ওয়াশিংটন, 24 ডিসেম্বর: ভারত মহাসাগরে রাসায়নিক ট্যাংকারে হামলা চালালো ইরানি ড্রোন ৷ স্থানীয় সময় শনিবার এমনটাই জানিয়েছে পেন্টাগন ৷ পেন্টাগনের এক মুখপাত্র সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, "লাইবেরিয়ার পতাকাবাহী জাপানি মালিকানাধীন মোটর জাহাজ চেম প্লুটো এবং নেদারল্যান্ডস-চালিত রাসায়নিক ট্যাংকারে আজ সকাল 10টায় ভারতের উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরের উপর হামলা চালানো হয় ৷ ইরান থেকে একমুখীভাবে এই হামলা করা হয় ড্রোনের সাহায্যে ৷"
পেন্টাগন বলেছে, এটি 2021 সাল থেকে বাণিজ্যিক জাহাজের উপর হওয়া সপ্তম ইরানি হামলা । ভারতগামী বাণিজ্যিক জাহাজ এমভি চেম প্লুটো 20 জন ভারতীয় এবং একজন ভিয়েতনামে ক্রু সদস্যকে নিয়ে যাচ্ছিল ৷ সেই সময় একটি ড্রোন আক্রমণ চালায় জাহাজের উপর ৷ এই হামলার পরে জাহাজে আগুন ধরে যায় ৷ তবে এই হামলার জেরে বড় কোনও ঘটনা ঘটেনি।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, বাহিনীর তৎপরতায় জাহাজে থাকা সকলেই সুরক্ষিত রয়েছেন ৷ বাণিজ্যিক জাহাজটি 19 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরত থেকে সমুদ্রযাত্রা শুরু করেছিল। 25 ডিসেম্বরের নিউ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছনোর কথা ছিল জাহাজের ৷ সেই উদ্দেশে জাহাজটি রওনা দিয়েছিল। যাত্রা পথে জাহাজের উপর হামলা হল।
বিবৃতি অনুসারে, 23 ডিসেম্বর মুম্বইতে ভারতীয় কোস্ট গার্ড মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার এমভি কেম প্লুটোতে আগুনের বিষয়ে তথ্য পায় ৷ সন্দেহভাজন ড্রোন হামলা বা এরিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে জাহাজে আক্রমণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে । ভারতীয় কোস্ট গার্ড মেরিটাইম কোঅর্ডিনেশন সেন্টার (MRCC) জাহাজের এজেন্টের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করে ৷ এর ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি । জানা গিয়েছে, জাহাজের কর্মীরাই আগুন নিভিয়ে ফেলেন । এই হামলার পর জাহাজের নিরাপত্তা বাড়ানোর জন্য এমআরসিসি মুম্বই আইএসএনকে সক্রিয় করে এবং সাহায্যের জন্য চেম প্লুটোর আশেপাশে থাকা অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলিকে অবিলম্বে সরিয়ে দেয় ৷
আরও পড়ুন: