ETV Bharat / international

Israel-Hamas War: ইজরায়েলে হামাসের হামলা, জঙ্গিগোষ্ঠীর অস্ত্রসম্ভারের ভিডিয়ো প্রকাশ আইডিএফের - ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধ

7 অক্টোবর হামাস ইজরায়েলের বিরুদ্ধে কী কী অস্ত্র ব্যবহার করেছিল ? সেই অস্ত্র নাকি খুঁজে পেয়েছে দেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷ তেমন ভিডিয়ো পোস্ট করেছে আইডিএফ ৷

ETV Bharat
ইজরায়েলের দাবি হামাস এই অস্ত্রগুলি ব্যবহার করেছে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 6:07 PM IST

তেল আভিভ, 8 নভেম্বর: হামাস-নিকেশ যজ্ঞে নেমেছে ইজরায়েল ৷ সেই যুদ্ধ এখনও চলছে ৷ আজ 33তম দিন ৷ 7 অক্টোবর অতর্কিতে হামলা চালায় হামাস ৷ তারপরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এই প্রতি-আক্রমণে সাধারণ মানুষের জীবনে আর্তনাদ নেমে এসেছে ৷ বিশ্বজুড়ে কঠিন সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল ৷

  • Raw footage: Here are some of the weapons found on Hamas' terrorists on October 7th.

    1,493 hand grenades and explosives, 760 RPGs, 427 explosive belts, 375 firearms, 106 rockets and missiles.
    These are just a few of the weapons used to massacre over 1,400 Israeli civilians.… pic.twitter.com/TFVpSqNxtH

    — Israel Defense Forces (@IDF) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্টোবর মাসের সেই ভোরে ইজরায়েলের উপর হামলা চালানোর সময় কী কী অস্ত্র ছিল হামাসের হাতে ? তারই প্রমাণ এসেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের কাছে ৷ সোশাল মিডিয়ায় একটি পরিসংখ্যানে আইডিএফ জানিয়েছে, হামাসের কাছে 760 টি রকেট প্রপেলড গ্রেনেড বা আরপিজি ছিল ৷ এছাড়া 1 হাজার 493টি গ্রেনেড ও বিস্ফোরক, 375টি আগ্নেয়াস্ত্র, 427টি এক্সপ্লোসিভ বেল্ট ছিল হামাস গোষ্ঠীর হামলাকারীদের কাছে ৷

  • “The Israeli navy has been working in full cooperation with the forces operating on the ground in Gaza.”
    - Commander of Ashdod Navy Base, Col. Eitan Paz

    In the past month, our navy has successfully neutralized numerous terrorists and terror targets within Gaza. Our forces are… pic.twitter.com/jXBqn58tuB

    — Israel Defense Forces (@IDF) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর একটি ভিডিয়ো পোস্ট করেছে আইডিএফ ৷ তাতে সারি দিয়ে সাজানো রয়েছে হামাসের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ৷ আইডিএফ আরও লিখেছে, "1 হাজার 400 জন ইজরায়েলি নাগরিককে হত্যা করতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, এগুলি তার মধ্যে কয়েকটি মাত্র ৷ এই অস্ত্র দিয়ে নিরপরাধ মানুষকে খুন করা হয়েছে ৷"

  • These are just a few of the terrorists' weapons found by the IDF after the October 7th massacre.
    Put things into perspective. pic.twitter.com/seXFrxH3Rj

    — Israel Defense Forces (@IDF) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একদিকে গাজায় হামাসকে নিঃশেষ করতে নেমেছে ইজরায়েলের সেনা ৷ অন্যদিকে ইজরায়েলের নৌ-বাহিনীও জঙ্গি নিকেশ করতে সামুদ্রিক অভিযান চালাচ্ছে ৷ আইডিএফ সোশাল মিডিয়ায় জানিয়েছে, "গত মাসে আমাদের নৌ-বাহিনী সাফল্যের সঙ্গে গাজায় বহু জঙ্গিকে শেষ করেছে ৷ আমাদের বাহিনী সমুদ্রেও সমান নজরদারি চালাচ্ছে ৷ জঙ্গিদের নিশানাগুলির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে ৷"

  • Hamas’ cynical use of the civilian population has been further revealed:

    🔺 IDF Paratroopers Brigade operating in Northern Gaza exposed the opening of an underground terror tunnel near an amusement park and another found near a university.

