ETV Bharat / international

Pillars of Creation: সৌরজগতের অনেক রহস্য ফাঁস করবে 'পিলার্স অফ ক্রিয়েশন' ! - নাসা

পিলার্স অফ ক্রিয়েশন (Pillars of Creation)-এর নতুন ছবি তুলল মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা (NASA)-এর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope) ৷ কী রয়েছে সেই ছবিতে ?

James Webb Telescope of NASA takes star filled portrait of Pillars of Creation
Pillars of Creation: সৌরজগতের অনেক রহস্য ফাঁস করবে 'পিলার্স অফ ক্রিয়েশন' !
author img

By

Published : Oct 20, 2022, 4:25 PM IST

নিউইয়র্ক, 20 অক্টোবর: পিলার্স অফ ক্রিয়েশন (Pillars of Creation) ! আদতে এটি একটি ছবি ৷ যার নেপথ্যে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা (NASA) ৷ তাদের শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে (James Webb Space Telescope) ধরা পড়েছে এই পিলার্স অফ ক্রিয়েশন ৷ শিল্প বা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে যে মানুষটির ন্যূনতম জ্ঞান বা আকর্ষণও নেই, তাঁকেও মুগ্ধ করে দেবে এই ছবির অপরূর দৃশ্য !

কী আছে এই ছবিতে ? নাসা-এর পেশ করা তথ্য অনুসারে, এই ছবিতে তিনটি পিলার বা স্তম্ভের মতো দেখতে কাঠামো ধরা পড়েছে ৷ এই ছবি ত্রিমাত্রিক ৷ এর বিরাট আয়তন আর চাকচিক্য় রাজকীয় ! এক ঝলকে দেখলে মনে হবে, যেন কেউ মহাকাশের তারকা রাজ্যের মধ্যে তিনটি ঝকমকে পাথরের স্তম্ভ তৈরি করেছে ৷ কিন্তু, সেই স্তম্ভ অগম্য নয় ৷

আরও পড়ুন: মঙ্গলের আকাশে খণ্ডিত মেরুপ্রভা ! নয়া আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

তবে, বাস্তবে মহাকাশের ওই অংশে কোনও পাথরের লেশমাত্র নেই ৷ বস্তুত, স্তম্ভের মতো দেখতে ওই গঠনগুলি তৈরি হয়েছে অত্যন্ত শীতল বাষ্প এবং ধূলিকণা দিয়ে ! সেগুলি অর্ধস্বচ্ছ ৷ এর মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে ৷ যার ফলে দেখলে মনে হয়, সেগুলি পাথরের তৈরি ফাঁপা স্তম্ভ ৷ যার ভিতরে অনায়াসেই প্রবেশ করা সম্ভব !

নাসা-এর তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "ওয়েবের তোলা এই ছবি মহাকাশ গবেষকদের বিশেষভাবে সাহায্য করবে ৷ তারকার গঠন সংক্রান্ত যে মডেলগুলি তৈরি করা হয়, সেগুলি আরও ভালোভাবে অধ্যয়ন করতে পারবেন তাঁরা ৷ এই ছবির সাহায্যে নতুন তৈরি হওয়া তারাগুলিকে আরও ভালো করে চিহ্নিত করা এবং বিশ্লেষণ করা যাবে ৷ একইসঙ্গে, মহাকাশের ওই এলাকায় বাষ্প এবং ধূলিকণার চরিত্র সম্পর্কেও আরও তথ্য সংগ্রহ করা সম্ভব হবে ৷"

নাসা-এর গবেষকদের বক্তব্য, লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে পিলার্স অফ ক্রিয়েশন ৷ কীভাবে সেই প্রক্রিয়া চলেছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে ৷ নতুন ছবিতে সেই গবেষণার কাজ আরও এগোবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ প্রসঙ্গত, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি বিশ্বের প্রধান মহাকাশ বিজ্ঞান মানমন্দিরের অন্তর্ভুক্ত ৷ এটি অত্যন্ত শক্তিশালী ৷ নাসা-এর দাবি, জেমস ওয়েবের তোলা নতুন ছবিটি আমাদের সৌরজগতের অনেক রহস্যের উপর থেকেও পর্দা তুলবে ৷

নিউইয়র্ক, 20 অক্টোবর: পিলার্স অফ ক্রিয়েশন (Pillars of Creation) ! আদতে এটি একটি ছবি ৷ যার নেপথ্যে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা (NASA) ৷ তাদের শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে (James Webb Space Telescope) ধরা পড়েছে এই পিলার্স অফ ক্রিয়েশন ৷ শিল্প বা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে যে মানুষটির ন্যূনতম জ্ঞান বা আকর্ষণও নেই, তাঁকেও মুগ্ধ করে দেবে এই ছবির অপরূর দৃশ্য !

কী আছে এই ছবিতে ? নাসা-এর পেশ করা তথ্য অনুসারে, এই ছবিতে তিনটি পিলার বা স্তম্ভের মতো দেখতে কাঠামো ধরা পড়েছে ৷ এই ছবি ত্রিমাত্রিক ৷ এর বিরাট আয়তন আর চাকচিক্য় রাজকীয় ! এক ঝলকে দেখলে মনে হবে, যেন কেউ মহাকাশের তারকা রাজ্যের মধ্যে তিনটি ঝকমকে পাথরের স্তম্ভ তৈরি করেছে ৷ কিন্তু, সেই স্তম্ভ অগম্য নয় ৷

আরও পড়ুন: মঙ্গলের আকাশে খণ্ডিত মেরুপ্রভা ! নয়া আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

তবে, বাস্তবে মহাকাশের ওই অংশে কোনও পাথরের লেশমাত্র নেই ৷ বস্তুত, স্তম্ভের মতো দেখতে ওই গঠনগুলি তৈরি হয়েছে অত্যন্ত শীতল বাষ্প এবং ধূলিকণা দিয়ে ! সেগুলি অর্ধস্বচ্ছ ৷ এর মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে ৷ যার ফলে দেখলে মনে হয়, সেগুলি পাথরের তৈরি ফাঁপা স্তম্ভ ৷ যার ভিতরে অনায়াসেই প্রবেশ করা সম্ভব !

নাসা-এর তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "ওয়েবের তোলা এই ছবি মহাকাশ গবেষকদের বিশেষভাবে সাহায্য করবে ৷ তারকার গঠন সংক্রান্ত যে মডেলগুলি তৈরি করা হয়, সেগুলি আরও ভালোভাবে অধ্যয়ন করতে পারবেন তাঁরা ৷ এই ছবির সাহায্যে নতুন তৈরি হওয়া তারাগুলিকে আরও ভালো করে চিহ্নিত করা এবং বিশ্লেষণ করা যাবে ৷ একইসঙ্গে, মহাকাশের ওই এলাকায় বাষ্প এবং ধূলিকণার চরিত্র সম্পর্কেও আরও তথ্য সংগ্রহ করা সম্ভব হবে ৷"

নাসা-এর গবেষকদের বক্তব্য, লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে পিলার্স অফ ক্রিয়েশন ৷ কীভাবে সেই প্রক্রিয়া চলেছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে ৷ নতুন ছবিতে সেই গবেষণার কাজ আরও এগোবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ প্রসঙ্গত, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি বিশ্বের প্রধান মহাকাশ বিজ্ঞান মানমন্দিরের অন্তর্ভুক্ত ৷ এটি অত্যন্ত শক্তিশালী ৷ নাসা-এর দাবি, জেমস ওয়েবের তোলা নতুন ছবিটি আমাদের সৌরজগতের অনেক রহস্যের উপর থেকেও পর্দা তুলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.