লন্ডন, 6 মে: 70 বছর পরে ব্রিটিশ রাজ-পরিবারের ইতিহাসে নতুন যুগের সূচনা । রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর তৃতীয় চার্লসকে ব্রিটেনের পরবর্তী রাজা ঘোষণা করা হয়েছিল ৷ আজ আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নিয়মরীতি মেনে রাজ্যাভিষেক হল তাঁর । রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সাক্ষী থাকল গোটা বিশ্ব ।
ব্রিটেনের 40তম রাজা হিসেবে সিংহাসনে বসলেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন অতিথিরা ৷ বাকিংহাম প্যালেসের বাইরে সকাল থেকেই ক্রমশ ভিড় বাড়ছিল ৷ রাজা চার্লস তৃতীয়ের রাজ্যাভিষেকের জন্য অতিথিরা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত হয়েছিলেন ৷ রাজা তৃতীয় চার্লসের অর্ধাঙ্গিনী রানি ক্যামিলা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রবেশ করেছিলেন একটি সোনার মুকুট পরে । ওই ডায়মন্ড জুবিলি ক্রাউনটি 2012 সালে রানি দ্বিতীয় এলিজাবেথের জন্যও বানানো হয়েছিল ।
দু'হাজারেরও বেশি অতিথি, হাজার হাজার সৈন্য, কয়েক হাজার দর্শক সমাবেশে ওয়েস্টমিনস্টার অ্যাবের চারপাশ সেজে উঠেছিল ৷ গত বছর 8 সেপ্টেম্বর নিজে থেকেই সিংহাসনে রাজা হিসেবে আসীন হয়েছিলেন চার্লস। আর আজ ছিল তাঁর রাজ্যাভিষেকের পালা। আনুষ্ঠানিক ভাবে 'কুইন কনসোর্ট' ঘোষিত করা হয় চার্লসের স্ত্রী ক্যামিলাকে। আর যে পোশাক পরিহিতা হয়ে ক্যামিলা ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সেই পোশাকের নকশা করেছেন হুগলির প্রত্যন্ত গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা মল্লিক। দেশ-বিদেশের বহু পোশাকশিল্পীর ডিজাইনের মধ্যে থেকে প্রিয়াঙ্কার হাতে আঁকা এই নকশা নির্বাচিত হয়েছিল রানি ক্যামিলার জন্য।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: রাজা তৃতীয় চার্লসের মাথায় ঝলমলে রাজমুকুট, রাজ্যপাটের কিছু ঐতিহাসিক মুহূর্ত ধরা রইল ছবিতে...
এই অনুষ্ঠানের সাক্ষী হয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ স্ত্রী সুদেশ ধনকড়ের সঙ্গে উপরাষ্ট্রপতি সেখানে উপস্থিত হয়েছিলেন ৷ অনুষ্ঠান শুরুর আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এদিন আলাপচারিতায় দেখা গিয়েছিল ধনকড়কে ৷ পাশপাশি অভিনেত্রী সোনম কাপুর হাজির ছিলেন তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ৷ ঐতিহাসিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন মুম্বইয়ের দুই 'ডাব্বাওয়ালা'ও ৷
আরও পড়ুন: তাঁর নকশাতেই সেজেছেন রাজা-রানি, চার্লসের রাজ্যাভিষেকে বিশেষ অতিথি বাংলার প্রিয়াঙ্কা