Sunset in Mars: মঙ্গলে সূর্যাস্ত ! মহাজাগতিক মুহূর্ত ক্যামেরাবন্দি করল নাসার পাঠানো যান - ইনজেনুইটি মার্স হেলিকপ্টার
মঙ্গল গ্রহে সূর্যাস্তের (Sunset in Mars) ছবি তুলল নাসার (NASA) ইনজেনুইটি মার্স হেলিকপ্টার (Ingenuity Mars helicopter) ! সেই ছবি মন ভরিয়ে দিয়েছে বিশ্ববাসীর ৷
ওয়াশিংটন, 11 মার্চ: লালগ্রহ মঙ্গলে সূর্যাস্ত (Sunset in Mars) কেমন হয় ? তারই ঝলক দেখাল নাসার (NASA) ইনজেনুইটি মার্স হেলিকপ্টার (Ingenuity Mars helicopter) ৷ মঙ্গলের আকাশে 45তম উড়ানের সময় সেখানকার সূর্যাস্তের ছবি তুলেছে এই খুদে মহাকাশযান ৷ গত 22 ফেব্রুয়ারি মঙ্গলের দিগন্তে সূর্য যখন অস্ত যাচ্ছিল, তখনই এই ছবিটি তোলা হয় ৷ সংশ্লিষ্ট একটি পোর্টালে সেই ছবি প্রকাশ করা হয়েছে ৷ যা দেখে মঙ্গলকে যে কারও পৃথিবী বলে ভ্রম হতে পারে ৷
ইনজেনুইটি মার্স হেলিকপ্টারের তোলা ওই ছবিতে সন্ধের সূর্যকে একটি উজ্জ্বল আগুনের গোলার মতো মনে হচ্ছে ! নক্ষত্রটিকে দেখে মনে হচ্ছে, সেটি যেন মঙ্গলের দিগন্তরেখার উপর 'ঝুলে' রয়েছে ! তার 'সামান্য' নীচেই রয়েছে উঁচু উঁচু পাহাড়ের শিখর ! ইতিমধ্য়েই মঙ্গলের মাটিতে, সেখানকার আকাশে 714 দিন কাটিয়ে দিয়েছে ইনজেনুইটি মার্স হেলিকপ্টার ৷ তার মধ্য়েই তার অত্যাধুনিক ক্যামেরায় তোলা এই ছবি মন ভরিয়ে দিয়েছে বিজ্ঞানী, গবেষক থেকে শুরু করে সমস্ত বিশ্ববাসীর ৷
ছবিতে সূর্যের শিখা ভালোমতোই বোঝা যাচ্ছে ৷ আর সেই শিখায় দৃশ্যমান হয়ে উঠেছে লালগ্রহের রুখা-শুখা পাথুরে জমি ৷ উল্লেখ্য, 2021 সালের 18 ফেব্রুয়ারি মঙ্গলে অবতরণ করে ইনজেনুইটি মার্স হেলিকপ্টার ৷ আদতে এটি এক ধরনের রোটারক্রাফ্ট ৷ তথ্য বলছে, এর আগে পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহে রোটারক্রাফ্ট এভাবে 'হেঁটে-চলে' বা 'উড়ে' বেরায়নি ৷ তাই মঙ্গলে অবতরণের মুহূর্ত থেকেই একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে নাসার তৈরি এই ইনজেনুইটি মার্স হেলিকপ্টার ৷
আরও পড়ুন: সৌরজগতের অনেক রহস্য ফাঁস করবে 'পিলার্স অফ ক্রিয়েশন' !
ইনজেনুইটি মার্স হেলিকপ্টারের ওজন মাত্র 1.8 কিলোগ্রাম ৷ এই ছোট্ট মহাকাশযান প্রমাণ করে দিয়েছে, মঙ্গলের অতি পাতলা বায়ুমণ্ডলেও মানুষের তৈরি কোনও যন্ত্রের পক্ষে ওড়া সম্ভব ৷ শুধু তাই নয় ৷ প্রয়োজনে উড়ন্ত অবস্থায় লালগ্রহের বিভিন্ন মুহূর্তের ছবিও তোলা যেতে পারে ৷ প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল, মঙ্গলে পৌঁছনোর পর ইনজেনুইটি মার্স হেলিকপ্টারকে দিয়ে কেবলমাত্র কয়েকটি পরীক্ষামূলক উড়ান করানো হবে ৷ কিন্তু, ইতিমধ্য়েই ইনজেনুইটি মার্স হেলিকপ্টার যেভাবে তার কেরামতি দেখাচ্ছে, তা নাসার বিশেষজ্ঞদের ভাবনার অতীত ছিল বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