ETV Bharat / international

ইজরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু দেশেরই 3 বন্দির, অনুতপ্ত সেনা; প্রাণ গেল সাংবাদিকেরও - ইজরায়েল সেনার গুলিতে মৃত দেশেরই 3 বন্দি

Israeli military mistakenly kills 3 Israeli hostages: যুদ্ধ করতে করতে হঠাৎ তিন ইজরায়েলি বন্দিকে খুঁজে পায় ইজরায়েলি সেনা ৷ তাঁরা যে বন্দি, তা বুঝতে উঠতে পারেনি দেশের সামরিক বাহিনী ৷ তাদেরই গুলিতে প্রাণ হারাল ইজরায়েলি বন্দিরা ৷

ETV Bharat
ইজরায়েল হামাস যুদ্ধে ভুলবশত 3 ইজরায়েল বন্দির হত্য়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 8:17 AM IST

Updated : Dec 16, 2023, 8:23 AM IST

রাফাহ, 16 ডিসেম্বর: ভুল করে ইজরায়েলের বন্দিদেরই হত্যা করল সেদেশের সামরিক বাহিনী ৷ শুক্রবার গাজায় হামাসের বিরুদ্ধে হামলা চালাচ্ছিল ইজরায়েলের সেনা ৷ তখনই এই অঘটন ঘটে গিয়েছে বলে খবর ৷ এই প্রসঙ্গে ইজরায়েল সেনার প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, "ইজরায়েলের বাহিনী বন্দিদের খুঁজে পায় ৷ আর তারা ভেবেছিল ওই বন্দিরা হয়তো কোনও নাশকতা করার পরিকল্পনা করছে ৷ তাই তাদের হত্যা করে। বন্দিরা পালিয়ে এসেছিল নাকি তাদের ছেড়ে দেওয়া হয়েছে, সেটা স্পষ্ট জানা যাচ্ছিল না ৷"

  • The name of the third hostage mistakenly killed during the incident, was approved for publication by his family.

    Alon Shamriz, kidnapped from Kibbutz Kfar Aza by the Hamas terrorist organization on October 7.

    — Israel Defense Forces (@IDF) December 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আল জাজিরা সংবাদমাধ্যমের এক সাংবাদিককেও হত্যা করেছে ইজরায়েলের সেনা ৷ ওই সাংবাদিক গাজায় ক্যামেরাম্যান হিসেবে কাজ করছিলেন ৷

ইজরায়েলি বন্দিদের হত্যার ঘটনাটি ঘটেছে গাজা শহরের শিজাইয়া এলাকায় ৷ সেখানে হামাসের বিরুদ্ধে ইজরায়েল সেনা অভিযান চালাচ্ছিল ৷ ইজরায়েল সেনার প্রধান মুখপাত্র জানিয়েছেন, ভুলবশত ইজরায়েলি বন্দিদের হত্যায় সেনা গভীর দুঃখ প্রকাশ করেছে ৷ এর তদন্ত শুরু করেছে ৷ এদিকে শুক্রবারই প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে আমেরিকার শীর্ষ আধিকারিকদের বৈঠক হওয়ার কথা৷ যুদ্ধ শেষ হলে গাজায় প্যালেস্তাইনের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ 2007 সালে হামাস ওই এলাকা দখল করে এবং প্যালেস্তাইনের নিরাপত্তা বাহিনীকে বের করে দেয় ৷

ইজরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের ক্ষমতায় রয়েছে প্যালেস্তাইন সরকার ৷ এর প্রসিডেন্ট মাহমুদ আব্বাস ৷ তিনি প্যালেস্তাইন নাগিরকদের মধ্যে তেমন একটা জনপ্রিয় নন বলেই জানা গিয়েছে ৷ অন্যদিকে, গাজায় এই প্যালেস্তাইন সরকারের নিরাপত্তা বাহিনীর মোতায়েন করা হলে, তার তীব্র বিরোধিতা করবে বলে আগাম জানিয়ে রেখেছে ইজরায়েল ৷

বিভিন্ন দেশ-সহ রাষ্ট্রসংঘ ইজরায়েলকে এই যুদ্ধ থামানোর জন্য চাপ দিচ্ছে ৷ রাষ্ট্রসঙ্ঘে দুটি আলাদা আলাদা প্রস্তাবও পেশ হয়েছে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু এই যুদ্ধ চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ ৷ গাজায় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, ইজরায়েল-হামাস যুদ্ধে এখনও পর্যন্ত 18 হাজার 700 জন প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ 7 অক্টোবর ভোরে ইজরায়েলে আচমকা আক্রমণ চালায় হামাস ৷ রকেট, বোমা ছুড়তে থাকে হামাস বাহিনী ৷ পাশাপাশি সাধারণ নাগরিকদেরও বন্দি করেছে তারা ৷ এই ঘটনায় 1 হাজার 200 জনের মৃত্যু হয়েছে ৷ এরপরই ইজরায়েল পালটা গাজায় আক্রমণ চালাতে শুরু করে, তা এখনও চলছে ৷

