ETV Bharat / international

G20 Summit in Delhi: 'বৈঠক ভালোই চলছে', জি20'তে জিনপিংয়ের অনুপস্থিতি প্রসঙ্গে মন্তব্য বাইডেনের - জি20 সম্মেলন

Joe Biden on Xi Jinping: ভারতে চলছে জি20 শীর্ষ সম্মেলন ৷ 2 দিনের এই সম্মেলনে যোগ দেননি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও ৷ যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 10:04 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: শনিবার থেকে নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে শুরু হয়েছে 2 দিনের জি20 শীর্ষ সম্মেলন ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো এবারের সম্মেলনে যোগ দেননি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও ৷ বৈঠকে চিনা প্রেসিডেন্টের এই অনুপস্থিতিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এদিন সম্মেলনের ফাঁকে মার্কিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বাইডেন জানান, এই জি20 সম্মেলনে চিনের প্রেসিডেন্ট জিনপিং যোগ দিলে ভালো হতো, তবে বৈঠক ভালো হয়েছে ৷ তাঁর কথায়, "চিনের প্রেসিডেন্ট থাকলে ভালো হতো, তবে সম্মেলন ভালোই চলছে ৷"

শনিবার জিনপিংকে নিয়ে এক প্রশ্নের উত্তরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, এটা প্রত্যেক দেশের বিষয় তারা কোনও সম্মেলনে কোন স্তরের প্রতিনিধিকে পাঠাবেন ৷ এর পিছনে কোনও মানে খোঁজা উচিত নয় ৷ তাঁর কথায়, "বৈঠকে কোন দেশ কোন অবস্থান নিল, কী ফলাফল হল ও সেই দেশের তরফে কী বলা হল তা গুরুত্বপূর্ণ ৷" উল্লেখ্য, চিনের প্রেসিডেন্টের অনুপস্থিতে এবারের জি20 সম্মেলনে সে দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং ৷

রাশিয়া ও চিনের প্রেসিডেন্ট ভারতে এই জি20 সম্মেলনে যোগ না-দিলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ গোষ্ঠীর বাকি দেশগুলির রাষ্ট্র প্রধানরা প্রায় সকলেই এই বৈঠকে হাজির হয়েছেন ৷ এবছর গোষ্ঠীর সভাপতি হিসেবে এই বৈঠক আয়োজনের দায়িত্ব পায় ভারত ৷ শনিবার ছিল সম্মেলনের প্রথম দিন ৷ রবিবারও চলবে এই শীর্ষ সম্মেলন ৷ শনিবার এই গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে আফ্রিকান ইউনিয়ন ৷ বিশ্বের বৃহৎ অর্থনীতির 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে এতদিন মূলত পরিচালিত হত জি20 ৷

আরও পড়ুন: জি20'র যৌথ ঘোষণাপত্রে সহমত রাষ্ট্রনেতারা, বড় কূটনৈতিক সাফল্য ভারতের

ভারতে এই সম্মেলনের প্রথম দিনেই যৌথ ঘোষণাপত্রে সম্মতি দিয়েছে জি20 এর সদস্য দেশগুলি ৷ ইউক্রেন সমস্যার কথা উল্লেখ করেই তৈরি হয়েছে 'নয়াদিল্লি ঘোষণাপত্র' ৷

(তথ্য- সংবাদসংস্থা পিটিআই)

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: শনিবার থেকে নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে শুরু হয়েছে 2 দিনের জি20 শীর্ষ সম্মেলন ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো এবারের সম্মেলনে যোগ দেননি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও ৷ বৈঠকে চিনা প্রেসিডেন্টের এই অনুপস্থিতিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এদিন সম্মেলনের ফাঁকে মার্কিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বাইডেন জানান, এই জি20 সম্মেলনে চিনের প্রেসিডেন্ট জিনপিং যোগ দিলে ভালো হতো, তবে বৈঠক ভালো হয়েছে ৷ তাঁর কথায়, "চিনের প্রেসিডেন্ট থাকলে ভালো হতো, তবে সম্মেলন ভালোই চলছে ৷"

শনিবার জিনপিংকে নিয়ে এক প্রশ্নের উত্তরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, এটা প্রত্যেক দেশের বিষয় তারা কোনও সম্মেলনে কোন স্তরের প্রতিনিধিকে পাঠাবেন ৷ এর পিছনে কোনও মানে খোঁজা উচিত নয় ৷ তাঁর কথায়, "বৈঠকে কোন দেশ কোন অবস্থান নিল, কী ফলাফল হল ও সেই দেশের তরফে কী বলা হল তা গুরুত্বপূর্ণ ৷" উল্লেখ্য, চিনের প্রেসিডেন্টের অনুপস্থিতে এবারের জি20 সম্মেলনে সে দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং ৷

রাশিয়া ও চিনের প্রেসিডেন্ট ভারতে এই জি20 সম্মেলনে যোগ না-দিলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ গোষ্ঠীর বাকি দেশগুলির রাষ্ট্র প্রধানরা প্রায় সকলেই এই বৈঠকে হাজির হয়েছেন ৷ এবছর গোষ্ঠীর সভাপতি হিসেবে এই বৈঠক আয়োজনের দায়িত্ব পায় ভারত ৷ শনিবার ছিল সম্মেলনের প্রথম দিন ৷ রবিবারও চলবে এই শীর্ষ সম্মেলন ৷ শনিবার এই গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে আফ্রিকান ইউনিয়ন ৷ বিশ্বের বৃহৎ অর্থনীতির 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে এতদিন মূলত পরিচালিত হত জি20 ৷

আরও পড়ুন: জি20'র যৌথ ঘোষণাপত্রে সহমত রাষ্ট্রনেতারা, বড় কূটনৈতিক সাফল্য ভারতের

ভারতে এই সম্মেলনের প্রথম দিনেই যৌথ ঘোষণাপত্রে সম্মতি দিয়েছে জি20 এর সদস্য দেশগুলি ৷ ইউক্রেন সমস্যার কথা উল্লেখ করেই তৈরি হয়েছে 'নয়াদিল্লি ঘোষণাপত্র' ৷

(তথ্য- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.