সিওল (দক্ষিণ কোরিয়া), 16 সেপ্টেম্বর: পশ্চিম বিশ্বের দেশগুলির উদ্বেগ বাড়াল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের রাশিয়া সফর ৷ সে দেশের পূর্বপ্রান্তে পারমাণবিক হামলায় সক্ষম বোমারু বিমান ও অন্যান্য সামরিক বিমান পরিদর্শন করেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা ৷ উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এই সামরিক জোট ইউক্রেনের যুদ্ধকে আরও ইন্ধন জোগাতে পারে বলে আশংকা করছে পশ্চিমী দেশগুলি ৷ মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ফ্রান্স ৷
ট্রেনে করে আর্টিওম শহরে পৌঁছানোর পর, কিম সমুদ্রতীরবর্তী শহর ভ্লাদিভস্তকের বাইরে একটি বিমানবন্দরে যান ৷ যেখানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্জেই শোইগু এবং রুশ সেনার অন্যান্য আধিকারিকরা কিমকে তাঁদের স্ট্র্যাটিজিক বোমারু বিমান এবং অন্যান্য যুদ্ধবিমানগুলিকে খুব কাছ থেকে বিশ্লেষণ করে দেখান ৷ শনিবার কিমের এই সফরে রাশিয়ার সবরকম যুদ্ধবিমান কিম জং উনকে দেখানো হয় ৷ যার মধ্যে সেই যুদ্ধবিমানগুলি রয়েছে, যেগুলি ইউক্রেনে সামরিক হামলায় রাশিয়া ব্যবহার করেছে ৷ অন্যতম যুদ্ধবিমানগুলি ছিল টিইউ-160, টিইউ-95 ও টিইউ-22 বোমারু বিমান ৷ যেগুলি নিয়মিতভাবে ইউক্রেনের মাটিতে ক্রুজ মিসাইল হামলা চালাত ৷
সম্প্রতি গত জুলাই মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্জেই শোইগু উত্তর কোরিয়া সফরে যান ৷ সেখানে তিনি কিম জং উনের সঙ্গে দেখা করেন ৷ আর তার পরেই কিম রাশিয়া সফরে এসেছে, তাদের বায়ুসেনার সামরিক শক্তিগুলিকে পরিদর্শন করলেন ৷ এ দিন কিমকে রাশিয়ার সাম্প্রতিক আবিষ্কার হাইপারসনিক কিনজাল রকেট দেখান প্রতিরক্ষা মন্ত্রী ৷ এই রকেটটি মিগ-31 যুদ্ধবিমানে বহন করা যাবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্জেই শোইগু ৷
আরও পড়ুন: বাইডেন-জেলেনস্কি সাক্ষাতের সম্ভাবনা, ইউক্রেনকে নয়া আর্থিক সাহায্যের ভাবনা আমেরিকার
গত বুধবারই কিম জং উনের রাশিয়া সফরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানা গিয়েছিল ৷ কূটনীতিকদের মতে, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তিকে আরও বড়মাত্রায় নিয়ে যেতে চাইছে উত্তর কোরিয়া ৷ এর প্রধান কারণ কিম জম উন সামরিক পারমাণবিক গবেষণাকে রাশিয়ান প্রযুক্তির সাহায্যে আরও উন্নত করতে চাইছে ৷ বদলে রাশিয়াকে উন্নতমানের সমরাস্ত্র সরবরাহ করবে উত্তর কোরিয়া ৷ আর দুই দেশের এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমের বাকি দেশগুলির মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা এপি)