    🔺 A weapon warehouse, containing… pic.twitter.com/cd9FaeJDfO

    — Israel Defense Forces (@IDF) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরেকটি ভিডিয়ো পোস্ট করে আইডিএফ লিখেছে, "হামাস নিষ্ঠুরভাবে সাধারণ নাগরিকদের ব্যবহার করেছে ৷ তা ফের সামনে এল ৷" ভিডিয়োয় দেখা যাচ্ছে এক ইজরায়েলি সেনা জনমানুষহীন একটি পার্কে প্রহরা দিচ্ছেন ৷ সেখানে পার্কের ঠিক নীচেই হামাসের একটি টানেলের খোঁজ পাওয়া গিয়েছে ৷ ওই টানেলে অস্ত্র মজুত করা থাকত ৷

আরও পড়ুন: অ্যানাস্থেশিয়া ছাড়াই শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার, জল-ওষুধ-চিকিৎসকের অভাবে গাজা সাক্ষাৎ নরক

তেল আভিভ, 8 নভেম্বর: হামাস-নিকেশ যজ্ঞে নেমেছে ইজরায়েল ৷ সেই যুদ্ধ এখনও চলছে ৷ আজ 33তম দিন ৷ 7 অক্টোবর অতর্কিতে হামলা চালায় হামাস ৷ তারপরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এই প্রতি-আক্রমণে সাধারণ মানুষের জীবনে আর্তনাদ নেমে এসেছে ৷ বিশ্বজুড়ে কঠিন সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল ৷

  • Raw footage: Here are some of the weapons found on Hamas' terrorists on October 7th.

    1,493 hand grenades and explosives, 760 RPGs, 427 explosive belts, 375 firearms, 106 rockets and missiles.
    These are just a few of the weapons used to massacre over 1,400 Israeli civilians.… pic.twitter.com/TFVpSqNxtH

    — Israel Defense Forces (@IDF) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্টোবর মাসের সেই ভোরে ইজরায়েলের উপর হামলা চালানোর সময় কী কী অস্ত্র ছিল হামাসের হাতে ? তারই প্রমাণ এসেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের কাছে ৷ সোশাল মিডিয়ায় একটি পরিসংখ্যানে আইডিএফ জানিয়েছে, হামাসের কাছে 760 টি রকেট প্রপেলড গ্রেনেড বা আরপিজি ছিল ৷ এছাড়া 1 হাজার 493টি গ্রেনেড ও বিস্ফোরক, 375টি আগ্নেয়াস্ত্র, 427টি এক্সপ্লোসিভ বেল্ট ছিল হামাস গোষ্ঠীর হামলাকারীদের কাছে ৷

  • “The Israeli navy has been working in full cooperation with the forces operating on the ground in Gaza.”
    - Commander of Ashdod Navy Base, Col. Eitan Paz

    In the past month, our navy has successfully neutralized numerous terrorists and terror targets within Gaza. Our forces are… pic.twitter.com/jXBqn58tuB

    — Israel Defense Forces (@IDF) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর একটি ভিডিয়ো পোস্ট করেছে আইডিএফ ৷ তাতে সারি দিয়ে সাজানো রয়েছে হামাসের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ৷ আইডিএফ আরও লিখেছে, "1 হাজার 400 জন ইজরায়েলি নাগরিককে হত্যা করতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, এগুলি তার মধ্যে কয়েকটি মাত্র ৷ এই অস্ত্র দিয়ে নিরপরাধ মানুষকে খুন করা হয়েছে ৷"

  • These are just a few of the terrorists' weapons found by the IDF after the October 7th massacre.
    Put things into perspective. pic.twitter.com/seXFrxH3Rj

    — Israel Defense Forces (@IDF) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একদিকে গাজায় হামাসকে নিঃশেষ করতে নেমেছে ইজরায়েলের সেনা ৷ অন্যদিকে ইজরায়েলের নৌ-বাহিনীও জঙ্গি নিকেশ করতে সামুদ্রিক অভিযান চালাচ্ছে ৷ আইডিএফ সোশাল মিডিয়ায় জানিয়েছে, "গত মাসে আমাদের নৌ-বাহিনী সাফল্যের সঙ্গে গাজায় বহু জঙ্গিকে শেষ করেছে ৷ আমাদের বাহিনী সমুদ্রেও সমান নজরদারি চালাচ্ছে ৷ জঙ্গিদের নিশানাগুলির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে ৷"

  • Hamas’ cynical use of the civilian population has been further revealed:

    🔺 IDF Paratroopers Brigade operating in Northern Gaza exposed the opening of an underground terror tunnel near an amusement park and another found near a university.

    🔺 A weapon warehouse, containing… pic.twitter.com/cd9FaeJDfO

    — Israel Defense Forces (@IDF) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরেকটি ভিডিয়ো পোস্ট করে আইডিএফ লিখেছে, "হামাস নিষ্ঠুরভাবে সাধারণ নাগরিকদের ব্যবহার করেছে ৷ তা ফের সামনে এল ৷" ভিডিয়োয় দেখা যাচ্ছে এক ইজরায়েলি সেনা জনমানুষহীন একটি পার্কে প্রহরা দিচ্ছেন ৷ সেখানে পার্কের ঠিক নীচেই হামাসের একটি টানেলের খোঁজ পাওয়া গিয়েছে ৷ ওই টানেলে অস্ত্র মজুত করা থাকত ৷

আরও পড়ুন: অ্যানাস্থেশিয়া ছাড়াই শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার, জল-ওষুধ-চিকিৎসকের অভাবে গাজা সাক্ষাৎ নরক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.