ETV Bharat / international

Israel-Hamas Conflict: গাজায় ত্রাণ সামগ্রী পাঠাতে রাফা সীমান্ত খুলে দেবে মিশর, আশ্বাস বাইডেনের - ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধ

গাজা-মিশর সীমান্তে রাফার ওপারে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রাক ৷ এদিকে গাজায় খাবার নেই। নেই জল থেকে শুরু করে ওষুধও ৷ এই পরিস্থিতিতে বাইডেন জানালেন, মিশর রাফা সীমান্ত খুলে দিতে রাজি হয়েছে ৷

ETV Bharat
গাজায় ত্রাণসামগ্রী ঢুকতে দেবে মিশর
author img

By PTI

Published : Oct 19, 2023, 8:16 AM IST

Updated : Oct 19, 2023, 9:30 AM IST

খান ইউনিস, 19 অক্টোবর: মিশর তাদের সীমান্ত খুলে দেবে ৷ বুধবার এই খবর জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "গাজায় নাগরিদের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে ৷ এই বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে আমার কথা হয়েছে ৷ ওই এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এবং যুদ্ধ পরিস্থিতিকে রুখে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা একসঙ্গে কাজ করব ৷"

বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল সফরে যান ৷ সেখানে তাঁর সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হয় ৷ এদিকে খাবার, জল, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে হাহাকার শুরু হয়েছে গাজায় ৷ মিশর এবং গাজা সীমান্তে রাফায় বহু বিদেশি নাগরিক অপেক্ষা করছেন ৷ মিশর সীমান্তে গাজার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে একের পর এক ট্রাক দাঁড়িয়ে রয়েছে ৷ তবু মিশরে রাফার দরজা খুলছে না ৷

  • Earlier, I spoke with President Abdel Fattah Al-Sisi of Egypt to deepen our coordination on urgently delivering humanitarian assistance for civilians in Gaza.

    Together, we'll work to preserve stability in the region, prevent escalation, and set circumstances for durable peace. pic.twitter.com/boZaDitXET

    — President Biden (@POTUS) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এবার প্রেসিডেন্ট মিশরের সীমান্ত দিয়ে গাজায় ট্রাক প্রবেশের বিষয়ে সম্মতি দিয়েছেন ৷ জানা গিয়েছে, একবারে 20টি ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেবে মিশর ৷ এর আগে 7 অক্টোবর হামাস ইজরায়েলের উপর অতর্কিতে আক্রমণ চালায় ৷ এদিনের হামলায় কমপক্ষে 1 হাজার 400 জন ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এরপর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷

এরপর গাজার উত্তর অংশ থেকে নাগরিকদের দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷ প্রায় 11 লক্ষ মানুষ দক্ষিণ দিকে চলে আসেন ৷ অনেকে প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছেন ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ৷ মঙ্গলবার সন্ধ্যায় রকেট হামলা হয় আল আহলি হাসপাতালে ৷ হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে মৃত্যু হয়েছে কমপক্ষে 500 জনের ৷ এই হামলার দায় কার তা নিয়েও টানাপোড়েন চলছে।

আরও পড়ুন: 'প্যালেস্তাইনিদের হত্যা করলেই ইজরায়েল নিরাপদ হবে না', রাষ্ট্রসংঘে দাবি প্যালেস্তাইনের

খান ইউনিস, 19 অক্টোবর: মিশর তাদের সীমান্ত খুলে দেবে ৷ বুধবার এই খবর জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "গাজায় নাগরিদের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে ৷ এই বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে আমার কথা হয়েছে ৷ ওই এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এবং যুদ্ধ পরিস্থিতিকে রুখে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা একসঙ্গে কাজ করব ৷"

বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল সফরে যান ৷ সেখানে তাঁর সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হয় ৷ এদিকে খাবার, জল, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে হাহাকার শুরু হয়েছে গাজায় ৷ মিশর এবং গাজা সীমান্তে রাফায় বহু বিদেশি নাগরিক অপেক্ষা করছেন ৷ মিশর সীমান্তে গাজার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে একের পর এক ট্রাক দাঁড়িয়ে রয়েছে ৷ তবু মিশরে রাফার দরজা খুলছে না ৷

  • Earlier, I spoke with President Abdel Fattah Al-Sisi of Egypt to deepen our coordination on urgently delivering humanitarian assistance for civilians in Gaza.

    Together, we'll work to preserve stability in the region, prevent escalation, and set circumstances for durable peace. pic.twitter.com/boZaDitXET

    — President Biden (@POTUS) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এবার প্রেসিডেন্ট মিশরের সীমান্ত দিয়ে গাজায় ট্রাক প্রবেশের বিষয়ে সম্মতি দিয়েছেন ৷ জানা গিয়েছে, একবারে 20টি ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেবে মিশর ৷ এর আগে 7 অক্টোবর হামাস ইজরায়েলের উপর অতর্কিতে আক্রমণ চালায় ৷ এদিনের হামলায় কমপক্ষে 1 হাজার 400 জন ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এরপর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷

এরপর গাজার উত্তর অংশ থেকে নাগরিকদের দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷ প্রায় 11 লক্ষ মানুষ দক্ষিণ দিকে চলে আসেন ৷ অনেকে প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছেন ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ৷ মঙ্গলবার সন্ধ্যায় রকেট হামলা হয় আল আহলি হাসপাতালে ৷ হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে মৃত্যু হয়েছে কমপক্ষে 500 জনের ৷ এই হামলার দায় কার তা নিয়েও টানাপোড়েন চলছে।

আরও পড়ুন: 'প্যালেস্তাইনিদের হত্যা করলেই ইজরায়েল নিরাপদ হবে না', রাষ্ট্রসংঘে দাবি প্যালেস্তাইনের

Last Updated : Oct 19, 2023, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.