাইকোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে আবার গ্রেফতার করা হবে।" সূত্রের খবর, ইসলামাবাদ হাইকোর্ট নির্দেশে জানিয়েছে, কোনও নতুন মামলায় ইমরান খানকে 17 মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না ৷ ইমরান খানকে 9 মে পর দায়ের করা কোনও মামলায় গ্রেপ্তার করা যাবে না ৷
আর কার্যত তাঁর আশঙ্কাই সত্যি হতে চলেছে ৷ পাকিস্তানের সংবাদ সংস্থার তরফে দাবি করা হয়েছে, পঞ্জাব প্রদেশে ইমরানের বিরুদ্ধে নথিভুক্ত রয়েছে বেশ কয়েকটি মামলা ৷ আর সেসব মামলায় তাঁকে গ্রেফতার করতে ইসলামাবাদ যাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ সূত্রের খবর, পুলিশের দলটির নেতৃত্বে রয়েছেন অ্যাডিশনাল ডিজি ব়্যাঙ্কের এক আধিকারিক ৷ জানা গিয়েছে, ইমরানের বিরুদ্ধে মামলার তদন্তকারী যৌথ তদন্ত দল ইসলামাবাদ হাইকোর্টকে জানিয়েছে যে তারা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধানকে গ্রেফতার করতে চায়। যদিও পিটিআইয়ের আইনজীবী বাবর আওয়ান দাবি করেন, লাহোর থেকে পুলিশ নতুন মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে ইসলামাবাদ রওনা হয়েছে।
ইমরান খানের বিরুদ্ধে দেশ মোট 121টি মামলা রয়েছে ৷ যার মধ্যে রাষ্ট্রদ্রোহ, ধর্ম অবমাননা এবং হিংসা ছড়ানো ও সন্ত্রাসবাদের প্ররোচনার মতো গুরুতর অভিযোগে মামলা রয়েছে। লাহোরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের 12টি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ফয়সলাবাদে 14টি মামলা নথিভুক্ত করা হয়েছে। পিটিআই নেতা হাম্মাদ আজহার বলেন, "পার্টির চেয়ারম্যানকে গ্রেফতারের আরও একবার চেষ্টা করা হচ্ছে। ইমরান বর্তমানে দেশে সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসনের জন্য লড়াই করছেন। তিনি দেশের জনগণকে অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে রাস্তায় নামতে আহ্বান জানিয়েছেন।"
আরও পড়ুন: পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগে আমেরিকা, নজর রাখছে বাইডেন প্রশাসন