আরও পড়ুন:

  1. রাষ্ট্রসংঘে ইজরায়েল-হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব ! পক্ষে ভোট ভারতের
  2. গত 24 ঘণ্টায় মৃত কমপক্ষে 200 প্যালেস্তানীয় ! যুদ্ধবিরতি শেষে আরও আক্রমণাত্মক ইজরায়েল
  3. ইরানের থানায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হামলায় 11 জনের মৃত্যু

রাফাহ, 16 ডিসেম্বর: ভুল করে ইজরায়েলের বন্দিদেরই হত্যা করল সেদেশের সামরিক বাহিনী ৷ শুক্রবার গাজায় হামাসের বিরুদ্ধে হামলা চালাচ্ছিল ইজরায়েলের সেনা ৷ তখনই এই অঘটন ঘটে গিয়েছে বলে খবর ৷ এই প্রসঙ্গে ইজরায়েল সেনার প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, "ইজরায়েলের বাহিনী বন্দিদের খুঁজে পায় ৷ আর তারা ভেবেছিল ওই বন্দিরা হয়তো কোনও নাশকতা করার পরিকল্পনা করছে ৷ তাই তাদের হত্যা করে। বন্দিরা পালিয়ে এসেছিল নাকি তাদের ছেড়ে দেওয়া হয়েছে, সেটা স্পষ্ট জানা যাচ্ছিল না ৷"

  • The name of the third hostage mistakenly killed during the incident, was approved for publication by his family.

    Alon Shamriz, kidnapped from Kibbutz Kfar Aza by the Hamas terrorist organization on October 7.

    — Israel Defense Forces (@IDF) December 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আল জাজিরা সংবাদমাধ্যমের এক সাংবাদিককেও হত্যা করেছে ইজরায়েলের সেনা ৷ ওই সাংবাদিক গাজায় ক্যামেরাম্যান হিসেবে কাজ করছিলেন ৷

ইজরায়েলি বন্দিদের হত্যার ঘটনাটি ঘটেছে গাজা শহরের শিজাইয়া এলাকায় ৷ সেখানে হামাসের বিরুদ্ধে ইজরায়েল সেনা অভিযান চালাচ্ছিল ৷ ইজরায়েল সেনার প্রধান মুখপাত্র জানিয়েছেন, ভুলবশত ইজরায়েলি বন্দিদের হত্যায় সেনা গভীর দুঃখ প্রকাশ করেছে ৷ এর তদন্ত শুরু করেছে ৷ এদিকে শুক্রবারই প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে আমেরিকার শীর্ষ আধিকারিকদের বৈঠক হওয়ার কথা৷ যুদ্ধ শেষ হলে গাজায় প্যালেস্তাইনের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ 2007 সালে হামাস ওই এলাকা দখল করে এবং প্যালেস্তাইনের নিরাপত্তা বাহিনীকে বের করে দেয় ৷

ইজরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের ক্ষমতায় রয়েছে প্যালেস্তাইন সরকার ৷ এর প্রসিডেন্ট মাহমুদ আব্বাস ৷ তিনি প্যালেস্তাইন নাগিরকদের মধ্যে তেমন একটা জনপ্রিয় নন বলেই জানা গিয়েছে ৷ অন্যদিকে, গাজায় এই প্যালেস্তাইন সরকারের নিরাপত্তা বাহিনীর মোতায়েন করা হলে, তার তীব্র বিরোধিতা করবে বলে আগাম জানিয়ে রেখেছে ইজরায়েল ৷

বিভিন্ন দেশ-সহ রাষ্ট্রসংঘ ইজরায়েলকে এই যুদ্ধ থামানোর জন্য চাপ দিচ্ছে ৷ রাষ্ট্রসঙ্ঘে দুটি আলাদা আলাদা প্রস্তাবও পেশ হয়েছে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু এই যুদ্ধ চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ ৷ গাজায় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, ইজরায়েল-হামাস যুদ্ধে এখনও পর্যন্ত 18 হাজার 700 জন প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ 7 অক্টোবর ভোরে ইজরায়েলে আচমকা আক্রমণ চালায় হামাস ৷ রকেট, বোমা ছুড়তে থাকে হামাস বাহিনী ৷ পাশাপাশি সাধারণ নাগরিকদেরও বন্দি করেছে তারা ৷ এই ঘটনায় 1 হাজার 200 জনের মৃত্যু হয়েছে ৷ এরপরই ইজরায়েল পালটা গাজায় আক্রমণ চালাতে শুরু করে, তা এখনও চলছে ৷

আরও পড়ুন:

  1. রাষ্ট্রসংঘে ইজরায়েল-হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব ! পক্ষে ভোট ভারতের
  2. গত 24 ঘণ্টায় মৃত কমপক্ষে 200 প্যালেস্তানীয় ! যুদ্ধবিরতি শেষে আরও আক্রমণাত্মক ইজরায়েল
  3. ইরানের থানায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হামলায় 11 জনের মৃত্যু
Last Updated : Dec 16, 2023, 8:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.