জেরুজালেম, 6 অগস্ট: 'মগজখেকো অ্য়ামিবা'র (Brain-eating Amoeba) কবলে পড়ে প্রাণ গেল 36 বছরের এক ইজরায়েলি যুবকের ! ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেই এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ৷ এই প্রসঙ্গে তাদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, ওই যুবক নায়েগ্লেরিয়াসিস (Naegleriasis) নামে এক বিরল অসুখে আক্রান্ত হন ৷ চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে প্রাইমারি অ্যামিওবিক মেনিনগোএনসেফেলাইটিস (Primary Amoebic Meningoencephalitis) বলা হয় ৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নায়েগ্লেরিয়াসিস আদতে এক ধরনের বিরল সংক্রমণ ৷ যা মানুষের মস্তিষ্কে ছড়িয়ে পড়ে (Rare Brain Infection) ৷ এর নেপথ্য়ে রয়েছে 'নায়েগ্লেরিয়া ফাওলেরি' (Naegleria Fowleri) নামে এক ধরনের অ্য়ামিবা (Amoeba) ৷ যার প্রধান খাদ্য হল মস্তিষ্ক ৷ এই এককোষী জীব সাধারণত মৃদু উষ্ণ পরিষ্কার জলে বসবাস করে ৷ বিভিন্ন স্বচ্ছ ও স্বাদু জলের জলাশয়, নদীতে নায়েগ্লেরিয়া ফাওলেরির সন্ধান মেলে ৷ অনেক সময় পাহাড়ি ঝর্না এবং প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণেও এই অ্য়ামিবা ঘাঁটি গাড়ে ৷ সাঁতার কাটার সময় বা বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস চলাকালীন নায়েগ্লেরিয়া ফাওলেরির শিকার হওয়ার আশঙ্কা থাকে ৷ আর একবার এর কবলে পড়লে অধিকাংশ ক্ষেত্রেই বাঁচার কোনও সম্ভাবনা থাকে না ৷
আরও পড়ুন: জরায়ু ক্যানসার চিকিৎসায় নয়া দিগন্ত, বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পেল প্রথম দিশি ভ্যাকসিন
ইজরায়েলের ওই যুবক যে এই বিরল অসুখে আক্রান্ত হয়েছেন, তা প্রথম ধরা পড়ে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রের প্যাথোলজিক্যাল ল্য়াবে ৷ কিন্তু, সেখানকার চিকিৎসকরা এই বিষয়ে নিশ্চিত ছিলেন না ৷ তাই ওই যুবকের শরীর থেকে সংগৃহীত নমুনা আরও পরীক্ষার জন্য আমেরিকায় পাঠানো হয় ৷ তিনি কীভাবে এই রোগের কবলে পড়লেন, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে ৷
চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত নাক দিয়ে এই অ্য়ামিবা মানুষের মস্তিষ্কে প্রবেশ করে ৷ নায়েগ্লেরিয়াসিসে আক্রান্ত হওয়ার প্রাথমিক উপসর্গগুলি হল মাথাব্য়থা, জ্বর, বমি ভাব এবং বমি ৷ 'নায়েগ্লেরিয়া ফাওলেরি'-এর কবলে পড়ার মাত্র ন'দিনের মধ্যেই পরিস্থিতি জটিল হতে শুরু করে ৷ মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়তেই রোগীর ঘাড় শক্ত হয়ে যায় ৷ মাঝেমধ্যেই খিঁচুনি হতে শুরু করে ৷ রোগী এমন অনেক কিছু দেখতে পান, যা বাস্তবে ঘটে না (Hallucination) ৷