ওয়েলিংটন, 24 জানুয়ারি: সকালেই তাঁর সতীর্থ, সাংবাদিকদের সঙ্গে দেখা করেছেন ৷ আজ তাঁর বিদায়ের দিন ৷ যাওয়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, "মনে করুণা থাকুক, কিন্তু মন শক্ত রাখবেন" ৷ তাঁর সময় শেষ ৷ ট্যাঙ্কে অন্যদের দেওয়ার মতো আর কিছু নেই, জানিয়ে পরবর্তী নির্বাচনের আগে 19 জানুয়ারি নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন জাসিন্ডা আরর্ডার্ন ৷ নিউজিল্যান্ডের কনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং বিশ্বের সবচেয়ে কম বয়সি মহিলা রাষ্ট্রপ্রধান ৷ এই রাষ্ট্রনায়ককে ঘিরে বারে বারে বিশ্বের খবরের শিরোনামে উঠে এসেছে ছোট্ট দ্বীপ নিউজিল্যান্ড (New Zealand Prime Minister Jacinda Ardern resigns) ৷
2017 সালে মাত্র 37 বছর বয়সে বামপন্থী লেবার পার্টির নির্বাচিত নেত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হন ৷ পাঁচ বছরে এমন কী করলেন যে আন্তর্জাতিক মহলে তাঁকে নিয়ে শোরগোল পড়ে গেল ? 2018 সালের 21 জুন মাসে কন্যা সন্তানের জন্ম দেন প্রধানমন্ত্রী জাসিন্ডা ৷ 24 সেপ্টেম্বরের শেষে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations general assembly) অংশ নেন তিনি ৷ আর তাঁর সঙ্গে ছিল তাঁর তিন মাসের ছোট্ট শিশুকন্যা ৷ সেদিন তিনি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন ৷ ছোট্ট শিশুর সঙ্গে খেলা করে সেদিন মঞ্চে বক্তৃতা দিতে উঠেছিলেন জাসিন্ডা ৷
আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন জাসিন্ডা আর্ডান
2019 সালের 15 মার্চ, শুক্রবার ৷ দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপটি কেঁপে উঠল ৷ না, আগ্নেয়গিরি দ্বীপে কোনও ভূমিকম্প হয়নি ৷ ক্রাইস্টচার্চ এলাকায় দু'টি মসজিদে হামলা চালায় এক অস্ট্রেলিয় শ্বেতাঙ্গ চরমপন্থী ব্রেনটন টারান্ট (Brenton Tarrant, Christchurch mosque shootings) ৷ প্রথমে আল নূর মসজিদে 44 জনকে গুলি করে হত্যা করে সে লিনউড মসজিদের দিকে রওনা দেয় ৷ সেখানে 7 জনকে খুন করে ৷ সবমিলিয়ে তাঁর গুলিতে প্রাণ হারান 51 জন ৷ মর্মান্তিক ঘটনার কথা জানতে পারে প্রধানমন্ত্রী জাসিন্ডা সঙ্গে সঙ্গে হিজাব পরে হাজির হন মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ৷ সেদিন দেশের শোকের মুখ হয়ে উঠেছিলেন নেত্রী ৷
জাসিন্ডাকে মনে রাখার আরও একটা কারণ অবশ্যই 'জিরো কোভিড নীতি' (zero-tolerance strategy) ৷ এমনিতেই ভৌগোলিক অবস্থানের কারণে বাকিদের থেকে খানিকটা বিচ্ছিন্ন নিউজিল্যান্ড ৷ তাও কোনও ঝুঁকি না নিয়ে কোভিড সংক্রমণের সঙ্গে সঙ্গে দেশের সীমান্ত বন্ধ করে দেন প্রধানমন্ত্রী জাসিন্ডা ৷ পশ্চিমী উন্নয়নশীল দেশগুলির থেকে নিউজিল্যান্ডেই করোনা সংক্রমণে মৃত্যুর হার সবচেয়ে কম ছিল ৷ একটি সংক্রমণের খবর পাওয়া মাত্রই দেশে সঙ্গে সঙ্গে লকডাউন চালু করেছিলেন জাসিন্ডা ৷
2020 সালে পুনর্নির্বাচনে জাসিন্ডার নেতৃত্বে ফের ক্ষমতায় ফেরে লেবার পার্টি ৷ ফের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান ৷ তাঁর মন্ত্রিসভায় 40 শতাংশ মহিলা, 25 শতাংশ মাওরি সম্প্রদায়ভুক্ত এবং 15 শতাংশ এলজিবিটিকিউ কমিউনিটির, যা নিউজিল্যান্ডে কার্যত ইতিহাস ৷ 19 জানুয়ারি তাঁর প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার ঘোষণায় দেশের বহু নাগরিক শোকাহত ৷ একটি আবেগী ঘোষণায় তিনি বললেন, "আশা করছি, এমন একটি নিউজিল্যান্ডকে আমি ছেড়ে যাচ্ছি, যেখানে দেশবাসীর মনে করুণা থাকবে, কিন্তু সঙ্গে তাঁরা দৃঢ়চেতা হবেন ৷ সমব্যথী কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, আশাবাদী হবেন কিন্তু লক্ষ্যে স্থির থাকবেন ৷"
আরও পড়ুন: ওমিক্রন রুখতে নিজের বিয়ে বাতিল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর