ETV Bharat / international

Massive Fire at Iraq: ইরাকের বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, মৃত অন্ততপক্ষে 100; জখম 150 - ইরাকের বিয়েবাড়িতে বিধ্বংসী আগুন

বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে একশো জনের ৷ আহত প্রায় 150 জন ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইরাকের মসুল শহরের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে ৷

ETV Bharat
ইরাকের বিয়েবাড়িতে ভয়াবহ আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 9:12 AM IST

Updated : Sep 27, 2023, 11:19 AM IST

বাগদাদ, 27 সেপ্টেম্বর: বিয়েবাড়ির অনুষ্ঠানে কমপক্ষে 100 জনের পুড়ে মৃত্যু হল ৷ জখম 150 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ইরাকে ৷ বুধবার প্রশাসন জানিয়েছে, ইরাকের নিনোভাহ প্রদেশের হামদানিয়া এলাকায় বিয়েবাড়িতে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে ৷ হামদানিয়া ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমে মসুল শহরের বাইরে অবস্থিত ৷ রাজধানী থেকে এর দূরত্ব 335 কিলোমিটার ৷

বিভিন্ন সংবাদমাধ্যমে বিয়েবাড়ির ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়েছে । ওই বিয়েবাড়ির হলটির মধ্যে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া মৃতদেহ ৷ এক ব্যক্তি দমকলবাহিনীর কর্মীদের উদ্দেশ্যে করে চিৎকার করছেন ৷ স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র সইফ আল-বাদর স্থানীয় একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, এই দুর্ভাগ্যজনক ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবদিক দিয়ে সাহায্য করা হবে ৷ স্বাস্থ্য দফতরের দেওয়া একটি তথ্য বলছে, এখনও পর্যন্ত 114 জনের মৃত্যু হয়েছে ৷ প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

নিনোভাহ প্রদেশের গভর্নর নাজিম আল-জুবৌরি জানিয়েছেন, জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আগুনে পুড়ে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না ৷ কারণ তা আরও বাড়তে পারে ৷ বিয়ের অনুষ্ঠানের ওই হলটিতে কীভাবে এই আগুন লাগল, তা সঠিক বলা যাচ্ছে না ৷ তবে মনে করা হচ্ছে, বিয়েতে বাজি পোড়ানে হচ্ছিল তা থেকেই আগুন লেগেছে ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিয়ের হলটির বাইরের অংশ অত্যন্ত দাহ্যপদার্থ দিয়ে সাজানো হয়েছিল ৷ এই পদার্থগুলি দেশে নিষিদ্ধ ৷ আগুন লাগার পরে কয়েক মিনিটের মধ্যে হলের একটি অংশ ভেঙে পড়ে ৷ প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা ক্রমশ কমছে ৷ বর্তমানে ইরাকে প্রায় 1 লক্ষ 50 হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করে ৷ 2003 সালে এই সংখ্যা ছিল 15 লক্ষ ৷ বহু খ্রিস্টান ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা, অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মুম্বইয়ের গ্যালাক্সি হোটেলে অগ্নিকাণ্ডে মৃত 3, গুরুতর জখম দুই

বাগদাদ, 27 সেপ্টেম্বর: বিয়েবাড়ির অনুষ্ঠানে কমপক্ষে 100 জনের পুড়ে মৃত্যু হল ৷ জখম 150 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ইরাকে ৷ বুধবার প্রশাসন জানিয়েছে, ইরাকের নিনোভাহ প্রদেশের হামদানিয়া এলাকায় বিয়েবাড়িতে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে ৷ হামদানিয়া ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমে মসুল শহরের বাইরে অবস্থিত ৷ রাজধানী থেকে এর দূরত্ব 335 কিলোমিটার ৷

বিভিন্ন সংবাদমাধ্যমে বিয়েবাড়ির ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়েছে । ওই বিয়েবাড়ির হলটির মধ্যে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া মৃতদেহ ৷ এক ব্যক্তি দমকলবাহিনীর কর্মীদের উদ্দেশ্যে করে চিৎকার করছেন ৷ স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র সইফ আল-বাদর স্থানীয় একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, এই দুর্ভাগ্যজনক ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবদিক দিয়ে সাহায্য করা হবে ৷ স্বাস্থ্য দফতরের দেওয়া একটি তথ্য বলছে, এখনও পর্যন্ত 114 জনের মৃত্যু হয়েছে ৷ প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

নিনোভাহ প্রদেশের গভর্নর নাজিম আল-জুবৌরি জানিয়েছেন, জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আগুনে পুড়ে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না ৷ কারণ তা আরও বাড়তে পারে ৷ বিয়ের অনুষ্ঠানের ওই হলটিতে কীভাবে এই আগুন লাগল, তা সঠিক বলা যাচ্ছে না ৷ তবে মনে করা হচ্ছে, বিয়েতে বাজি পোড়ানে হচ্ছিল তা থেকেই আগুন লেগেছে ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিয়ের হলটির বাইরের অংশ অত্যন্ত দাহ্যপদার্থ দিয়ে সাজানো হয়েছিল ৷ এই পদার্থগুলি দেশে নিষিদ্ধ ৷ আগুন লাগার পরে কয়েক মিনিটের মধ্যে হলের একটি অংশ ভেঙে পড়ে ৷ প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা ক্রমশ কমছে ৷ বর্তমানে ইরাকে প্রায় 1 লক্ষ 50 হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করে ৷ 2003 সালে এই সংখ্যা ছিল 15 লক্ষ ৷ বহু খ্রিস্টান ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা, অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মুম্বইয়ের গ্যালাক্সি হোটেলে অগ্নিকাণ্ডে মৃত 3, গুরুতর জখম দুই

Last Updated : Sep 27, 2023, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.