ETV Bharat / international

Israel-Hamas Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি! হামাসের হামলায় ইজরায়েলে প্রাণ গেল 800 জনের, পালটা গাজায় মৃত 500 - battles to dislodge Hamas fighters

ভয়াবহের যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য ৷ এমতাবস্থায় রবিবার ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সেনাবাহিনীর বিশেষদলকে পাঠানো হবে ৷ দুই পক্ষের হামলা এখনও পর্যন্ত 1300 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

Etv Bharat
ইজরায়েলে হামলা হামাসের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 8:52 AM IST

Updated : Oct 9, 2023, 10:36 PM IST

তেল হাভিভ, 9 অক্টোবর: মধ্যপ্রাচ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ৷ হামাসের হামলার পালটা জবাব দিচ্ছে ইজরায়েল ৷ তথ্য বলছে, হামাসের হামলায় এখনও পর্যন্ত ইজরায়েলে কমপক্ষে 800 জনের মৃত্যু হয়েছে ৷ পালটা গাজায় কমপক্ষে 500 প্যালেস্তানি নাগরিককে মেরেছে ইজরায়েল সেনা ৷ হামাসকে জবাব দিতে ইজরায়েলের সরকার যুদ্ধের পথেই হেঁটেছে ৷ পাশাপাশি সেদেশের সেনাকে সমস্ত প্রয়োজনীয় পদক্ষপ নেওয়ার অনুমতি দিয়েছে ৷ সবমিলিয়ে দু'তরফের প্রায় 1300 নাগরিকের মৃত্যু হয়েছে ৷ গত 24 ঘণ্টায় প্রায় 3 লক্ষ মানুষকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

সমস্যার সূত্রপাত কমবেশি 40 ঘণ্টা আগে ৷ ইজরায়েলে কার্যত নজিরবিহীন কায়দায় হামলা চালায় হামাস ৷ পালটা দেয় ইজরায়েল ৷ এরপর আবারও হামলা করে হামাস ৷ বলা যেতে পারে ঘটনাক্রম এদিকে যাওয়ার পরেই কার্যত যুদ্ধের পথে হেঁটেছে ইজরায়েল ৷ হামাসের হামলার পরপরই ইজরায়েলের পাশে থাকার বার্তা দেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷

সেই মতো রবিবার ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সেনাবাহিনীর বিশেষ দলকে পাঠানো হবে ৷ মার্কিন নৌসেনার এই বিশেষ বাহিনীতে রয়েছেন 5 হাজার জওয়ান ৷ পাশাপাশি রয়েছে হামলা চালানোর অত্যধুনিক পদ্ধতিও ৷ এদিকে, ইজরায়েলে হামাসের হামলা শুরু হওয়ার পর পাশে থাকার বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

আরও পড়ুন: প্যালেস্তাইন-ইজরায়েল বিবাদের ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক ও আর্থ-সামাজিক অঙ্ক

অন্যদিকে, ইজরায়েলে আটকে পড়েছিলেন বহু ভারতীয় ৷ রবিবার দেশে ফিরেছেন অভিনেত্রী নুসরত ভারুচা ৷ তিনি ইজরায়েলে গিয়ে আটকে পড়েছিলেন। পাশাপাশি নিরাপদে ইজরায়েল থেকে মেঘালয়ের 27 জন বাসিন্দাকে মিশরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, এই 27 জন জেরুজালেমে পবিত্র যাত্রায় অংশ নিতে গিয়েছিলেন ৷ পরে বেথেলহেমে আটকে পড়েন ৷ সেখান থেকে বিদেশমন্ত্রকের তৎপরতায় তাঁদের উদ্ধার করে মিশরে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর মিশর থেকে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে ৷

তেল হাভিভ, 9 অক্টোবর: মধ্যপ্রাচ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ৷ হামাসের হামলার পালটা জবাব দিচ্ছে ইজরায়েল ৷ তথ্য বলছে, হামাসের হামলায় এখনও পর্যন্ত ইজরায়েলে কমপক্ষে 800 জনের মৃত্যু হয়েছে ৷ পালটা গাজায় কমপক্ষে 500 প্যালেস্তানি নাগরিককে মেরেছে ইজরায়েল সেনা ৷ হামাসকে জবাব দিতে ইজরায়েলের সরকার যুদ্ধের পথেই হেঁটেছে ৷ পাশাপাশি সেদেশের সেনাকে সমস্ত প্রয়োজনীয় পদক্ষপ নেওয়ার অনুমতি দিয়েছে ৷ সবমিলিয়ে দু'তরফের প্রায় 1300 নাগরিকের মৃত্যু হয়েছে ৷ গত 24 ঘণ্টায় প্রায় 3 লক্ষ মানুষকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

সমস্যার সূত্রপাত কমবেশি 40 ঘণ্টা আগে ৷ ইজরায়েলে কার্যত নজিরবিহীন কায়দায় হামলা চালায় হামাস ৷ পালটা দেয় ইজরায়েল ৷ এরপর আবারও হামলা করে হামাস ৷ বলা যেতে পারে ঘটনাক্রম এদিকে যাওয়ার পরেই কার্যত যুদ্ধের পথে হেঁটেছে ইজরায়েল ৷ হামাসের হামলার পরপরই ইজরায়েলের পাশে থাকার বার্তা দেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷

সেই মতো রবিবার ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সেনাবাহিনীর বিশেষ দলকে পাঠানো হবে ৷ মার্কিন নৌসেনার এই বিশেষ বাহিনীতে রয়েছেন 5 হাজার জওয়ান ৷ পাশাপাশি রয়েছে হামলা চালানোর অত্যধুনিক পদ্ধতিও ৷ এদিকে, ইজরায়েলে হামাসের হামলা শুরু হওয়ার পর পাশে থাকার বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

আরও পড়ুন: প্যালেস্তাইন-ইজরায়েল বিবাদের ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক ও আর্থ-সামাজিক অঙ্ক

অন্যদিকে, ইজরায়েলে আটকে পড়েছিলেন বহু ভারতীয় ৷ রবিবার দেশে ফিরেছেন অভিনেত্রী নুসরত ভারুচা ৷ তিনি ইজরায়েলে গিয়ে আটকে পড়েছিলেন। পাশাপাশি নিরাপদে ইজরায়েল থেকে মেঘালয়ের 27 জন বাসিন্দাকে মিশরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, এই 27 জন জেরুজালেমে পবিত্র যাত্রায় অংশ নিতে গিয়েছিলেন ৷ পরে বেথেলহেমে আটকে পড়েন ৷ সেখান থেকে বিদেশমন্ত্রকের তৎপরতায় তাঁদের উদ্ধার করে মিশরে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর মিশর থেকে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে ৷

Last Updated : Oct 9, 2023, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.